আপনি খুব সহজেই Run command ব্যবহার করে যেকোন software open করতে পারবেন। software open করার জন্য আর start > All programs এ খোজাখুজি করার কোন প্রয়োজন নেই। আর দ্রুত software open করার জন্য Desktop ও shortcut দিয়ে ভরে রাখার প্রয়োজন নেই। আপনার দেয়া command দিয়েই নির্দিষ্ট software ওপেন হবে Run ব্যবহার করে।
এজন্য নিচের ধাপগুলো অনুসরন করুন।
1. আপনি যে software টি Run command দিয়ে open করতে চান সেটির Desktop shortcut টি copy করুন। যদি Desktop এ shortcut না থাকে তবে Start menu > All programs এ গিয়ে shortcut টি copy করুন।
2. এবার shortcut টি আপনার C drive এর Windows ফোল্ডার এ paste করুন।
3. এখন আপনি যে command দিয়ে software টি open করতে চান shortcut টির নাম সেই নামে Rename করুন।
তাহলেই কাজ শেষ। আপনি win+R অথবা start menu থেকে Run command এ গিয়ে যে নামে shortcut টি Rename করেছিলেন তা type করুন এবং enter চাপুন। দেখবেন software টি open হয়েছে।
একটা উদাহরন দিচ্ছিঃ
ধরুন আপনি Run command এর মাধ্যমে Mojila firefox কে firefox কমান্ড দিয়ে open করবেন। তাহলে,
1. Mojila firefox এর Desktop shortcut টি copy করুন।
2. shortcut টি আপনার C drive এর Windows ফোল্ডার এ paste করুন।
3. তারপর shortcut টি rename করে নাম দিন firefox
এখন থেকে Run command এ firefox লিখে Enter চাপলেই Mojila firefox ওপেন হবে।
সবাইকে ধন্যবাদ।
আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিপস, বেশ ভালো লাগলো। দেখি ট্রাই করে। ধন্যবাদ শেয়ার করার জন্য;-)