Windows এ কোন software install করার পর control panel এ ঐ software এর জন্য একটি uninstall option যুক্ত হয়। এই option থেকে software টি uninstall করা যায়। কিন্তু অনেক সময় file missing অথবা অন্য কোন কারনে option টি কাজ করে না। আবার অনেক software এর ক্ষেত্রে এই option টি আসে না। এক্ষেত্রে manually software টি uninstall করা যায়।
Control panel এর Add or Remove program থেকে entry remove করার জন্য –
HKEY_LOCAL_MACHINE \SOFTWARE\Microsoft\Windows\Current Version\Uninstall এ যান এবং software টির Folder (যদি থাকে) delete করুন।
কখনো কখনো windows এর সাথে software এর service যুক্ত থাকে। এটি Remove করতে –
HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Services
ফোল্ডারে যান এবং software এর Folder টি delete করুন।
এবার My computer এ যান এবং Hard disk এর নিচের Folder গুলোতে গিয়ে ঐ software এর settings ও অন্যান্য File delete করুন।
[প্রতিটি user ID এর জন্য]
[প্রতিটি user ID এর জন্য]
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows NT\CurrentVersion\Windows
ফোল্ডার এ যান এবং ঐ software এর Entry, delete করুন।
সবাইকে ধন্যবাদ।
আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনটা সুন্দর হইছে। তবে এখেত্রে সি ক্লিনার বা রিভো আনইনন্সটলার ও ব্যবহার করা যেতে পারে। আর না থাকলে আপনার নিয়মতো আছেই।