কিভাবে আমাদের ঘরের পাওয়ার লাইন ব্যাবহার করে নেটওয়ার্কিং করা হচ্ছে?

আমাদের দৈনন্দিন জীবনে যারা কম্পিউটার নেটওয়ার্ক ব্যাবহার করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সংযোগ করি এবং ওয়ারলেস অথবা ইথারনেট ক্যাবল ব্যাবহার করি, এখন ইচ্ছে করলে ঘরের পাওয়ার-লাইন ব্যাবহার করেও ইন্টারনেট সংযোগ/নেটওয়ার্ক স্থাপন করতে পারবেন। হয়তবা অনেকেই জানেন, তবু ও যারা জানেন না তাদের জানানোর জন্যই আমার এই পোস্ট।

এই পন্থা আমি কিছুদিন আগে জানতে পারি, যখন আমি কিছুদিন আগে একটি IPTV Box কিনি। IPTV Box-এ Wi-Fi অপশন থাকলেও তা অনেক ক্ষেত্রে ভাল Speed দিত না এবং প্রতিনিয়ত Buffering  করত। আর এভাবে টিভি দেখা থেকে না দেখাই ভাল। আর ইথারনেট টেনে হিচ্রে এক রুম থেকে আরেক রুমে নেয়াও ঝামেলা এবং বাড়ীর সৌন্দর্য কিছুটা হলে ও কমিয়ে দেয়। আসুন জেনে নেই,

এটি অনেকটা HomePNA (যা frequency-division multiplexing (FDM) নামেও পরিচিত। ) হিসেবে কাজ করে। এতে নতুন কোন ক্যাবল দরকার হবে না আপনার। শুধু পাওয়ার আউটলেট থাকলেই চলবে। বিস্তারিত আপনারা এই আর্টিকেল পড়লেই
বুঝতে পারবেন।
http://computer.howstuffworks.com/power-network.htm

কি কি লাগবে?
- মডেম/ রাউটার/ ইথারনেট কেবল

- আর সবচেয়ে জরূরী ২ টি এডাপ্টার (নিচের ছবি অনুযায়ী) – অনেকেই একে LAN over PowerLine adapter নামে চিনেন.

কিভাবে কাজ করবেন?

সাধারণত আমরা মডেম কে বাসার ফোন সকেটের সাথে কানেকশন দেই. তারপর, Wi-Fi/Ethernet দিয়ে কানেকশন শেয়ার করি. LAN over PowerLine একটি এডাপ্টার  ইথারনেট কেবলের মাধ্যমে মডেম/রাউটারের সাথে কানেকশন দিন. বাসার ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ-ইন করুন. এখন, আরেকটি LAN over PowerLine  যে রুমে  কানেকশন দিতে চান সেই রুমের ইলেকট্রিক সকেটে প্লাগ-ইন করুন. LAN over PowerLine  সাথে একটি ইথারনেট কেবল দিয়ে আপনার টিভি, কম্পিউটার, অথবা, যেকোন ডিভাইসের সাথে কানেকশন দিন. এখন, আপনি ইচ্ছে করলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা শেয়ার করতে পারবেন.

নিচে কিছু ছবি দিচ্ছি আপনাদের একটু ধারনা দেবার জন্যঃ

 

 

 

 

 

 

 

Screen-Shot-2012-01-31-at-20.23.36

তো আজ এতটুকুই … ভালো থাকুন, সুস্থ থাকুন…
নিজে জানুন, অন্যকে জানান।
আর আমার সঙ্গে যুক্ত হতে পারেন>http://www.facebook.com/techfreak.unknown
এই পেজ থেকেও অনেক আপডেট পাবেন>http://www.facebook.com/CY133R
আল্লাহ হাফেয

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাসেদ ভাই, কষ্ট করে যদি একটু জানান যে আই.পি. টিভি কোথা থেকে কিনলেন এবং কি কি চ্যানেল দেখা যায়। অথবা যদি কোন ওয়েব এড্রেস থাকে।

vi.darun jinish share korlen tobe bistarito lekle aro valo hoto.

আপনি কি ব্যবহার করেছেন

http://www.amazon.com/jadooTV-IPTV-HD-Set-Top-Box/dp/B004FVWLC0
এছাড়া আপনি সনির কোন আউটলেটে গেলে কিনতে পারবেন। বাংলাদেশ এ সনি ব্রাভিয়া ভাল

Level 0

So in conclusion the hero of the ststem is LAN over PowerLine.
but to use it first we have buy it.
so a better router should work the best.