IDM কথা বলে জানিয়ে দেবে Download শেষ অথবা Download হয়নি

Internet Download Manager  যারা ব্যবহার করেন তারা এর বিভিন্ন Function  এর সাথে পরিচিত। আজকে IDM  এর এমন একটি ছোট Function  নিয়ে আলোচনা করছি। বিষয় টি হল Completion tune.

IDM  এ যখন কোন Download complete  হয় তখন সে একটি Tune  এর মাধ্যমে জানিয়ে দিতে পারে Download Complete!  আবার যদি কোন কারনে Download  বন্ধ হয়ে যায় তাহলেও সে জানিয়ে দেবে Download Failed!

এক্ষেত্রে একটা সমস্যা আছে, IDM  এর কোন Built-in tune  নেই। তাই কষ্ট করে আপনাকেই Tune  টি বানিয়ে নিতে হবে। আপনি আপনার Mobile বা PC  এর Recorder  দিয়ে Download Complete!  এবং Download Failed!  টিউন Record  করুন। এরপর Recorded Tune  টি একটি Converter  দিয়ে WAV  ফরমেট এ convert করে নিন।

আপনাদের সুবিধার্থে এরকম একটি Converter  দিয়ে দিলাম। এটি দিয়ে convert  করে তা যেকোন Drive  এ রেখে দিন।

Download Leawo multimedia converter (26 MB)

যারা চাচ্ছেন Machine voice  এ এরকম একটি Tune  তৈরী করবেন তাদের জন্য দুটি software  দিলাম। এগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের Machine voice  এ আপনার Type করা লেখা গুলো পড়াতে পারবেন।

Download Talk IT (310 KB)
Download Text Aloud Portable (170 MB)

আর এই Computer Voice  গুলো Record  করার জন্য নিন নিচের software  টি।

Download Audacity Portable

এবার দেখুন কিভাবে IDM  এ Tune  গুলো set  করবেন।

  • IDM  এর Menu bar  থেকে Downloads > Options  এ যান।
  • এখানে Sounds  ট্যাবে যান।

  • এখানে

Download complete

Download Failed

Queue Processing Started

Queue Processing Stooped/finished

এই চারটি Event  আছে। আপনি চাইলে এই চারটি ক্ষেত্রেই Tune set  করতে পারবেন। সবগুলোর মুল পদ্ধতি একই।

  • Download completion tune set  করতে চাইলে Download complete  Event এর পাশে Check box  টি check  করুন। check করার সাথে সাথে আরেকটি window open  হবে। এতে Tune  টি চাইবে। সেখানে আপনার তৈরী করা Tune  টি Browse  করে দিন।
  • যদি Automatically selection window  না আসে তবে  Check box  টি check  করার পর Event  টি select  করুন এবং দেখুন নিচের inactive থাকা Browse  option  টি active  হয়েছে। Browse  এ click  করে Manually  টিউনটি Browse  করে দিন।
  • ঠিকমত Tune set  হয়েছে কিনা তা যাচাই করার জন্য Tune set  করার পর Event select  করুন এবং নিচের Play  বাটনে click  করুন।
  • সবকিছু ঠিকমত হলে OK  বাটনে click  করুন।

এরপর থেকে কোন file Download  শেষ হলে আপনার Set  করা Tune টি বেজে উঠবে। এভাবে আপনি বাকি Event  গুলোতেও Tune set  করতে পারবেন।

সবাইকে ধন্যবাদ।

 

Level 0

আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সুন্দর জিনিস শিখাইলেন । আগে কখনো এই অপশন এ যাই ই নাই । থাঙ্কস । its working !

Level 2

টিউন সুন্দর হইছে, এরকম টিউনই চাচ্ছিলাম। আপনার ব্লগের Easy GIF animator Pro (4 MB) এই সফটওয়্যারটি মিডিয়াফায়ার ডিলিট করেছে পারলে পুনরায় আপলোড করে দিন ।

ধন্যবাদ!

ভালো লাগল

Level 2

টিউউনার কী ইনতেকাল করলো নাকি, টিউনে কোন মন্তব্য নেই ।

নারে ভাই। ইন্তেকাল করি নাই।
সময় সংকট যে কি জিনিস student life এ বুঝি নাই। JOB life এ আইসা হাড়ে হাড়ে টের পাইতাছি।
সাপ্তাহিক ছুটির আগের দিন টিউন করার চেষ্টা করি। এর পর পরের ছুটির দিন আসার আগে দিন রাত যে কিভাবে যায় জানিনা।
অবশ্য post নিয়া কারো কোন সমস্যা থাকলে তা solve করার জন্য সময় বের করব।
আমার Blog এ Mediafire এর delete করা “Easy GIF animator Pro (4 MB)” software টি অন্য নামে upload দিয়া দিছি।

ধন্যবাদ মন্তব্য করার জন্য, আর আমার কথায় কিছু মনে করবেন না। সরি না বুঝে কস্ট দেওয়ার জন্য।

    @মাহমুদ কলি।:
    আরে এইটা কোন সমস্যা না। কিসের কষ্ট। আপনাদের মন্তব্য ই তো লেখার প্রেরনা। সবসময় সিরিয়াস মন্তব্য আর এক ঘেয়ে মন্তব্য ভাল লাগে না। এই রকম মজা করা মন্তব্য ও দরকার আছে।