সবাইকে সালাম জানিয়ে আজকে আমি আমার প্রথম টিউন শুরু করছি।
চারিদিকে যখন কমিপউটার-প্রযুক্তির জয়জয়কার চলছে, ঠিক তখন সবার মত আমার মনেও এর হাওয়া-বাতাস লাগা শুরু করলো।কিন্তু হাওয়া-বাতাস শুধু কষ্ট দিতেই শুরু করলো, প্রশান্তি দিতে পারলো না। যখন কারো কাছে গেছি কিছু শেখার জন্যে, তখন কেন যেন সবাই দুরে ঠেলে দিত, কাছে ভিরতে দিতনা। ধিরে ধিরে আমার প্রবল আগ্রহ যেন লোপ পেতে থাকলো। এভাবে অনেকদিন কেটে গেল। আমি প্রায় আশাহীন হয়ে পরেছি, ঠিক এই মুহুর্তে প্রায় একমাস আগে আমার এক বন্ধু আমাকে টেকটিউন্সের কথা জানালো। আমি সাথে সাথে টেকটিউন্সে এসে বিভিন্ন পোস্ট পড়া শুরু করলাম। যত পড়ি দেখি ততই ভালো লাগে। ধিরে ধিরে আমার মরা-মনটা যেন আবার জেগে ওঠা শুরু করলো। বাংলা ভাষাই এরকম যে একটা সাইট আছে, আমার ধারণাই ছিলনা। একদিন এক ভাই-এর টিউটরিয়াল দেখে আমি একটা ব্লগ তৈরি করে ফেললাম। তৈরি করা শেষে যখন আমি আমার ব্লগ দেখতে লাগলাম তখন আমি এতই আনন্দিত হয়েছিলাম যে, আনন্দে আমার চোখ দিয়ে সামান্য অশ্রু বেয়ে পরেছিল ।যদিও কাজটা খুবই সহজ।
এখন টেকটিউন্স আমার মনে এই বিশ্বাস জন্মে দিয়েছে যে আমার দ্বারা অনেক কিছুই সম্ভব।অনেক কিছু। থ্যাংক ইউ টেকটিউন্স, থ্যাংক ইউ।।।
আমি আহমেদ্ জুনায়েদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মহান সৃস্টিকর্তার সৃস্টি নিয়ে চিন্তা করি।
goood কিন্তু ভাই এখন টিটি কেও কিছু দেন !!