Manually Uninstall করুন যেকোন Software

Windows  এ কোন software  install  করার পর control panel  এ ঐ software  এর জন্য একটি uninstall  option  যুক্ত হয়। এই option থেকে software  টি uninstall  করা যায়। কিন্তু অনেক সময় file missing  অথবা অন্য কোন কারনে option টি কাজ করে না। আবার অনেক software  এর ক্ষেত্রে এই option  টি আসে না। এক্ষেত্রে manually  software  টি uninstall করা যায়।

  • প্রথমে Installation Directory  অর্থা  যেখানে software  টি Install  করা হয়েছে সেই Folder  টি অথবা Folder  এর ভিতর থাকা সকল File delete  করতে হবে।
  • এরপর Registry clean করতে হবে। এজন্য Start menu থেকে Run  এ গিয়ে type করুন regedit  এবং enter চাপুন।
  • যে Window  টি open  হবে registry editor.
  • এবার HKEY_LOCAL_MACHINE \SOFTWARE  ফোল্ডার টি open করুন। এখানে ঐ software  এর যে Folder  থাকবে তা Delete  করুন।
  • এরপর HKEY_CURRENT_USER\SOFTWARE  ফোল্ডার এ যান।  এখানে ঐ software  এর যে Folder  থাকবে তা Delete  করুন।

Control panel  এর Add or Remove program  থেকে entry remove  করার জন্য –

HKEY_LOCAL_MACHINE \SOFTWARE\Microsoft\Windows\Current Version\Uninstall  এ যান এবং software  টির Folder (যদি থাকে) delete  করুন।

কখনো কখনো windows  এর সাথে software  এর service যুক্ত থাকে। এটি Remove  করতে –

HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Services

ফোল্ডারে যান এবং software  এর Folder  টি delete  করুন।

এবার My computer  এ যান এবং Hard disk  এর নিচের Folder  গুলোতে গিয়ে ঐ software  এর settings  ও অন্যান্য File  delete করুন।

  • C:\Documents and Settings\All Users\Start Menu\Programs
  • C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup
  • C:\Documents and Settings\%YOUR USER ID%\Start Menu\Programs

[প্রতিটি user ID এর জন্য]

  • C:\Documents and Settings\%YOUR USER ID%\Start Menu\Programs\Startup

[প্রতিটি user ID এর জন্য]

  • এর পরও যদি software  টি পুরোপুরি uninstall  না হয় এবং সমস্যার সৃষ্টি করে তবে Registry Editor  থেকে

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows NT\CurrentVersion\Windows

ফোল্ডার এ যান এবং ঐ software  এর Entry, delete করুন।

 

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

টিউনটা সুন্দর হইছে। তবে এখেত্রে সি ক্লিনার বা রিভো আনইনন্সটলার ও ব্যবহার করা যেতে পারে। আর না থাকলে আপনার নিয়মতো আছেই।

Bas jotil

Thanks for good post. I know this tricks, i wanted to post this tricks. Now so good you post before me.

Again thanks