Computer কে virus free রাখতে সকলেই কোন না কোন Anti Virus ব্যবহার করে থাকেন। আমি kaspersky তিন বৎসর ধরে ব্যবহার করছি একদম বিনে পয়সায়। অন্তত এটুকু বলতে পারি যে Kaspersky থাকাতে virus এর কারণে অন্তত আমার কম্পিউটার কে ফরম্যাট করতে হয়নি। Kaspersky ট্রায়াল শেষ হলেও ফ্রী তে কি করে license renew করবেন, আজকে আমি সেই পদ্ধতিটি সকলের সাথে শেয়ার করতে চাই।
প্রথমে Kaspersky ডাউনলোড করুন। এখন latest ভার্সন হল kaspersky 2013। kaspersky এর নিজস্ব ওয়েব সাইট (http://www.kaspersky.com) এ গিয়ে kaspersky internet security ডাউনলোড করুন। এটি এক মাসের ট্রায়াল।
যদি পিসি তে লাস্ট ফরম্যাটিং এর পর Kaspersky ব্যবহার করেননি তাহলে এক মাসের ট্রায়াল ভার্সন অ্যাক্টিভ করে নেন। (internet connection প্রয়োজন)
ট্রায়াল ভার্সন শেষ হয়ে গেলে আপনাকে প্রথমে key file পেতে হবে। এরজন্য সবচেয়ে সহজ পদ্ধতি হল thepiratebay.se থেকে কী ফাইল নামানো। এটি একটি টরেন্ট সাইট (এটি বর্তমানে ১ নং torrent site. এখানে আপনার প্রয়োজনের সকল কিছু পাবেন একদম ফুল ভার্সন)।
* thepiratebay.se তে KASPERSKY 2013 লিখে সার্চ করুন। দেখবেন প্রথমের দিকেই কী ফাইল পেয়ে যাবেন।
কী ফাইল টি ডাউনলোড করুন।
[ChattChitto RG] নামে একজন user আছে ওই কমিউনিটি তে । ওই ব্যক্তি প্রতি সপ্তাহেই নতুন key ফাইল দিতে থাকে। তাছাড়া অনেক user আছে। যাইহোক ফাইল টির size কয়েক k.b থেকে কয়েক শত k.b হয় । ওটি ডাউনলোড করে নেন।
এবার কী ফাইল টি কে ডেক্সটপ এ রেখে দেন। (zip বা rar file এ থাকতে পারে তাই unzip বা extract করে নিন)
* ইন্টারনেট কানেকশন বন্ধ (dis-connect ) করে দিন।
* এবার kaspersky খুলুন।
* সবার নিচে ডান দিকে "INSERT YOUR ACTIVATION CODE HERE" এ ক্লিক করুন।
* "Active the application" এ ক্লিক করুন।
* "enter activation code" বক্স এ এই কোড টি দেন AAAAA-AAAAA-AAAAA-AAAA3
* তারপর "next" এ ক্লিক করেন। ( মনে রাখবেন ইন্টারনেট যেন disconnect থাকে )
* তারপর "Browse" এ ক্লিক করে ডেক্সটপ এ রাখা কী ফাইল টি সিলেক্ট করে "open" এ ক্লিক করুন।
* আবার "next" এ ক্লিক করুন।
দেখবেন " activation completed successfully" লেখা দেখাবে। "finish" এ ক্লিক করুন। দেখবেন "license" এর বৈধতা বেড়ে গেছে।
বুঝতে অসুবিধে হলে নিচের animated ছবিটি অনুসরন করুন।
আরও একটা কাজ করবেন। kaspersky এর update mode পরিবর্তন করে automatic থেকে manually করে নিবেন অবশ্যই। license renew করেই একবার update এ বসাবেন আর সপ্তাহে এক বার করে update করবেন।
সবই তো ঠিক আছে কিন্তু একটা সমস্যা আছে, thepiratebay.se থেকে নেওয়া key file গুলি মাঝে মাঝেই "black listed" হয়ে যায়, আর license বন্ধ হয়ে যায়, (কারন আপনার মত অনেকেই ওই license ব্যবহার করছে) । তখন আবার নতুন key ফাইল download করে licence activate করতে হবে। তবে বেশি ইন্টারনেট ব্যবহার না করলে পুরো licence date-ই উপভোগ করা যায়। আমাকে মাসে একবার করে license renew করতে হয়। আমি এভাবে kaspersky 2011,2012 আর বর্তমানে 2013 version নিখরচায় ব্যবহার করছি। আশাকরি এভাবে Kaspersky 2014 ও ব্যবহার করতে পারব।
******************************************** বুঝতে কোন অসুবিধে হলে পোস্ট করেন *****************************************
আর কেউ যদি এসব ঝামেলার মধ্যে যেতে না চান, ভাল antivirus কিনতে চান তাহলে আমি তাদেরকে বলব Quick Heal antivirus কিনে ব্যবহার করুন। http://www.quickheal.com/
আমি n2roy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই টিউনটি করার জন্য ধন্যবাদ, আপনার দেয়া টরেন্ট সাইট থেকে ফাইলটি নামানো যাচ্ছেনা। দয়াকরে আপনার নামানো ফাইলটি যদি আপলোড করে লিংকটা আমায় দিতেন উপকৃত হব ([email protected])