শুরু করছি ’ফেইস লগিং’ এর ছোট্ট এবং মজাদার একটি সফ্টওয়ার দিয়ে, যার সম্পর্কে আমি গত দুই দিন আগেও কিছু জানতাম না।
এখান থেকে প্রথমে সফ্টওয়ারটি ডানলোউড করে নিন।
তারপর নরমাল্লী সফ্টওয়ারটি ইনস্টল করে চালু করুন। এবার আসুন জেনে নেই কি কি কাজ করা যায় এই সফ্টওয়ার দিয়ে।
প্রথমেই বলে নিচ্ছি আমার কোন ভুল হয়ে থাকলে ধরিয়ে দিবেন। অনেক কষ্ট করে টিউনটি করছি। অনুগ্রহ করে মনযোগ সহকারে পুরো টিউনটি পড়ুন।
সফ্টওয়ারটির নাম হচ্ছে রোহস ফেইস লগন। খুবই কার্যকরি একটি সফ্টওয়ার, যা দিয়ে আপনি আপনার পিসি বা লেপটপকে লক করে রাখতে পারবেন। পরবর্তিতে আপনার ফেইস (চেহারা) ছারা অন্য কারো ফেইস দিয়ে পিসি লগিন করা যাবেনা।
সফ্টওয়ারটি ইনস্টল করা হলে প্রথমে আপনার ফেইস রেজিস্টার্ড করে নিন।
এই সফ্টওয়ারের একটি সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনি ছারা আপনার পরিবারের সদস্য বা বন্ধুদেরকেও এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। ইউজার একটাই থাকবে কিন্তু তাদের ফেইস আপনার পিসিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তখন যাদের রেজিস্ট্রেশন করেছেন তারা ছারা অন্যকেউ আপনার পিসি ওপেন করতে পারবে না।
যেকোন সময় আপনি দেখে নিতে পারেন কারা আপনার পিসিতে রেজিস্টার্ড। তাদের ইচ্ছ করলে ডিলেডও করতে পারেন।
সবচেয়ে মজার ব্যপার হচ্ছে এই দারুন সফ্টওয়ারটি মাত্র ৫এমবি। খুব সহজেই ইনস্টল করা যায় এবং কোন গাইড ছাড়াই সবাই ব্যবহার করতে পারবে। নতুনদের বেশি পছন্দ হবে আশা করি।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: সানগ্লাস পরে অথবা অন্ধকারে আপনি ফেইস রেজিস্ট্রেশন করতে পারবেন না।
এই সফ্টওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
আমি বিল্লাহ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জানি আমি যা চাই তা পাওয়া সম্ভব নয়। তবুও না পাওয়া ভয়ে বসে থাকার বোকামি আমি করতে চাইনা। কখনো আমার লেখা মানুষের উপকারে আসতে পারে কল্পনাতেও ভাবতে পারিনি। মানুষের একটি ধন্যবাদ আমাকে কতটা আনন্দিত করে ভাষায় প্রকাশ করার মত নয়।
অনেক সুন্দর হয়েছে টিউনটি।দেখি কাজ হয় কিনা।
এরকম আরও সুন্দর সুন্দর মজাদার টিউন চাই