কি ? অবাক হলেন ? হ্যাঁ আজকে আপনার কম্পিউটার কথা বলবেই ।
প্রথমে এখান থেকে Text2Speech মাত্র 88kb এর সফওয়্যার টি ডাউনলোড করে নিন ।
ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যার টিতে ডাবল ক্লিক করুন, তাহলে নিচের মত দেখতে পাবেন, এবার ইন্সটল এ ক্লিক করুন ।
ব্যস ইন্সটল হয়ে গেল, এখন আপনার কম্পিউটার কথা বলার জন্য তৈরি ।
এবার আপনার কম্পিউটার এর “command prompt” অথবা “Run” এ গিয়ে নিচের মত করে লিখুন t2v ।
t2v লিখেয় Enter চাপুন, তাহলে নিচের মত দেখতে পাবেন
এবার এখানে আপনি আপনার কম্পিউটার কে দিয়ে যা বলাতে চান, তা লিখুন যেমন আমি লিখলাম “Hello World ! Im Nisad Khan”
লিখে Enter চাপুন দেখবেন এখানে আপনি যা লিখেছেন আপনার কম্পিউটার তাই বলছে ।
আমি techtunes এ নতুন, যদি কোন কিছু ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
কোন সমস্য থাকলে আমার সাথে ফেসবুক এ যোগাযোগ করতে পারেনঃ Nisad
আজ এখানেই শেষ করছি … ভালো থাকুন সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন 🙂 । আবারো ফিরে আসবো কোন এক নতুন চমক নিয়ে ।।
আমি নিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যান-
Windows> Start> Control Panel> Speech/Speech Propertise> TEXT TO SPEECH…
Use the following text to preview the voice বক্সে যা খুশি লিখুন ( লিখুন Neeshaad)
তারপর Preview voice এ চাপুন।
আপনার দেওয়া সফটওয়্যার ছাড়াই…
চেষ্টা করে দেখুন, আপনার কম্পিউটারেও।