সুপ্রিয় টিউনার ভাই ও বোনেরা আমার চতুর্থ টিউনে আমি আপনাদের জন্য নিয়ে এলাম পাওয়ার আই এস ও, সাথে রয়েছে কি করে একে নিজের নামে ফুল ভার্সন হিসেবে রেজিস্ট্রেশান করবেন তার বর্ণনা ।
আসুন তাহলে প্রবেশ করি মূল টিউনে............
দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজে আই এস ও ইমেজ ফাইল ব্যবহার করে থাকি, আই এস ও ইমেজ আসলে ১টা সিডি বা ডিভিডি'র হুবুহু কপি । যারা গেমার তারাতো জানেনই নেট থেকে আমরা যেসব গেম ডাউনলোড করি তার মধ্যে বেশিরভাগ ফাইল ইমেজ ফাইল হিসেবে দেওয়া হয় । তবে উইন্ডোজে [উইন্ডোজ ৮ বাদে] কোন ডিফল্ট সফটওয়্যার নেই যা কোন আই এস ও ইমেজ ওপেন করেত পারে । এইজন্য আমাদের প্রয়োজন একটি সফটওয়্যার যা আই এস ও ইমেজ ওপেন করেত পারে ।
আপনি হয়তো একটি গেম ডিভিডিতে রাইট করতে চান বা নতুন করে একটি ইমেজ ফাইল বানাতে চান, চিন্তা নেই পাওয়ার আই এস ও হাজির আপনার সেবাতে ।
কিভাবে পাওয়ার আই এস ও ডাউনলোড করবেন.........।।
ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন অফিসিয়াল লিঙ্ক
কিভাবে ইন্সটল করবেন
প্রথমে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করুন
উইন্ডোজ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল আসলে Yes ক্লিক করুন
এবার নিচের মত উইন্ডো আসবে...।।
নিচের স্ক্রীনশট অনুযায়ী সফটওয়্যার টি ইন্সটল করুন
এই উইন্ডো থেকে আপনার প্রয়োজনীয় বিকল্প বেছে নিন
এবার ডেক্সটপ আইকনে ক্লিক করলে নিচের মত উইন্ডো ওপেন হবে...
এরপর এইরকম একটি উইন্ডো আসবে এবং স্ক্রীনশট অনুযায়ী সবকিছু বসান
সবকিছু ঠিক হলে নিচের মত দেখাবে।।
কিজেন কিভাবে ব্যবহার করবেন????
প্রথমেই বলে রাখি এটি ভাইরাস ফ্রী এবং virustotal online scen result
প্রথমে রার ফাইলটি winrar বা winzip বা 7zip দিয়ে extract করুন
এরপর নিচের স্ক্রীনশট গুলো দেখুন ও নির্দেশ অনুসরন করুন
এবার কিজেনের Name ট্যাব থেকে Name কপি করে পাওয়ার আই এস ও রেজিস্ট্রেশান উইন্ডোর Name ট্যাবে পেস্ট করুন ও কিজেনের Serial ট্যাব থেকে Serial কপি করে পাওয়ার আই এস ও রেজিস্ট্রেশান উইন্ডোর Serial ট্যাবে পেস্ট করুন এবং আপনি পেয়ে গেলেন 29.95USD মূল্যের একটি সফটওয়্যার একদম বিনা
মুল্যে ।
কিজেন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন বা এখানে ক্লিক করুন
ভাল লাগলে কমেন্ট করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন । ফেসবুকে আমি
আমি nirjharmistry। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।