আসসালামু আলাইকুম ।
যুগের সাথে সাথে কম্পিউটারের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । আমার মনে আছে আমি প্রথম যে কম্পিউটার ব্যবহার করি তার হার্ডডিক্স ছিল ৮ জিবি । এখনকার লোকজন শুনলে হাসবে কারন তারা এখন পকেটে পেন ড্রাইভ নিয়ে ঘুরে ৩২জিবি । আর কম্পিউটারের হার্ডডিক্স তো টেরাবাইটের নিচে কিনেই না । চলুন এবার আমরা দেখি এই টেরাবাইটের পর কি থাকছে ! ও আর একটি কথা বলে রাখি ইংরেজিতে bit ও Byte দুটই b দিয়ে শুরু তাই bit বুঝাবার জন্য b (ছুট হাতের) আর Byte বুঝাবার জন্য B (বড় হাতের ) ব্যবহার করা হয় । যেমন আপনার ইন্টারনেট স্পিড ২৫৬ Kbs মানে প্রতি সেকেন্ডে গতি ২৫৬ বিট বা ৩২ KBs ( বাইট) { কারন ৮বিট = ১ বাইট }
এবার নিচের ছকটা খেয়াল করেন …
1024B = 1KB (Kilobyte)
1024KB= 1MB (Megabyte)
1024MB= 1GB (Gigabyte)
1024GB= 1TB (Terabyte)
1024TB=1PB (Petabyte)
1024PB=1EB (Exabyte)
1024EB=1ZB (Zettabyte)
1024ZB=1YB (Yottabyte)
1024YB= আমার জানা নাই
ও আর একটি কথা আমরা জানি কিলো মানে ১০০০ (হাজার) কিন্তু এখানে ১০২৪ ব্যবহার করা হয়েছে এর কারন হচ্ছে ১০২৪ বর্গমূল করা যায় কিন্তু ১০০০ কে বর্গমূল করা যায় না ।
সবাই ভালো থকবেন – আল্লাহ হাফিজ
আমি Arman Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice Post….