হ্যাকিন্টোষ পিসিতে ম্যাক এর সফ্টওয়্যার ইনষ্টল :পর্ব -১ ( হোষ্ট ফাইল এডিট করে কিভাবে Adobe Acrobat XI Pro ইনষ্টল করবেন ) ৤

নতুন উইন্ডোজ ব্যাবহারকারী যারা নেট থেকে সফ্টওয়্যার সমগ্র ডাউনলোড করে থাকেন কম-বেশী কিছু না কিছু সমষ্যায় পড়েন ইনষ্টল দেওয়ার সময় । যদিও প্রতিটি সফ্টওয়্যারে ইনষ্টল পদ্ধতি দেওয়া থাকে ।যেসব সফ্টওয়্যারে শুধু সিরিয়াল এর মাধ্যমে ইনষ্টল দিতে হয় সেগুলোতে তেমন ঝামেলা পোহাতে হয় না ৤ ঝামেলা হয় তখনি যখন সিরিয়াল , রিকোয়েষ্ট কী , এক্টিভেশন কী এবং হোষ্ট ফাইল এডিট করে ইনষ্টল করার সময় ৤

আসুন তাহলে দেখে নি হ্যাকিন্টোষে কিভাবে Adobe Acrobat XI Pro (সিরিয়াল -রিকোয়েষ্ট কী - এক্টিভেশন কী কীজেনারেটর দ্বারা জেনারেট করে এবং হোষ্ট ফাইল এডিট করে) ইনষ্টল করবেন ৤

তার আগে করণীয় : ১৤ ইনষ্টল করার আগে নেট কেবল লাইন খুলে রাখুন ৤

২৤ হোষ্ট ফাইল এডিটের জন্য সফ্টওয়্যার >

নেট থেকে হোষ্ট ফাইল এডিট করার জন্য Gas Mask Software টি নামিয়ে ইনষ্টল করে নিন ৤

Gas Mask Download এইখানে ক্লিক

ইনষ্টল করার জন্য Gas Mask dmg ফাইলটিতে ডাবল ক্লিক করুন অপেন হবে ৤

P1

p2 p3

যে উইন্ডো আসবে সেখানে Gas Mask আইকোনটি তে ক্লিক এন্ড ড্রাগ করে Applications Folder এ ড্রপ করুন ৤

p4
p5

Gas Mask Software টি ইনষ্টল হয়ে যাবে ৤ এবার Launchpad চালু করে Gas Mask আইকোনটি তে ক্লিক করুন

p6

p7

পপআপ উইন্ডো আসলে অপেন বাটন ক্লিক >

p8

Gas Mask এর আইকোন মেনুবারে দেখতে পাবেন ৤

মেনুবারে Gas Mask আইকোনটি তে ক্লিক করুন পপআপ উইন্ডো প্রসারিত হলে সেখান থেকে Show editor window তে ক্লিক করুন

p9

ডেস্কটপে Gas Mask উইন্ডো এসে হাজির হবে ৤ উইন্ডোটি একপাশে সরিয়ে রাখুন ৤ crack-osx ফোল্ডারটিতে install.txt ফাইলটি ডাবল ক্লিক করে খুলুন ৤ সেখান থেকে নিচের এই টেক্সট গুলো কপি করুন >

# Adobe Blocker

127.0.0.1 lmlicenses.wip4.adobe.com

127.0.0.1 lm.licenses.adobe.com

p10

Gas Mask উইন্ডোর খালি ঘরে কপি করা টেকস্ট নিচের চিত্রের মতো করে পেষ্ট করে দিন ৤

p11

p12

পেষ্ট করার পর Gas Mask এর সেভ বাটনে ক্লিক করুন ৤

p13

হোষ্ট ফাইল এডিট করা হয়ে গেলে Gas Mask ক্লোজ করে দিন ৤ ম্যাকের টার্মিনালে ও টেক্সট লিখে হোষ্ট ফাইল এডিট করা যায় তবে সেটা নতুনদের জন্য ঝামেলার তাই এই ছোট্ট Gas Mask সফ্টটি দিয়ে হোষ্ট ফাইল এডিট করা হলো ৤

টরেন্ট থেকে Adobe Acrobat XI এর dmg ফাইল নামিয়ে নিন ৤

Torrent File এইখানে ক্লিক

dmg ফাইল টিতে ডাবল ক্লিক করুন অথবা ডি.এম.জি ফাইলটির উপর মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে অপেন এ ক্লিক করুন ৤

p14

অপেনিং উইন্ডো এসে ভেরিফাইয়িং করা শুরু করে দিবে ৤

p15p16

Acrobat 11 পপআপ উইন্ডো আসবে ৤ েসখান েথেক Adobe Acrobat XI সিডির মতো আইকোনে ডাবল ক্লিক করে অথবা মাউস রেখে রাইট ক্লিক করে অপেন অপশনে ক্লিক করুন ৤

p17

Adobe Acrobat xi pro এই নামে পপআপ উইন্ডো দেখবেন ৤

p18

আগের উইন্ডোটি ক্লোজ করে দিন ৤ এখন Adobe Acrobat xi pro Installer.pkg এ ডাবল ক্লিক অথবা মাউস রেখে রাইট ক্লিক করে অপেন অপশনে ক্লিক করুন ৤

p19

পপআপ উইন্ডো আসলে continue তে ক্লিক করুন ৤

p20

ইনষ্টল এডোবি এক্রোবেট xi প্রো নামে পপআপ উইন্ডো আসবে ৤ আবার continue তে ক্লিক করুন ৤

p21

p22

Use Trial অপশন সিলেক্ট করে continue তে ক্লিক করুন ৤

p23

তারপর ইনষ্টল বাটনে ক্লিক করুন ৤

p24

পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড টাইপ করে ইনষ্টল সফ্টওয়ার বাটন ক্লিক করে নেক্সট অপসনে যান ৤

p25

ইনষ্টল প্রক্রিয়া চলতে থাকবে , the installation was successful উইন্ডো আসলে ক্লোজ বাটনে ক্লিক করুন ৤

p26

p27

টরেন্ট থেকে নামানো এডোবি এক্রোবেট ১১ ফোল্ডারে যান সেখান থেকে crack-osx ফোল্ডারটি খুলুন ৤ xf-aaproxi.dmg ফাইলটি ডাবল ক্লিক অথবা মাউস রেখে রাইট ক্লিক করে অপেন অপশনে ক্লিক করুন ৤ xf-aapxi এই নামে একটা উইন্ডো দেখবেন ৤

p28

আগের উইন্ডোটি ক্লোজ করে দিন ৤ xf-aapxi উইন্ডোতে x অক্ষরযুক্ত কালো আইকোনটিই হলো কীজেনারেটর ৤ কীজেনারেটরটি চালু করে ডেস্কটপের যে কোনো একদিকে সরিয়ে রাখুন ৤ কাজ করার সময় লাগবে ৤

p29

এবার লঞ্চপ্যাড থেকে এডোবি এক্রোবেট অপেন করুন ৤

p30

p31

কিছুক্ষন পর একটা সতর্ক বার্তামূলক Adobe Acrobat xi pro trial পপআপ উইন্ডো আসবে ৤ সেখান থেকে License This Software বাটনে ক্লিক করুন ৤

p32

সাবস্ক্রিপশন এর জন্য ইন্টারনেট কানেকশন দরকার একটা পপআপ উইন্ডো আসবে ৤ সেখান থেকে Enter Serial Number বাটনে ক্লিক করুন ৤

p33

কীজেনারেটরের থেকে কী জেনারেইট করে কপি করুন ৤

p34

Serial Number এর পপআপ উইন্ডোতে কপি করা সিরিয়াল পেষ্ট করুন

তারপর নেক্সট বাটনে ক্লিক করুন ৤

p35

please connect to the internet and retry পপআপ উইন্ডো আসবে সেখান থেকে connect later বাটনে ক্লিক করুন ৤

p36

Serial Number Validation পপআপ উইন্ডো আসবে সেখান থেকে Having trouble connecting to the internet অপশনে ক্লিক করুন ৤

p37

No Internet Connection পপআপ উইন্ডো আসবে সেখান থেকে Offline Activation বাটনে ক্লিক করুন ৤

p38

Offline Activation পপআপ উইন্ডো আসবে সেখান থেকে Generate Request Code বাটনে ক্লিক করুন ৤

p39

এরপর Offline Activation পপআপ উইন্ডো থেকে Request Code টি কপি করুন ৤

p40

X-force কীজেনারেটরের এর Request Code এর ঘরে কপি করা Request Code টি পেষ্ট করুন ৤

p41

p42

তারপর X-force কীজেনারেটরের এর Gen. Activation বাটনে ক্লিক করুন ৤

p43

এক্টিভেষন কোড জেনারেট হবে ৤ এবার Activation Code টি কপি করুন ৤

p44

Offline Activation উইন্ডোতে Response Code এর নিচে যে ঘর আছে সেখানে কপি করা Activation Code টি পেষ্ট করে দিন ৤ তারপর এক্টিভেট বাটনে ক্লিক করুন ৤

Offline Activation Complete উইন্ডো আসলে ক্লোজ বাটনে ক্লিক করে উইন্ডোটি বন্ধ করে দিন ৤

কীজেনারেটর উইন্ডো , install.txt ফাইল উইন্ডো ক্লোজ করে দিন ৤ আপনার কাজ শেষ ৤ খুলে রাখা নেট কেবল লাইন লাগিয়ে নিন ৤ Adobe Acrobat XI Pro আপডেট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস