মানুষের মতোই চিন্তা করবে সুপার কম্পিউটার

আইবিএম, ক্রে, ইন্টেলসহ আরো কয়েকটি কম্পিউটার ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের সহায়তায় তৈরি হবে বিশ্বের দ্রুততম কম্পিউটার বা সুপার কম্পিউটার। আগামী ২০২০ সালের মধ্যে কম্পিউটারটি বানাতে বিজ্ঞানীদের একটি বড় দল কাজ শুরু করেছেন। কম্পিউটারটি মানুষের মস্তিষ্কের মতোই বেশকিছু কাজ করতে পারবে। সম্প্রতি ম্যাশেবলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ‘ইউম্যান ব্রেন প্রজেক্ট’ নামে এ প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন বিজ্ঞানী ও গবেষকদের বড় একটি দল। সুইজারল্যান্ডে প্রযুক্তিবিদদের এক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে। এ প্রকল্পে কাজ করবেন ১৩৫টি বিজ্ঞানবিষয়ক প্রতিষ্ঠান ও সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১৬০ কোটি ডলার। প্রযুুক্তিবিদরা আশা করছেন, এ প্রকল্প সফলতার মুখ দেখলে এখনকার দ্রুততম কম্পিউটারের চেয়ে কমপক্ষে এক হাজার গুণ গতিতে ডেটা বিশ্লেষণ করা সম্ভব হবে। এখনকার কম্পিউটার হার্ডওয়্যারে পরিবর্তনের মাধ্যমে সেকেন্ডে এক কোয়াড্রিলিয়ন অঙ্ক করতে পারে। হিউম্যান ব্রেইন প্রজেক্টের পরিচালক হেনরি ম্যার্কর‌্যাম বানাতে চান এর চেয়েও দ্রুতগতির কম্পিউটার। সুপার কম্পিউটারে যুক্ত করতে চান মানুষের মতো চিন্তাশক্তি প্রয়োগ করে কাজ করতে পারার কলাকৌশল। এ প্রকল্পে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সুপার কম্পিউটার নির্মাতা আইবিএম, ক্রে, ইনটেল এবং বুলসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান। আর এরই ধারাবাহিকতায় আগামী ২০২০ সালের মধ্যে কম্পিউটারটি তৈরির আশ্বাস দিয়েছেন গবেষকরা।
***তথ্য ও প্রযুক্তি বিষয়ক নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন***

Level 0

আমি smenayetk17। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস