কম্পিউটারের ব্যক্তিগত ফাইল রক্ষা করার শ্রেষ্ঠ উপায় দেখুন

কম্পিউটারের ব্যক্তিগত ফাইল রক্ষা করার অনেক উপায় আছে। তারমধ্যে জনপ্রিয় হল হার্ডডিক্সের সবার শেষে যে ড্রাইভটা তৈরি করা হয় সেটাকে লুকিয়ে ফেলা। এতে অন্য কেউ কোন সন্ধেহ করবে না। তাহলে সেটা খোজার বা খোলার চেষ্টাও করবে না। এভাবে আপনিও আপনার গুরুত্বপূর্ন ফাইলগুলো রক্ষা করতে পারবেন। তাহলে চুলুন দেখি কিভাবে আপনার ব্যক্তিগত ফাইল সহ কোন ড্রাইভ লুকাবেন।

 

লুকানোর জন্য করনীয়:

লুকানোর আগের অবস্থা

প্রথমে Start বাটন থেকে Run পোগ্রামটি চালু করুন এবং সেখানে লিখুন gpedit.msc এবার Group Policy Window আসেব।ØLocal Computer Policy  থেকে User Configuration-এ ক্লিক করেØপাশের Administrative Template-এ দুই বার ক্লিক করেত হবে।ØWindows Components-এর উপরে ডাবল ক্লিক করে Windows Explorer-এর উপর ক্লিক করতে হবে।Øএর পর Setting  থেকে “Hide these specific drives in My computer”-এ ক্লিক করে Windows Explorer  লেখার নিচে Display Properties-এ ক্লিক করলে Hide these specific drives in My computer ডায়ালগ বক্স আসেব।Øসেখানে Setting- থেকে Enabled সিলেক্ট  করতে হবে।Ø এখন Pick One of the following combinations-এর ড্রপ ডাউন বাটন থেকে যে ড্রাইভ টিকে হাইড বা লুকায়িত করতে চান তা Select করতে হবে। (Restrict All Drives সিলেক্ট করলে হার্ড ডিস্ক-এর সকল Drive হাইড বা লুয়ে যাবে) এবং Apply-এ ক্লিক করে Ok  তে ক্লিক করতে হবে।Ø

লুকানের পরের অবস্থা

দৃশ্যমান করার জন্য করনীয়:

Ø লুকানে ড্রাইভগুলো ফিরিয়ে আনতে/Unhide বা দৃশত করেত চাইেল উপেরর সব কমান্ড  একই ভাবে ব্যবহার করে যেখানে Enable সিলেক্ট করেছিলেন সেখানে Enable সিলেক্ট না করে Not Configured সিলেক্ট করতে হবে। তারপর Apply-এ ক্লিক করে Ok  তে ক্লিক করতে হবে। এভাবেই আপনি আপনার ফাইল সুরক্ষিত রাখতে পারেন।

যদি বুঝতে সমস্যা থাকে তাহলে কিছু স্ক্রিনশট সহ ইংরেজিতে পেষ্টটি দেখতে পারেন

সময় থাকলে : স্বগতম আমার ব্লগে

Level 0

আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চমতকার টিউন অসংখ্য ধন্যবাদ !

very nice post