‘Cadillacs and Dinosaurs (মুসতফা)’ ছোট বেলায় এই গেম টা খুব ভাল লাগতো। কিন্তু, এই অসাধারণ গেমটি তখন শেষ করা সম্ভব হয়নি। আজ সুযোগ পেয়ে এই গেমটি শেষ করলাম।
আসলে কিছু জিনিস থাকে যেগুলো কখনো পুরনো হয় না, চির জিবন-ই লেখা থাকে স্মৃতির পাতায়।
তাই আজ ভাবলাম টিটির বন্ধু দের সাথে শেয়ার করি। হয় তো অনেকেই এর আগে এই গেমটি কম্পিউটার এ খেলে ফেলেছেন।
হা তবে আবার অনেকেই এই গেম টির ২০ পিস্তল গুলো মিস করেছেন পিসি ভারশন এ। অনলাইন এ এই গেমটির দুটো version পাওয়া যায়। একটাতে ২০ পিস্তল(আনলিমিটেড বুলেট) আছে,অপর টাতে নাই।
তো তাহলে চলুন যারা এখনো পিচি virsion পান নাই বা যারা ২০ পিস্তল টা মিস করেছেন তারা এখন গেমটি নিয়ে নিতে পারেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন, মাত্র ৭.৬২ mb।
Coin কি চাপ দিয়ে খেলতে থাকুন 🙂 আপনি ইচ্ছে করলে tab চেপে কিছু না এডিট করলেও চলবে আপনি কমান্ড গুলো দেখে নিয়ে Esc চেপে দিতে পারেন।
যদি কিছু না বুঝতে পারেন তাহলে মন্তব্য করুন।
অথবা, আমার সাথে ফেসবুক এ যোগাযোগ করুনঃ Nisad
টিটিতে আমি নতুন,কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 🙂
আমি নিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থ্যাঙ্কু