আস্ সালামুআলাই কুম, এটা আমার টেকটিউনস এ প্রথম পোষ্ট ! দোয়া কইরেন যেন আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক পোষ্ট নিয়ে হাজির হতে পারি আপনাদের সামনে।
আজ আপনাদের পরিচয় দারুন একটা ওয়েব সাইটের সাথে যেখান থেকে আপনি খুব সহজে আপনার টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন !!! অনেকে চাই তাতের টাইপিং স্পিড খুব ভালো হোক এবং অনেক কম্পিউটার রিলেটেড জবে আবেদন করার জন্য আপনার টাইপিং স্পিড দরকার হয় । আর তাই আপনি খুব সহজে এই ওয়েব সাইটের মাধ্যমে বাড়িয়ে নিতে পারেন আপনার টাইপিং স্পিড।
আর এই জন্য আপনার প্রথমে এই সাইটে রেজিষ্ট্রেশন করা লাগবে ! চিন্তার কিছু নাই রেজিষ্ট্রেশন সম্পূর্ন ফ্রী ! তারপর ঝাপিয়ে পরুন আপনার টাইপিং স্পিড বৃদ্ধি করা মিশনে ! আপনার রেজিষ্ট্রেশন সম্পূর্ন হলে, আইডি পাস দিয়ে লগিন করুন এবং বিগিনিং লেসনে ক্লিক করে আপনার মিশন শুরু করুন।
এভাবে আপনার সবগুলো লেসন সম্পর্ন হলে, সাটিফিকেশন থেকে সার্টিফিকেট এর জন্য সাটিফিকেশন সম্পূর্ন করুন । আপনি সাটিফিকেশন কোর্সে উত্তির্ন হলে, আপনাকে পিডিএফ এ একটা সার্টিফিকেট দেবে।
এই পোষ্টটি আমার ব্লগে ইংরেজিতে ! পোষ্টি ভালো লাগলে আমার ব্লগে একবার ঘুরে আসবেন !
আমি chonchol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
matro diye dekhlam to ase 31wpm and 95%