আসসালামু আলাইকুম, এটা আমার জীবনের প্রথম পোষ্ট, আপনাদের ভাল লাগলেই এটা পোষ্টটি আমার স্বার্থক হবে। আপনাদের ভাল লাগুক আর নাই লাগুক অবশ্যই কমেন্টস করবেন।
সাধারণত পিডিএফ রিডার সফট্ওয়্যার দিয়ে পিডিএফ ফাইল শুধু পড়া যায়, কিন্তু লেখা যায় না। তার জন্য আলাদা পিডিএফ
রাইটার দরকার। তা ছাড়া এই সফট্ওয়্যারগুলো ইনষ্টল করলে কম্পিউটারে অনেক জায়গা দখল করে রাখে, এতে কম্পিউটার অনেক
সেস্না হয়ে যায়। আর পিডিএফ ফাইল খুলতেও অনেক সময় লাগে। একটি সফটওয়্যার দিয়ে যদি একই সঙ্গে পিডিএফ ফাইল পড়া ও
লেখা যায়, তাহলে অনেক সুবিধা হয়। তেমনি একটি সফটওয়্যার হলো নাইট্রো রিডার (NitroReader)। এটি দিয়ে একই সঙ্গে
পড়াও যায় এবং লেখাও যায়। এবং এটি ইনষ্টল করলে তুলনামুলকভাবে কম জায়গা দখল করে এবং কম্পিউটারও কম সেস্না হয়।
এটিতে অ্যাডোবি পিডিএফ রিডার সফট্ওয়্যারের সব সুবিধা তো আছেই, তার বাইরেও করতে পারবেন-
১. নিজের স্বাক্ষর ব্যবহার করা।
২. পিডিএফ ফাইল থেকে লেখা বা ছবি আলাদা করা।
৩. পিডিএফ ফরম তৈরি করা এবং সম্পাদন করা।
৪. পিডিএফ ফাইলে যেকোন স্থানে এডিট করা।
৫. বিভিনড়ব স্থানে মমত্মব্য করা ও মমত্মব্যের উত্তর দেওয়া।
৬. পাসওয়ার্ড দেওয়া।
৭. ৩০০-এর বেশি ফাইল ফরম্যাট থেকে পিডিএফ ফাইল তৈরি করা।
৮. পিডিএফ ফাইল থেকে একাধিক ফাইল ফরম্যাটে রম্নপামত্মর করা সহ আরও অনেক কিছু।
নাইট্রো পিডিএফ রিডার সফট্ওয়্যারটি বিনামুল্যে ডাউনলোড করতে পারেন http://www.nitroreader.com/download ঠিকানা থেকে।
আমি মোঃ আজাদ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No
ভাই এটা নিয়ে আমি টিউন করতে যাচ্ছিলাম,কিন্তু দেখছি আপনি করে ফেলেছেন।যাক আমার কষ্টটা বাচালেন ভাই,থ্যাংস 😎