বন্ধুরা আশাকরি সবাই খুব ভাল আছেন অনেক দিন পরপর টিউন করছি আশাকরি আপনারা পাশেই থাকবেন। যাই হক আজকে আমি আপনাদের জন্য খুব কাজের একটি টিপস নিয়ে এলাম। বর্তমান সময়ে ডাউনলোড ম্যানেজার এর নাম বললে একটি নামি উঠে আসবে আর তাহলে Internet Download Manager।
কি আমি ঠিক বললাম তো, আশাকরি ঠিক বলেছি আমারা বিভিন্ন ক্র্যাক বা প্যাচ ফাইল দিয়ে খুব সহজে আমাদের Internet Download Manager কে ফুল ভার্সন করে নিতে পারি কিন্তু সাম্প্রতিক সময়ে একটা জিনিসে খুব জালাছে আর সেটা হল Internet Download Manager ফুল ভার্সন হবার পরেও বার বার fake serial number ম্যাসেজ আসছে যেটা আমার বিশেষ করে খুব বিরক্তি কর মনে হয়েছে আর আজকে যে টিপস নিয়ে টিউন করছি সেটি ব্যবহার করে আমি মুক্তি পেয়েছি। তাই ভাবলাম আমার অনেক বন্ধু আছে যারা এখুন হয়তো এই সময়ে ভুগছে তাই এই টিউন করতে বশে পড়লাম। এই টিপস সম্পর্কে প্রথম জানি একটি ইংলিশ সাইট এ তারপর বাংলা সাইট পিসি হেল্প লাইন এ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখি নিই কিভাবে কাজ টা করবেন ও আমার মতো মুক্তি পাবেন।
1. আপনার কীবোর্ড এর Windows + R বাটন প্রেস করুন তাহলে Run আসবে সেখানে টাইপ করুন regedit এবার যে popup বক্স আসবে তাতে yes করুন। এবার যে পেজ আসবে সেখান থেকে HKEY_CURRENT_USER ক্লিক করুন। নিচের চিত্রে দেখুন.
2. এবার SOFTWARE এ ক্লিক করুন নিচের চিত্রে দেখুন.
3. এবার Download Manager এ দুবার ক্লিক করুন। নিচের চিত্রে দেখুন.
4. এবার ডান পাশ থেকে Check UpdtVM এই লিখা টিকে খুঁজে বের করুন। নিচের চিত্রে দেখুন.
5. এবার CheckUpdtVM এর উপরে আপনার মউস এর রাইট ক্লিক করে modify এ ক্লিক করুন। নিচের চিত্রে দেখুন.
6.এবার দেখুন value 10 করা আছে সেটা কে মুছে সেখানে 0 করে দিন। বাস ওকে করে বেরিয়ে আসুন। নিচের চিত্রে দেখুন.
7. ব্যাস হয়েগেল এবার থেকে আর fake serial number ম্যাসেজ আসবে না। আশাকরি আপনাদের বুঝতে কোন সমস্যা হলনা। যদি কোন সমস্যা হয় তাহলে আমাকে জানাবনে আমি হেল্প করতে চেষ্টা করবো।
প্রথম প্রকাশ
আমি MTAS 1320। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।