মেস এ প্রায় শ খানেক বা তার বেশি কম্পিউটার ইউজার থাকলেও কেবল কয়েক জনকেই কম্পিউটার ষ্টার মনে করা হয় ।
☉ কিছু কিছু ছেলে আছে যারা সারাদিন কম্পিউটার থেকে চোখ সরাতে পারে না । কারন এদের প্রধান কাজ হলো কম্পিউটার এ কি এমন আছে এটা খুজে বের করা । আর সারাদিন পর যখন দেখে ‘নাঃ কিস্সু নাই । কালকে আবার বসতে হবে ।’ এরা প্রায় অন্য ছেলেদের কাছে ততটা পাত্তা দেয় না বা পায় না । আর তাই নতুন মুখের কাছে জয়জয়কার । ভাইয়া মনে হয় ভিষন এক্সপার্ট দেখিসনা সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকে ।
☉আরেক প্রকার ছেলে প্রচারেই প্রসার টাইপ । এদের প্রধান টার্গেট হলো প্রচার আর প্রসার এ ব্যাস্ত থাকা । বিশ্বের সপ্তাশ্চর্যের প্রথম খবর এরাই প্রকাশ করে অথবা কোন সিনেমা এখনো রিলিজ হয়নি নিজের গাঁটের পয়সা খরচ করে হলেও হের লিংক আগে পাবেন এর কাছে । বুঝতেই পারছে । এদের দ্যুতি ছাগু মার্কা ছেলেদের ঘরে ঘরে মুখে মুখে ।
☉এরা আসলেই কাজ করে । কিন্তু প্রকাশ্যে গালি খায় আর ছাগু ছাড়া সবার কাছেই বেশ কদরদান আর মেহেরবান টাইপ । সাধারনত বাতাসে ওড়া মন্তব্যগুলো এইরকম । ’ভাবখানা দেখছস মনে হয় বিল গেটস আইসে ।‘
☉এরা নিশ্চিন্ত প্যাকেজ । সারাদিনে সিনেমা রিভিউ করা । নিজের রুমকে সিনেমা হল বানিয়ে সবার বসার জন্য যথাযথ আরামের ব্যাবস্থা করা আর পারলে হালকা চা নাস্তা । ব্যাস, সহজেই প্রসার । প্রায় সকল আমজনতার মুখে এদের জন্য প্রায় দুয়া বর্ষিত হয় । যাই বলনা কেন ভাইয়া টা কিন্তু বেশ ভাল । কোনই অহংকার নাই ।
আরো কিছু প্রকার হয়তো ভাবলে পাওয়া যাবে । কিন্তু আমার কম্পুটার টা বন্ধ করা লাগবে । গত ৫ দিন থেকে বন্ধ হয়নি । চিন্তাই আছি কখন বাষ্ট হয়ে যায় ।
Previously posted on: মেস অথবা হল জীবনের সুখ দুঃখ
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
বাহ! আমার অবস্থাও আপনার মতই!