শুরুতে আমার বইয়ের ৭৬৬১ জন পাঠককে জানাই অগ্রিম ঈদ মোবারক। আমার লেখা বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড লিনাক্স রেড হ্যাট ইন্টার প্রাইজ ৫ সার্ভার বইটি ইতি মধ্যে ৭৬৬১ বার ডাউনলোড হয়েছে । পাঠকদের কাছ থেকে এই ধরণের উৎসাহ পাওয়ার প্রেক্ষিতে আমি আমার দ্বিতীয় বই নেটে ছাড়ার জন্য মন স্থির করছি............. আমার ২য় বইটির নাম হচ্ছে টি,সি,পি আই,পি নেটওয়ার্কিং এন্ড রাউটিং (৩০০ পৃষ্ঠার) যা আগামি মাসের মধ্যে লিখা শেষ করতে পারবো বলে আশা করছি। বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড লিনাক্স রেড হ্যাট ইন্টার প্রাইজ ৫ সার্ভার বইটির ন্যায় এই বারের বইটিও ব্যাপক সাড়া জাগাবে বলে আশা করছি। বইটিতে এই বার বিজ্ঞাপন দেয়া হবে, তাই আগ্রহি টেকনোলজি related প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন পাওয়ার আশা করছি। বিজ্ঞাপন থেকে প্রপ্ত আয় দিয়ে FCI ICT Club এর উন্নায়নে ব্যয় করা হবে। উল্লেখ্য FCI ICT Club একটি সেবা-ধর্মী অবাণিজ্যিক প্রতিষ্ঠান।
ডাউনলোড -
http://www.mediafire.com/view/28c21oae5pwobxz/linux_server.pdf
সম্পূর্ণ বাংলায় Linux Red hat Enterprise-5 টিউটরিয়াল
প্রযুক্তির সাথে যুক্ত সবাই কম বেশি linux সম্পর্কে জানেন। বর্তমানে linux এর কি গুরুত্ব তা নতুন করে আর কিছুই বলার নেই। উন্নত বিশ্বে linux খুব জনপ্রিয় হলেও আমাদের দেশে হাজেরে একজনও linux user খুজে পাওয়া যাবে না। বাংলাদেশের প্রত্যেক কম্পিউটার ইউজারের কাছে লিনাক্সের ব্যবহার প্রচলন করার জন্য আমার এই ছোট্ট প্রয়াস। আমার লেখা “বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড লিনাক্স রেড-হ্যাট এন্টারপ্রাইজ-৫” বইটি পড়ে একজন সাধারণ কম্পিউটার ইউজার থেকে শুরু করে BSC/Diploma Engineering in CSE/CST/CT/Information science সহ সকল technical/non-technical যে কেও ঘরে বসেই নিম্নক্ত বিষয় সমূহ শিখতে পারবেন বলে আমি আশা করি।
- বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং বাস্তবায়নের কৌশল।
- LAN বাস্তবায়ন।
- বিভিন্ন NOS এর ব্যবহার এ প্রয়োগ।
- NOS হিসেবে Linux Red hat Enterprise-5 এর ব্যবহার
- Windows base Networking
- Linux base networking
- Cross networking
- Network administration
- FTP, NIS, NFS, SAMBA, PDNS, SDNS, DHCP, WEB, MAIL server configuration process in linux সহ আরো অনেক কিছু।
আমি fcilincon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Download করে বই বানিয়ে ফেলেছি। অনেক কিছু জানার আছে নতুনদের জন্য। বেসিক সব কিছুই আছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।