কোন সফটওয়্যার ছাড়াই যেকোনো ওয়েবসাইট কে ব্লক করুন !!!

আপনি হয়তবা বিভিন্ন কারনে কোন ওয়েবসাইট বা একাধিক ওয়েবসাইট ব্লক করে রাখতে চান কিন্তু সফটওয়্যার বা রেজিস্ট্রি এডিট করে সমাধান খুজতে থাকেন । তাই আমি আপনাদের কে এটি আজকে দেখাব ।  আর যে একাধিক সফটওয়্যার আছে সেগুলো টাকা দিয়ে কিনতে হয় তাই এটি কার্যকর পদ্ধতি

abstract-digital-art-painting-photo-manipulation-tree-wolf-Favim.com-43372
How to Block websites without any Software
>ওয়েবসাইট ব্লক করার জন্য আমাদের HOST ফাইল এডিট করতে হবে । যা সাধারনত আপনি system 32 তে পাবেন । এ
র পথ টা হচ্ছে  C:/Windows/System32/drivers /etc

> এখন নোটপ্যাড খুলুন এবং C:/Windows/System32/drivers /etc তে যেয়ে হোস্ট ফাইল ওপেন করুন ।

> খুব সহজ জিনিস । ধরতে না পারলে ছবিটি লক্ষ্য করুন
host1> এখন সেই ফাইল এ 127.0.0.1  মানে লোকাল হোস্ট আইপি  লিখে স্পেস দিয়ে  "website you want block "

host> এই নিয়মে আপনি যত খুশি ওয়েবসাইট লিখে ব্লক করতে পারেন । আর আনব্লক করতে হলে VISE VERSA . অর্থাৎ সেগুলো আবার মুছে দিতে হবে ।
> এটি খুব সহজ এবং কার্যকর উপায় । এটি আপনার কাছে কঠিন মনে হলে batch ফাইল তৈরি করে আপনি এই কাজ করতে পারেন ।
Example :-

@echo off
echo 127.0.0.1    http://www.google.com >> C:\windows\system32\drivers\etc\hosts.txt
echo 127.0.0.1    http://www.yahoo.com  >> C:\windows\system32\drivers\etc\hosts.txt
exit

> ধরুন এসব কোড কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন । abc.bat বা .bat এক্সটেন্সন রেখে যেকোনো নামে সেভ করুন ।
> আপনি ব্লক করার আগে একবার সুধু batch ফাইলে ক্লিক করুন ।
আপনি প্রতিটি সাইটের জন্য আলাদা ফাইল বানাতে পারেন বা একটি বানাতে পারেন । এটি উইন্ডোজ এর সব version এ কাজ করবে

শেষ কথা
আমি মনে করি আপনি যদি কোন ভাইরাস বা হ্যাকার এর ভয়ে থাকেন এটি অনেকটা কার্যকর উপায় ।
চলে আসুন আড্ডা দেব http://www.facebook.com/CY133R
আর আমি আছি http://www.facebook.com/techfreak.unknown
আল্লাহ হাফেয

 

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস