কেমন হবে যদি আপনার পিসি হার্ড ড্রাইভ ভ্যানিশ করা যায়?

টেকি ভাই ও বোনেরা, Tech tunes  এ এইটা আমার প্রথম টিউন। আমি আজ আপনার কম্পিউটার এর হার্ড ড্রাইভ লুকিয়ে রাখার একটি সহজ উপায় আপনাদের জানাব। ( হয়তো আপনারা অনেকেই জানেন তবুও জারা জানেনা তাদের জন্য) হার্ড ড্রাইভ এর যত গুলো পার্টিশনই থাকুক না কেন সব গুলাই মুহুর্তে হারিয়ে যাবে। নিচের পদ্ধতি অনুসরন করুন

প্রথমে  Run এ প্রবেশ করুন

তারপর টাইপ করুন gpedit.msc

নতুন Window (Local Group Policy Editor) এলে সেখানে বাম পাশ থেকে Local Computer Policy তে click করুন,

Local Computer Policy থেকে user configuration ও সেখান থেকে Administrative Template এবং সেখান থেকে Windows Component এর ভেতর প্রবেশ করুন,

এবার বিশাল লম্বা ফোল্ডার এর লিস্ট থেকে Windows Explorer এ প্রবেশ করুন।

এখানে আবার নতুন একটা লিস্ট আসবে। এখান থেকে Hide these specified drives in My Computer এ ঢুকে দেখবেন যে ওটা Not Configured করা আছে,

এবার ওটাকে Enable করে Apply ও OK করুন।

ব্যাস এবার দেখুন মজা আপনার চোখের সামনেই হার্ড ড্রাইভ ভ্যানিশ।

টিউন টি ভালো লাগিলে অবশ্যই বলিবেন। যদি কোন সমস্যা হয় তাহলেও বলিবেন।

বি।দ্রঃ যেহেতু এইটা আমার পরথম টিউন  তাই ভুল হলে বা এর আগে যদি কেউ এই পোস্ট টা দিয়ে থাকেন তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইলো।

Level 0

আমি Rupu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা কর্ডলেস মানুষ। কখন যে কি করি নিজেই জানিনা। মানুষের উপকার করার চেষ্টা করি। কিন্তু নিজের ক্যারিয়ার ঝরঝরে। কি বুঝলেন?


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা কেমন কথা ভ্যানিশ হলে তো
নিজের গলায় ছুরি চালানোর মত
হয়ে গেলো

কি উপদেশ দিলেন বৌ বাড়ি নাই
এমন কি ছু হবে কি ?

Level 0

শুধু মাত্র বন্ধুদের সাথে মজা করার জন্যে অথবা আপনি ব্যাতিত অন্য অপ্রত্যাশিত কেউ যেন হটাৎ করে হার্ড ড্রাইভ এ প্রবেশ করতে না পারে এই কারনে দিয়েছি। তবে ভ্যানিশ করার পর আবার ফিরিয়ে আনার জন্যও একই পদ্ধতি অনুসরন করুন শুধু মাত্র শেষ ধাপে Enable এর জায়গায় Disable করে দিন তাহলেই বৌ
থুরি থুরি
হার্ড ড্রাইভ ফিরে আসবে

আসুন দেখা যাক উপরের নিয়ম ছাড়া কিভাবে আপনি আপনার হার্ড ড্রাইব দেখতে পারেন।
১. My Computer এ যান, Address Bar এর মধ্যে লিখতে হবে আপনাকে যেমন মনে করুন আপনি D Drive এ প্রবেশ করতে চান, তা হলে আপনাকে লিখতে হবে যে, D: তারপর আপনি কিবোর্ডে থেকে এন্টার চাপুন। দেখবেন কি সহজে D Drive এ প্রবেশ করেছেন।

২. My Computer -> Right Button Click-> Manager->Disk Management-> নিচে দেখবেন আপনার হার্ড ডাইবের সব গুল ড্রাইভ দেখাচ্ছে যেতাতে টুকতে মনে চায় সেটার উপর Right Button Click ->Explorer এ ক্লিক করুন।

ধন্যবাদ আপনার সুন্দর টিউন এর জন্য। আশা করি সামনে আর মজার মজার জিনিশ আমাদের উপহার দিবেন।

অসাম টিউন।

অসাধারণ একটা টিউন পেলাম ধন্যবাদ আপনাকে

Level 0

Thanks….

JANTAM NA TNX VAI