আসসালামুয়ালাইকুম,
আজ আবারো আপনাদের জন্য নিয়ে এলাম আমার দেখা অন্যতম সবচেয়ে ভাল Uninstaller । অনেকদিন হলো ব্যবহার করছি। এরকম / এর থেকে ভাল সফটওয়্যার হয়তোবা অনেক আছে। তবে আমার কাছে এটা খুবই ভাল লাগে।
আমরা প্রায় সবাই Revo Uninstaller ব্যবহার করে থাকি; তবে তা ফ্রি ভার্সন। বলার অপেক্ষা রাখেনা Free Version থেকে Professional Version অনেক বেশি Upgraded। Revo Uninstall নিয়ে আগেও টিউন হয়েছিল তবে আমার টা সর্বশেষ ভার্সন।
তথ্য প্রযুক্তি প্রতিনিয়ত Update হচ্ছে; তাই যতটা সম্ভব নিজেকেও Update রাখুন... উপভোগ করুণ তথ্য প্রযুক্তির সর্বশেষ সংস্করণ…....
এই সফটওয়্যার দিয়ে শুধু Uninstall ছাড়াও আপনার পিছি কে ফাস্ট রাখার জন্য আরও অনেক টুল আছে। যেগুলো খুবই কাজের। সময় স্বল্পতার জন্য বিস্তারিত দেখাতে পারলাম না তাই
খুবই দুক্ষিত ।
বিস্তারিত ব্যবহার বিধিঃ ক্লিকান
মূল সফটওয়্যারঃ ক্লিকান
প্যাচ ফাইল, ৩২ বিট ও ৬৪ বিটঃ ক্লিকান
কথা না বাড়িয়ে দ্রুত ডাউন লোড টা সেরে ফেলুন।
Download শেষে Install করার পর দেখা যাবে “Revo Uninstaller Pro-Unregistered Version” দেখাচ্ছে।
এখন Registered Version করার জন্য Crack File-টি Copy করে যেখানে “Revo Uninstaller Pro” Install হয়েছে সেখানে Past করে ok করুণ...
Windows 7 & Windows 8 Users run the file by "Run As Administrator"
& Hit the "Patch" Button
আপনার কাজ শেষ ।
কষ্ট করে টিউন টি পড়ার জন্য ধন্যবাদ।
আমি Terminator। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I like to know more, more and more about everything.