আপনি হয়তবা বিভিন্ন কারনে কোন ওয়েবসাইট বা একাধিক ওয়েবসাইট ব্লক করে রাখতে চান কিন্তু সফটওয়্যার বা রেজিস্ট্রি এডিট করে সমাধান খুজতে থাকেন । তাই আমি আপনাদের কে এটি আজকে দেখাব । আর যে একাধিক সফটওয়্যার আছে সেগুলো টাকা দিয়ে কিনতে হয় তাই এটি কার্যকর পদ্ধতি
How to Block websites without any Software
>ওয়েবসাইট ব্লক করার জন্য আমাদের HOST ফাইল এডিট করতে হবে । যা সাধারনত আপনি system 32 তে পাবেন । এর পথ টা হচ্ছে C:/Windows/System32/drivers /etc
> এখন নোটপ্যাড খুলুন এবং C:/Windows/System32/drivers /etc তে যেয়ে হোস্ট ফাইল ওপেন করুন ।
> খুব সহজ জিনিস । ধরতে না পারলে ছবিটি লক্ষ্য করুন
> এখন সেই ফাইল এ 127.0.0.1 মানে লোকাল হোস্ট আইপি লিখে স্পেস দিয়ে "website you want block "
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।