কথা না বাড়িয়ে চলুন আসল কথায়।
১টি বীপ: কেসিয়ের অভ্যন্তরীন হার্ডওয়্যারের সকল যন্ত্রাংশ সঠিকভাবে সংযুক্ত আছে।
কম্পিউটার চালু হতে সমস্যা হলে হার্ডডিস্ক ড্রাইভ,সিডি রম ড্রাইভ ও মনিটরের সংযোগ চেক করুন।
২,৩ ও ৪ টি বীপ: ram কম্পিউটার চালু হতে সমস্যা হলে ram সঠিকভাবে স্লটে লাগানো আছে কি না খেয়াল করুন।প্রয়োজনে রেমটি খুলে আবার লাগান।
৫টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে মাদারবোর্ডের সকল কার্ড যথাযথভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন।
৬টি বীপ: মাদারবোর্ডের সাথে কিবোর্ড সঠিকভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন।
৭টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে প্রসেসরের সংযোগ যথাযথভাবে কাজ করছে কি না খেয়াল করুন।
৮টি বীপ: ভিডিও যথাযথভাবে কাজ না করলে অথবা ভিডিওকার্ডের সংযোগে সমস্যা হলে সাধারনত ৮টি বীপ শোনা যায়।
৯টি বীপ:এটি সাধারনত দেখা যায় না।এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের বায়োসের গুরুতর সমস্যা বোঝানো হয়।
১০: এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের CMOS Chip অকার্যকর বোঝানো হয়।
তবে এসব বীপ বোঝার জন্য আপনার পিসিতে ইন্টারনাল স্পীকার থাকতে হবে।কিছু কিছু মাদারবোর্ডে ইন্টারনাল স্পীকার বিল্ট ইন থাকে।কিছু কিছু মাদারবোর্ডে এটি আলাদাভাবে লাগিয়ে নিতে হয়।
...........-.________
----/ \_)_______) 'Am here @ FACEBOOK.
........... ()___)
................()__)
----\___()_)
আমার আর টিউন্স ঃ-
১। লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !
২।আপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !
৩।এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !
৪।আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।
৫।চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই!
৬। আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল !
৭। [[ CAPTCHA কি এবং কিভাবে কাজ করে। ]]
৮. Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন ।
৯. প্রতি মাসে বাপের কিছু টাকা বাঁচান !
১০. একটু দেখে যান !আপনার পক্ষে উত্তর দিবে আপনার মেইল।
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
ami to apnar tune gula onek anondo nia pori. onno rokom tune ja sochorachor onnoder sathe match kore na.k ki bollo just don’t care. apnar tune sobsomoy chai. 🙂 🙂 🙂