কোন সিডি/ডিভিডি বা বুটেবল পেনড্রাইভ ছাড়াই আইএসও থেকে বুট করার পদ্ধতি।

স্বাগতম। কেমন আছেন আপনারা?
আজ আমি কিভাবে কোন সিডি/ডিভিডি বা বুটেবল পেনড্রাইভ ছাড়াই আইএসও থেকে বুট করা যায় সেই পদ্ধতি বলব। কাজ টা উবুন্টু ও উইন্ডোজ দুইটা প্লাটফর্মেই করা যায় এবং দুইটাতেই দরকার পড়ে।

শুরু করব আপনার আমার ফেভারেট ওএস উবুন্টু দিয়ে। কাজটি করার জন্য আপনার চাই grml-rescueboot নামক একটা সফটওয়্যার। এর জন্য আপনাকে রিতী মত কিছু কমান্ড টাইপ করতে হবে। কমান্ড সমুহ

sudo apt-get update
sudo apt-get install grml-rescueboot

ব্যাস আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। এইবার যে আইএসও কে বুট করতে চান তাকে আপনার রুট ড্রাইভের boot ফোল্ডারে গিয়ে grml ফোল্ডারটিতে পেষ্ট করুন (এর জন্য আপনাকে অব্যই রুট ইউজার হতে হবে, যার জন্য টার্মিনালে টাইপ করুন sudo nautilus )। এইবার আরেকটা কমান্ড টার্মিনালে দিন।

sudo update-grub

ব্যাস, আপনি রিস্টার্ট করলেই আপনি আপনার গ্রাব মেনুতে সেই আইএসও ফাইল পাবেন, এবং সেখান থেকে বুট করতে পারবেন।

 

 

এবার বুট মেনু থেকে আইএসও টাকে সরানর জন্য শুধু /boot/grml/ ফোল্ডারের আইএসও টাকে ডিলিট করে দিন, এবং কমান্ড দিন

sudo update-grub

এইবার আসি উইন্ডোজে। এর জন্য আপনার চাই Easy BCD নামক একটা সফটওয়্যার, যা আপনি ফ্রি পাবেন এই লিংকে। এটি ঠিকমত ইন্সটল করে নিচের ছবির মত Add new entry থেকে মার্ক করা ঘরটি পুরন করুন। আইএসও সিলেক্ট করুন। এবং Save Settings ক্লিক করুন। এবার রিস্টার্ট করলেই বুট মেনুতে আপনার আইএসও টা পবেন।

বুট মেনু থেকে আইএসও টাকে সরানর জন্য Easy BCD অপেন করে Edit Boot Menu থেকে আইএসও কে ডিলিট করে দিন।

এইবার ইচ্ছা মত বিনা পেনড্রাইভ বা ডিস্ক কে কষ্ট দিয়ে স্বল্প কষ্টে আইএসও কে বুট করুন, আর লিনাক্স লাইভ সিডি স্বাদ নিন। আমি উবুন্টু, ফিডোরা, অপেনসুসে, এলেমেন্টরি লাইভ চালায় ফেলেছি 😀

Level 0

আমি Duronto_Raihan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune.
tnx for sharing …..