কি খবর বন্ধুরা কেমন আসেন সবাই।
চলে আসলাম নতুন আরেক সফটয়ার নিয়ে।
আমাদের অনেকের ডাইরে লিখার ইচ্ছা হয়। কিন্তু ভয় ও হয় যদি আমার পারসোনাল বেপার অন্য কেউ পড়ে ফেলে। আজ থেকে এইসব চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলুন কারন আপনাদের জন্য নিয়ে এনেছি DIGITAL PROTECTED DAIRY ।হি হি হি নামটা আমিই দিসি।
এই ডাইরিতে আপনি আপনার ইচ্ছেমত লিখতে পারেন তা আবার password দিয়ে রাখতে পারেন। তার মানে এই সফটয়ার দিয়ে আপনার সাথে সাথে malty user এই সফটয়ার use করতে পারবেন আলাদা আলাদা ID use করে।
এই সফটয়ার না চালিয়ে বুঝতে পারবেন না আপনি কি মিস করতেছেন।
ডাউনলোড লিন্ক http://www.mediafire.com/view/?096im68x10vdutr
নতুন কিসু পেতে ভিসিট করুন http://www.songrami.com
আমি SAKIB_KHAN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Mediafire এ আপলোড করলে কি সমস্যা বুঝি না। আজাইরা সব সাইটে আপলোড করার থেকে মিডিয়াফায়ার ব্যবহার করেন। মিডিয়াফায়ার লিংকে টেক্সট লিখে রাখছেন অন্য সাইটের। এইসব ফাইজলামি না করলেই কি নয়।