আপনার কম্পিউটারকে সুন্দর ভাবে সাজিয়ে তুলুন একদম ফ্রীতে ।

যারা বিভিন্ন কাজ করে থাকে পিসিতে তাদের প্রয়োজন পড়ে কাজ বুঝে অনেক রকমের সফটওয়্যারই!! কিন্তু আমার মতন যারা নরমাল ভাবে পিসি চালান তাদের কিছু সফটওয়্যার হলেই হয়ে যায় :) তাই পিসি সেটআপ দেবার পর কয়েকটি সফটওয়্যার অবশ্যই আমাদের লাগে ( অন্তত আমার লাগে)।

উইন্ডোজঃ-

এক্সপি/ভিস্তা বা উইন্ডোজ 7 প্রয়োজন পড়ে।

7ZIP সফটওয়্যারঃ-

নেট থেকে বিভিন্ন ফাইল ডাউনলোড করার পর অনেক খেরেই rar বা zip ফাইল পাওয়া যায়। তাই সেগুলোকে ব্যাবহার করতে 7zip সফটওয়্যার টি অতান্ত প্রয়োজন হয়ে থাকে।

সি ক্লিনারঃ-

সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় “পিসিকে ঝাড়ু দিয়ে সব সময় পরিক্সকার রাখার ক্ষেত্রেই এটা ব্যাবহার হয়ে থাকে” ।

ফক্সিট রিডারঃ-

এই সফটওয়্যার টি পিসিতে মেবি নয় মাস্টবি প্রয়োজন। ইবুকের সাথে আমার মতন অনেকেরই একটা সুন্দর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের মাঝে যেনো কোন ফাটল ধরতে না পারে তাই এই সফটওয়্যার টির প্রয়োজন পড়ে সবসময়। অবশ্য অন্যান্য অনেক সফটওয়্যার দ্বারা ও ইবুক পাঠ করা যায় তবে আমার কাছে এটিই বেস্ট:)

ফ্রী ডাউনলোড ম্যানেজারঃ- 

ডাউনলোড করার ক্ষেত্রে আমি ২ টি সফটওয়্যার ব্যাবহার করে থাকি। তার মধ্যে একটি হচ্ছে ফ্রী ডাউনলোড ম্যানেজার। সাধারণত বড় কোন ফাইল বা মুভি ডাউনলোড করার ক্ষেত্রে এই সফটওয়্যার টি ব্যাবহার হয়ে থাকে। এর একটি সুবিধার কারণেই এটি আমি ব্যাবহার করি। এবং সুবিধাটি হচ্ছে কারেন্ট চলে গেলে যত টুক ডাউনলোড হয়েছে ঠিক ওই পর্যন্ত আটকিয়ে রাখে :) যেহেতু আমার ইউপিএস নেই তাই এটি আমারে জন্য + পয়েন্ট :D

আইডিএম ডাউনলোডঃ- 

এই সফটওয়্যার টি ব্যাবহার হয়ে থাকে ছোট, ছোট ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে এবং এটা দিয়ে ডাউনলোড করলে একটু তাড়াতাড়িই হয় আর কি। কারণ এটা ৯৫% পরিপূর্ণ ভাবে ডাউনলোড স্পিড ক্যাচ করে ;)

ফ্ল্যাশ প্লেয়ারঃ- 

এর কথা আর নাই বা বল্লাম!! নেট চালান? অবশ্যই এই সফটওয়্যার টি আপনার দরকার। নেটে,ফেসবুকে বিডিও দেখতে এবং কোন সাইটের কেপচা শো করাতে এটি আপনার প্রয়োজন। আর অন্যান্য অনেক ক্ষেত্রে ত প্রয়োজন রয়েছেই :D

পিকাসা:- 

প্রতিটি মিনিটের সাথি সঙ্গি এই ফটো এডিটর সফটওয়্যার টি। যারা পিক এডিট করতে চান নরমাল ভাবে তারা এটি ব্যাবহার করে দেখতে পারেন। কোন কষ্ট ছারাই যে কেও এটি দ্বারা পিক এডিট করতে পারবে ।

পিকপেকঃ- 

এটা ছাড়া কোন ভাবেই চলবে না। অন্তত আমার কখনোই চলবে না :( কারণ পিকপেক স্ক্রীন শট নেবার জন্য বেষ্ট একটি সফটওয়্যার বলে আমি মানি :) ,প্রতিনিয়তই আমার স্ক্রীন শট নেবার প্রয়োজন পড়ে কারণে / অকারণে ;)

VLC প্লেয়ারঃ-

মিডিয়া প্লেয়ার হিসেবে অনেকেই অনেক সফটওয়্যার ব্যাবহার করে থাকেন। যেমন জেট প্লেয়ার, কেএম প্লেয়ার ইত্যাদি , ইত্যাদি। আমি শুধু উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এবং VLC ব্যাবহার করে থাকি। কারণ VLC তেই আমার সব কিছু ওপেন হচ্ছে। আমি তাহলে শুধু,শুধু এত সফটওয়্যার সেটআপ দিয়ে গেঞ্জাম বাঝাতে যাবো কেন?

ব্রাউজার হিসেবে:-

ব্রাউজার হিসেবে আমি ব্যাবহার করে থাকি মজিলা,কমেন্ট বার্ড ও গুগল ক্রম কে। তবে আজকাল মজিলা তে বিভিন্ন সমস্যা দেখা দেয় আমার কাছে। আমি ২ দিন আগেও মজিলা ব্যাবহার করতাম কিন্তু আমার ব্রাউজার ৪/৫ মিনিট পর, পর ই ক্রেশ করতো :( যার ফলে আমি গুগল ক্রম ব্যাবহার শুরু করেছি। সত্যি কথা বলতে বহুদিন পর কোন ব্রাউজার ব্যাবহার করে মজা পাচ্ছি। আমি সবাইকে গুগল ক্রম ব্যাবহার করার পরামর্শই দেবো ;)

অভ্র:- 

এই যে এতোক্ষণ টাইপ করলাম তা কিন্তু এই অভ্র দিয়েই :) কিছু লাগুক আর না লাগুক ব্লগে ঘুরা ঘুরি করতে এবং আপনাদের সাথে কথা বলতে অভ্র অবশ্যই,অবশ্যই প্রয়োজন পড়ে:D

ফটোশপঃ-

ফটোশপ এর কথা বলার কিছুই নেই। সবার জন্যই দরকার হয়ে থাকে এই সফটওয়্যার টি। সবাই এর দ্বারা কিছু না কিছু করছেই। এই ফটোশপ কে ঘিরেই অনেকের তৈরি হয়ে থাকে রুজি রোজগারের রাস্তা। তাই আমারও মাঝে , মাঝে এই সফটওয়্যার টির দরকার পড়ে থাকে বিভিন্ন কাজ করার সময় :)

উপরের সফটওয়্যার গুলো একটি পিসিতে থাকলেই আমার কাছে মনে হয় উক্ত পিসিতি নরমাল ভাবে পারফেক্ট!! :D

 

Level 0

আমি BD Tiger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি কিন্তু পিডিএফ রিডার হিসেবে নিট্রো রিডার পছন্দ করি এর রিবন ইন্টারফেসের জন্য,কম্পিউটারের মেইন্টেনেন্স এর জন্য এডভান্সড সিস্টেম কেয়ার ফ্রি পছন্দ করি,তাছাড়া ইন্টারনেটঃ
আইডিএম,কমোডো আইস ড্রাগন,অপেরা(বেস্ট)
ফটো এডিটঃফটোস্কেপ(ফটোশপ এর “মোটামুটি” বিকল্প)
টেকিং স্ক্রিনশটঃ[ডিফল্ট] স্নিপিং টুল
বাংলা টাইপঃঅভ্র
মিডিয়া প্লেয়ারঃঅল প্লেয়ার(মুভিতে সহজেই সাবটাইটেল এড করা যায়!)
আর্কাইভ সফটঃসেভেনজিপ
এগুলো পছন্দ করি ব্যবহার করতে।আরো আছে প্রয়োজনীয় ব্যাকআপ এর সফট প্যারাগন ব্যাকআপ এন্ড রিকভার,কোডিং এর জন্য কোডব্লকার,সফট এডিটের জন্য নোটপ্যাড এগুলোই তো,আর কি? 😎

Revo uninstaller pro আমার প্রতিদিন লাগেই! USB Disk security ও খুব কাজের। uTorrent, Skype, Ashampoo burning studio আর Xilisoft vedio converter ছাড়াও চলে না।
ধন্যবাদ।

প্রায় সবগুলুই ব্যাবহার করছি তবে foxit reader এর বদলে adobe reader , scren shot নেওয়ার জন্য windows
এর ডিফল্ট snipping tool , 7 zip এর পরিবর্তে winrar ব্যাবহার করছি।

    @alihasan045:এখনো সেই এডোব রিডারেই পরে আছেন দেখছি,যুগ পাল্টাচ্ছে,যুগের সাখে সাখে নিজেও পাল্টানোর চেষ্টা করুন,ফক্সিড রিডার অথবা নিট্রো রিডার ব্যবহার করেই দেখুন। 😉

ভালত ভাল না