নতুন উইন্ডোজ ব্যাবহারকারী যারা নেট থেকে সফ্টওয়্যার সমগ্র ডাউনলোড করে থাকেন কম-বেশী কিছু না কিছু সমষ্যায় পড়েন ইনষ্টল দেওয়ার সময় । যদিও প্রতিটি সফ্টওয়্যারে ইনষ্টল পদ্ধতি দেওয়া থাকে ।যেসব সফ্টওয়্যারে শুধু সিরিয়াল এর মাধ্যমে ইনষ্টল দিতে হয় সেগুলোতে তেমন ঝামেলা পোহাতে হয় না ঝামেলা হয় তখনি যখন সিরিয়াল , রিকোয়েষ্ট কী , এক্টিভেশন কী এবং হোষ্ট ফাইল এডিট করে ইনষ্টল করার সময়
আসুন তাহলে দেখে নি হ্যাকিন্টোষে কিভাবে Adobe Acrobat XI Pro (সিরিয়াল -রিকোয়েষ্ট কী - এক্টিভেশন কী কীজেনারেটর দ্বারা জেনারেট করে এবং হোষ্ট ফাইল এডিট করে) ইনষ্টল করবেন
তার আগে করণীয় : ১ ইনষ্টল করার আগে নেট কেবল লাইন খুলে রাখুন
২ হোষ্ট ফাইল এডিটের জন্য সফ্টওয়্যার >
নেট থেকে হোষ্ট ফাইল এডিট করার জন্য Gas Mask Software টি নামিয়ে ইনষ্টল করে নিন
Gas Mask Download এইখানে ক্লিক
ইনষ্টল করার জন্য Gas Mask dmg ফাইলটিতে ডাবল ক্লিক করুন অপেন হবে
যে উইন্ডো আসবে সেখানে Gas Mask আইকোনটি তে ক্লিক এন্ড ড্রাগ করে Applications Folder এ ড্রপ করুন
Gas Mask Software টি ইনষ্টল হয়ে যাবে এবার Launchpad চালু করে Gas Mask আইকোনটি তে ক্লিক করুন
পপআপ উইন্ডো আসলে অপেন বাটন ক্লিক >
Gas Mask এর আইকোন মেনুবারে দেখতে পাবেন
মেনুবারে Gas Mask আইকোনটি তে ক্লিক করুন পপআপ উইন্ডো প্রসারিত হলে সেখান থেকে Show editor window তে ক্লিক করুন
ডেস্কটপে Gas Mask উইন্ডো এসে হাজির হবে উইন্ডোটি একপাশে সরিয়ে রাখুন crack-osx ফোল্ডারটিতে install.txt ফাইলটি ডাবল ক্লিক করে খুলুন সেখান থেকে নিচের এই টেক্সট গুলো কপি করুন >
# Adobe Blocker
127.0.0.1 lmlicenses.wip4.adobe.com
127.0.0.1 lm.licenses.adobe.com
Gas Mask উইন্ডোর খালি ঘরে কপি করা টেকস্ট নিচের চিত্রের মতো করে পেষ্ট করে দিন
পেষ্ট করার পর Gas Mask এর সেভ বাটনে ক্লিক করুন
হোষ্ট ফাইল এডিট করা হয়ে গেলে Gas Mask ক্লোজ করে দিন ম্যাকের টার্মিনালে ও টেক্সট লিখে হোষ্ট ফাইল এডিট করা যায় তবে সেটা নতুনদের জন্য ঝামেলার তাই এই ছোট্ট Gas Mask সফ্টটি দিয়ে হোষ্ট ফাইল এডিট করা হলো
টরেন্ট থেকে Adobe Acrobat XI এর dmg ফাইল নামিয়ে নিন
dmg ফাইল টিতে ডাবল ক্লিক করুন অথবা ডি.এম.জি ফাইলটির উপর মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে অপেন এ ক্লিক করুন
অপেনিং উইন্ডো এসে ভেরিফাইয়িং করা শুরু করে দিবে
Acrobat 11 পপআপ উইন্ডো আসবে েসখান েথেক Adobe Acrobat XI সিডির মতো আইকোনে ডাবল ক্লিক করে অথবা মাউস রেখে রাইট ক্লিক করে অপেন অপশনে ক্লিক করুন
Adobe Acrobat xi pro এই নামে পপআপ উইন্ডো দেখবেন
আগের উইন্ডোটি ক্লোজ করে দিন এখন Adobe Acrobat xi pro Installer.pkg এ ডাবল ক্লিক অথবা মাউস রেখে রাইট ক্লিক করে অপেন অপশনে ক্লিক করুন
পপআপ উইন্ডো আসলে continue তে ক্লিক করুন
ইনষ্টল এডোবি এক্রোবেট xi প্রো নামে পপআপ উইন্ডো আসবে আবার continue তে ক্লিক করুন
Use Trial অপশন সিলেক্ট করে continue তে ক্লিক করুন
তারপর ইনষ্টল বাটনে ক্লিক করুন
পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড টাইপ করে ইনষ্টল সফ্টওয়ার বাটন ক্লিক করে নেক্সট অপসনে যান
ইনষ্টল প্রক্রিয়া চলতে থাকবে , the installation was successful উইন্ডো আসলে ক্লোজ বাটনে ক্লিক করুন
টরেন্ট থেকে নামানো এডোবি এক্রোবেট ১১ ফোল্ডারে যান সেখান থেকে crack-osx ফোল্ডারটি খুলুন xf-aaproxi.dmg ফাইলটি ডাবল ক্লিক অথবা মাউস রেখে রাইট ক্লিক করে অপেন অপশনে ক্লিক করুন xf-aapxi এই নামে একটা উইন্ডো দেখবেন
আগের উইন্ডোটি ক্লোজ করে দিন xf-aapxi উইন্ডোতে x অক্ষরযুক্ত কালো আইকোনটিই হলো কীজেনারেটর কীজেনারেটরটি চালু করে ডেস্কটপের যে কোনো একদিকে সরিয়ে রাখুন কাজ করার সময় লাগবে
এবার লঞ্চপ্যাড থেকে এডোবি এক্রোবেট অপেন করুন
কিছুক্ষন পর একটা সতর্ক বার্তামূলক Adobe Acrobat xi pro trial পপআপ উইন্ডো আসবে সেখান থেকে License This Software বাটনে ক্লিক করুন
সাবস্ক্রিপশন এর জন্য ইন্টারনেট কানেকশন দরকার একটা পপআপ উইন্ডো আসবে সেখান থেকে Enter Serial Number বাটনে ক্লিক করুন
কীজেনারেটরের থেকে কী জেনারেইট করে কপি করুন
Serial Number এর পপআপ উইন্ডোতে কপি করা সিরিয়াল পেষ্ট করুন
তারপর নেক্সট বাটনে ক্লিক করুন
please connect to the internet and retry পপআপ উইন্ডো আসবে সেখান থেকে connect later বাটনে ক্লিক করুন
Serial Number Validation পপআপ উইন্ডো আসবে সেখান থেকে Having trouble connecting to the internet অপশনে ক্লিক করুন
No Internet Connection পপআপ উইন্ডো আসবে সেখান থেকে Offline Activation বাটনে ক্লিক করুন
Offline Activation পপআপ উইন্ডো আসবে সেখান থেকে Generate Request Code বাটনে ক্লিক করুন
এরপর Offline Activation পপআপ উইন্ডো থেকে Request Code টি কপি করুন
X-force কীজেনারেটরের এর Request Code এর ঘরে কপি করা Request Code টি পেষ্ট করুন
তারপর X-force কীজেনারেটরের এর Gen. Activation বাটনে ক্লিক করুন
এক্টিভেষন কোড জেনারেট হবে এবার Activation Code টি কপি করুন
Offline Activation উইন্ডোতে Response Code এর নিচে যে ঘর আছে সেখানে কপি করা Activation Code টি পেষ্ট করে দিন তারপর এক্টিভেট বাটনে ক্লিক করুন
Offline Activation Complete উইন্ডো আসলে ক্লোজ বাটনে ক্লিক করে উইন্ডোটি বন্ধ করে দিন
কীজেনারেটর উইন্ডো , install.txt ফাইল উইন্ডো ক্লোজ করে দিন আপনার কাজ শেষ খুলে রাখা নেট কেবল লাইন লাগিয়ে নিন Adobe Acrobat XI Pro আপডেট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।