বিজয়ের মাসে নিজেকে তৈরী করুন নতুন আঙ্গিকে, টাইপিং শিখুন আরো সহজ এবং সুন্দর ভাবে

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ -

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আশাকরি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। এখন বিজয়ের মাস ডিসেম্বর চলছে। এই মাসেই আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম, শুরু করেছিলাম নতুন দেশে নতুন একটা জীবন।

স্বাধীনতার ৪৩ বছর পার হয়ে গেছে, তথ্য প্রযুক্তিতে আমরা আরো অনেকটাই উন্নত হতে পেরেছি। প্রতিদিন হাজার হাজার প্রযুক্তি প্রেমি মানুষ বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি ব্লগের এই প্লাটফর্মে যুক্ত হচ্ছে ফলে আমাদের হৃদিয়ের স্পন্দন টেকটিউনসের ভিজিটরের সংখ্যা বেড়েই চলেছে দিনের পর দিন। অনেকেই ব্লগ দেখে ব্লগিং করার ইচ্ছে পোষন করছেন কিন্তু করতে পারছেন না, কারন আপনি ভালো টাইপিং জানেন না। শুধু মাত্র ভালো টাইপ না জানার কারনে আপনাকে অনেক ভুগান্তির শিকার হতে হচ্ছে। আবার চাকরির জন্য আবেদন করলে আপনাকে জিজ্ঞাসা করা হয়, “ভাই, টাইপিং স্পিড কত?”। যাহোক টাইপিং এর গুরুত্ব কতটুকু সেটা আপনারা সবাই জানেন। অনেকেই টাইপিং এর উপর কোর্সও করে ফেলেছেন। আজ আমি আপনাদের জানাবো কিভাবে ঘরে বসে আপনি সহজ ও সুন্দর ভাবে এবং হাই স্পিডে টাইপ করতে পারেন।

Download Rapid Typing Tutor

প্রথমে ডাউনলোড লিংক থেকে আপনার পছন্দমত Rapid Typing Tutor Installer অথবা Portable ভার্সনটি ডাউনলোড করে নিন। Installer Version এর size 9MB এবং Portable Version এর size 12MB। ডাউনলোড হয়ে গেলে স্বাভাবিক নিয়মে ইনস্টল করে নিন।

ইনস্টল হয়ে গেলে সফ্টওয়ারটি ওপেন করুন। তারপর নিচের মতে উইন্ডো আসবে।

১ চিহিৃত জায়গা থেকে আপনার কিবোর্ড এর লেআউট ঠিক করে নিন। তারপর ২ চিহিৃত জায়গা থেকে আপকি Finger Placemenet(দুই হাত দিয়ে টাইপ করবেন নাকি এক হাত দিয়ে) ঠিক করে OK Press করুন। তাহলে নিচের মত উইন্ডো আসবে.

এখন ১ চিহিৃত জায়গা থেকে আপনি আপনার দক্ষতা অনূযায়ী Catergory Select করুন। ২ চিহিৃত জায়গা থেকে আপনার লেসন সিলেক্ট করুন। ৩ চিহিৃত জায়গা থেকে আপনি সময় জানতে পারবেন এবং সর্বশেষ ৪ চিহিৃত জায়গা থেকে আপনি আপনার সেটিংস পরিবর্তন করতে পারবেন। যেমন-

  • Key Board Layout Change করতে পারবেন
  • Color Change করতে পারবেন
  • Font Change করতে পারবেন
  • Sound Change করতে পারবেন
  • Theme Change করতে পারবেন
  • Shortcut Change করতে পারবেন
  • Language Change করতে পারবেন

এইবার শুরু হয়ে যাক আপনার টাইপিং। আশা করছি কিছু দিনের মধ্যেই আপনি ইংরেজি টাইপিং এ দক্ষ হয়ে উঠবেন।

এখন তাহলে বাংলা টাইপিং এর কি হবে?!
নো চিন্তা ডো আনন্দ.
বাংলা টাইপিং এর জন্য রয়েছে দুটি জনপ্রিয় সফ্টওয়ার- বিজয় এবং অভ্র। শুধু মাত্র ইংরেজি টাইপিং জেনেই আপনি অভ্র ফনেটিক্স ব্যবহার করে বাংলা লিখতে পারবেন।
অভ্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন সাইজ মাত্র ১২ এমবি।

আর আমার মতো যারা বিজয় ব্যবহার করেন তারা নিচের ডাউনলোড লিংক থেকে বিজয় টাইপিং টিউটর সফ্টওয়ারটি ডাউনলোড করে নিন, সাইজ মাত্র ৫ এমবি।

আমার কাজ শেষ। এখন আপনাদের শেখার পালা।

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি.

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ পোস্ট

    @অনিন্দ্য সরকার রাহুল: ধন্যবাদ ভাই পোষ্টটি কষ্ট করে পড়ার জন্য ।

Level 0

মাত্র ৩৬০ কেবি দিয়েই তো Installer পাওয়া যায়। ১২ মেগাবাইট দিয়ে কি লাভ? 🙂
এখানে দেখুন –
http://munnamark.blogspot.com/2013/12/unijoy-layout-unicode-bengali-typing.html

Level 0

Sorry – Wrong Comment. আমি ভেবেছি এটা বাংলা টাইপিং সফট। আপনার টাইটেল চেঞ্জ করলে মনে হয় ভাল হবে –
বিজয়ের মাসে নিজেকে তৈরী করুন নতুন আঙ্গিকে, টাইপিং শিখুন আরো সহজ এবং সুন্দর ভাবে……

    @munnamark: কমেন্ট করার জন্য ধন্যবাদ। এখানে বাংলা ইংরেজি দুইটাই আছে । আপনি পোষ্টটি ভালো ভাবে পড়ে দেখুন ।

Level 0

আপনি আমার একটা কমেন্ট এপ্রুভ করেন নি। ওটা এপ্রুভ করলে বুঝতে পারবেন আমি কি মিন করেছি।
Waiting Moderation এ আছে। প্রথমে ওটা Approve করুন।

আমি একটা wrong comment করেছি মাত্র। 🙂

    ব্যাপার না ভাই, এটা নিয়ে এতোটা উত্তেজিত হওয়ার কিছু নেই । আপনার পদ্ধতি ভালো হতে পারে তবে আমার টিউনটি যারা নতুন তাদের জন্য । কমেন্ট করার জন্য ধন্যবাদ।

      Level 0

      @এস. এম. ফাহাদ:
      🙂 😆
      আপনি এখনো আমার মন্তব্যটা কি নিয়ে সেটা বুঝতে পারেন নাই 🙂

      আপনি লিখেছেন টাইপিং করুন আরো সহজ ভাবে। যার কারণে আমি মনে করলাম এটা বাংলা টাইপিং সফট বোধহয়। এবং পোস্ট এর শেষ দিকে বিজয় অভ্র এসব লেখা দেখে নিশ্চিত হলাম এটা বাংলা টাইপিং সফটওয়্যার ই।

      কিন্তু comment করার পর দেখলাম Rapid Typing Tutor 🙂
      এবার বুঝলাম কাম সারছে! আমি যেটা দিয়েছি সেটা তো typing tutor না। ওটা just বাংলা টাইপিং সফট। আসলে ওই সময় আমি ওটা নিয়েই ভাবছিলাম। মনে করলাম আমার আগে আপনি পোস্ট করে ফেললেন। পরে বুঝলাম বুঝতে ভুল করেছি।

      এজন্যই আপনাকে Typing করুন এর স্থলে শিখুন ব্যবহার করতে বলেছিলাম যাতে আমার মত কেউ Confused না হয় এই আরকি।

      আপনি Unicode বাংলা লিখেন কি দিয়ে? যদি বিজয় বা অভ্র ব্যবহার করেন তাহলে আমার দেয়া লিংকটা দেখতে পারেন। এটা খুবই ছোট কিন্তু বেশ কাজের একটা জিনিস।

      আরেকটা কথা: I’m not excited. 😆

        @munnamark: ধন্যবাদ ভাই, আপনার দেওয়া লিংকটা আমি অবশ্যই ট্রাই করবো । ভাই আপনাদের মত মানুষ আছে বলেই আমরা ভুল শোধরানুর সুযোগ পাই । ধন্যবাদ ।

          Level 0

          @এস. এম. ফাহাদ:
          এটাকে ঠিক ভুল বলা চলেনা। কিন্তু Confused হবার সম্ভাবনা থাকে। টাইটেল পরিবর্তন করার জন্য ধন্যবাদ।