পোর্টেবল সফটওয়্যার কালেকশন (পর্ব-৮):::Program/Software Uninstall হচ্ছে না ? কিছুতেই হচ্ছে না ?? তাহলে এদিকে আসেন–>

আমরা পিসিতে ভাললাগা সফটওয়্যার ইচ্ছামত ইন্সটল করি । কাজে লাগুক বা না লাগুক ঐ সফট আমাদের পিসিতে থাকা চাই ।

খুব ভাল কথা, শৌখিন কাজ ।

কিন্তু ভেজাল বাধে তখন, যখন আপনার সাধের ইন্সটল করা Program uninstall হতে চায় না । কখনও কখনও টা মারাত্মক ভয়াবহ ।

যেমনঃ Babylon-এর কিছু সফট, একবার ইন্সটল করলে পরে সেটআপ না দেওয়া পর্যন্ত ও শান্তি দেবে না । রাতের ঘুম কেড়ে নিবে ।

বাধ্য হয়ে আমরা সিডি কিনি, সেটআপ মারি ।

যাই হোক অনেক প্যাঁচাল পাড়লাম। এবার কাজের কথায় আসি...

1. [{(এখান)}] হতে সফটটি ডাউনলোড করে নিন । Portable, তাই ____ করার ঝমেলা নেই 😛 (শূন্যস্থান পূরণ করুন)

2. এবার সফটটি ওপেন করুন ।

3. দেখুন আপনার ইন্সটল করা সফট-এর লিস্ট এসেছে । এবার যেটা Uninstall করবেন তাতে ক্লিক করুন । চিত্রের মত আসলে                 Forced Uninstall      দিন ।

4. কাজ শেষ ...

ভাল লাগলে কমেন্ট করবেন... সমস্যা হলে জানাবেন ।

Good Bye !! 🙂

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks bai

এই সফটওয়্যারটাও খুব ভাল দেখতে পারেন………
https://www.techtunes.io/webware/tune-id/224403

Screenshot কই গেল???