Kaspersky 2013 উপভোগ করুন বিনে পয়সায় এবং kaspersky 2014 ও !!!

Computer কে virus free রাখতে সকলেই কোন না কোন Anti Virus ব্যবহার করে থাকেন। আমি kaspersky তিন বৎসর ধরে ব্যবহার করছি একদম বিনে পয়সায়। অন্তত এটুকু বলতে পারি যে Kaspersky থাকাতে virus এর কারণে অন্তত আমার কম্পিউটার কে ফরম্যাট করতে হয়নি। Kaspersky ট্রায়াল শেষ হলেও ফ্রী তে কি করে license renew করবেন, আজকে আমি সেই পদ্ধতিটি সকলের সাথে শেয়ার করতে চাই।

প্রথমে Kaspersky ডাউনলোড করুন। এখন latest ভার্সন হল kaspersky 2013। kaspersky এর নিজস্ব ওয়েব সাইট (http://www.kaspersky.com) এ গিয়ে kaspersky internet security ডাউনলোড করুন। এটি এক মাসের ট্রায়াল।
যদি পিসি তে লাস্ট ফরম্যাটিং এর পর Kaspersky ব্যবহার করেননি তাহলে এক মাসের ট্রায়াল ভার্সন অ্যাক্টিভ করে নেন। (internet connection প্রয়োজন)

ট্রায়াল ভার্সন শেষ হয়ে গেলে আপনাকে প্রথমে key file পেতে হবে। এরজন্য সবচেয়ে সহজ পদ্ধতি হল thepiratebay.se থেকে কী ফাইল নামানো। এটি একটি টরেন্ট সাইট (এটি বর্তমানে ১ নং torrent site. এখানে আপনার প্রয়োজনের সকল কিছু পাবেন একদম ফুল ভার্সন)।

* thepiratebay.se তে KASPERSKY 2013 লিখে সার্চ করুন। দেখবেন প্রথমের দিকেই কী ফাইল পেয়ে যাবেন।

কী ফাইল টি ডাউনলোড করুন।

[ChattChitto RG]   নামে একজন user আছে ওই কমিউনিটি তে । ওই ব্যক্তি প্রতি সপ্তাহেই নতুন key ফাইল দিতে থাকে। তাছাড়া অনেক user আছে। যাইহোক ফাইল টির size কয়েক k.b থেকে কয়েক শত k.b হয় । ওটি ডাউনলোড করে নেন।

এবার কী ফাইল টি কে ডেক্সটপ এ রেখে দেন। (zip বা rar file এ থাকতে পারে তাই unzip বা extract করে নিন)

* ইন্টারনেট কানেকশন বন্ধ (dis-connect ) করে দিন।

* এবার kaspersky খুলুন।

* সবার নিচে ডান দিকে "INSERT YOUR ACTIVATION CODE HERE" এ ক্লিক করুন।

* "Active the application" এ ক্লিক করুন।

* "enter activation code" বক্স এ এই কোড টি দেন  AAAAA-AAAAA-AAAAA-AAAA3

* তারপর "next" এ ক্লিক করেন। ( মনে রাখবেন ইন্টারনেট যেন disconnect থাকে )

* তারপর "Browse" এ ক্লিক করে ডেক্সটপ এ রাখা কী ফাইল টি সিলেক্ট করে "open" এ ক্লিক করুন।

* আবার "next" এ ক্লিক করুন।

দেখবেন " activation completed successfully" লেখা দেখাবে। "finish" এ ক্লিক করুন। দেখবেন "license" এর বৈধতা বেড়ে গেছে।

বুঝতে অসুবিধে হলে নিচের animated ছবিটি অনুসরন করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আরও একটা কাজ করবেন। kaspersky এর update mode পরিবর্তন করে automatic থেকে manually করে নিবেন অবশ্যই। license renew করেই একবার update এ বসাবেন আর সপ্তাহে এক বার করে update করবেন।

সবই তো ঠিক আছে কিন্তু একটা সমস্যা আছে,  thepiratebay.se থেকে নেওয়া key file গুলি মাঝে মাঝেই "black listed" হয়ে যায়, আর license বন্ধ হয়ে যায়, (কারন আপনার মত অনেকেই ওই license ব্যবহার করছে) । তখন আবার নতুন key ফাইল download করে licence activate করতে হবে। তবে বেশি ইন্টারনেট ব্যবহার না করলে পুরো licence date-ই উপভোগ করা যায়। আমাকে মাসে একবার করে license renew করতে হয়। আমি এভাবে kaspersky 2011,2012 আর বর্তমানে 2013 version নিখরচায় ব্যবহার করছি। আশাকরি এভাবে Kaspersky 2014 ও ব্যবহার করতে পারব।

******************************************** বুঝতে কোন অসুবিধে হলে পোস্ট করেন *****************************************

 

আর কেউ যদি এসব ঝামেলার মধ্যে যেতে না চান, ভাল antivirus কিনতে চান তাহলে আমি তাদেরকে বলব Quick Heal antivirus কিনে ব্যবহার করুন। http://www.quickheal.com/

Level 0

আমি n2roy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই টিউনটি করার জন্য ধন্যবাদ, আপনার দেয়া টরেন্ট সাইট থেকে ফাইলটি নামানো যাচ্ছেনা। দয়াকরে আপনার নামানো ফাইলটি যদি আপলোড করে লিংকটা আমায় দিতেন উপকৃত হব ([email protected])

Level 0

আমার ও লাগবে [email protected]

Level 0

এই যে key file এর লিঙ্ক http://www.mediafire.com/?ccjqq808c5ab6h4 । কিন্তু http://thepiratebay.se/ থেকে কেন ফাইল নামানো যাচ্ছে না জানতে পারি? আপনারা কি torrent client (যেমনঃ utorrent, vuze) ব্যবহার করেন না?

    Level 0

    @n2roy: ভাই ধন্যবাদ! বাংলাদেশের বেশিরভাগ ব্যবহারকারীই সম্ভবত টরেন্ট নামাতে পারেন না! কারণ, আগের টিউনগুলোতেও এ নিয়ে অনেক কমেন্ট দেখেছি! নিচের পদ্ধতিতে যারা পারেন না তারা নামিয়ে ফেলেন ঃঃ
    1. Download Client from http://www.utorrent.com
    2. Go to the torrent site (Thepiratebay.se or other) and click on magnet link.
    3. A Dialogue box will appear and from there, click yes
    4. Your torrent will download automatically!
    {{Sorry for writing in ENGLISH}}

file gula namaisi. bt kaspersky tay j koyta digit dewar option ase shei poriman digit serial key tay nai. 🙁

    Level 0

    @shishirbd123: সবগুলি digit “A” অক্ষর দিন আর লাস্টের digit টা “3” দিন।

Kaspersky 2014 ????? Last and latest Kaspersky 2013 houar kotha…………..

Kaspersky 2012 te update save kore rakhar system chilo. but ekhon ota pacchi na. kivabe korbo?

I was talking about kis13

আমিও এই ভাবে kaspersky 2012 ব্যবহার করতাম। এখন 2013 ও ব্যবহার করছি। আমি কিফাইল নামাই kavkisfile.com থেকে। এই সাইট থেকে কিফাইল নামানোর আগে kaspersky বন্ধ করে দিতে হবে। নাহলে এই সাইটে প্রবেশ করা যাবেনা।

    Level 0

    @Utpal Kumar Sarkar: thanks কী ফাইল নেওয়ার ওয়েব সাইট এর লিঙ্ক দেওয়ার জন্য.

amar windows 8 ,trial version install nicche na ,okhaneto show kare ,,it is not supported in current operating system .

Level 0

kapersky internet security 2013 তো windows 8 এ ইন্সটল হওয়ার কথা। আপনি কি kaspersky 2013 install করতে গিয়ে ওই ম্যাসেজ পেয়েছিলেন?

bhai windows 8 e kis13 install dile mozila firefox kaj korena. Keno bolte paren?

Level 0

kaj kore na bolte?details e bolun..

Level 0

When I install any antivirus, I can’t connet net. It’s show fire do not permitted. what’s the solution ?

Level 0

vhy windows 8 ee te je antivirus deoa thake (Microsoft Security Essentials) oita ki vabe remove korbo bolle upokrito hobo…

n2roy—-vhy apnar comment r asai roilam….plz …

    Level 0

    @RAZU-123: dada ami windows 7 use kori , sutorang ami oi problem er sommukhin hoi ni. hole thik khujhe ber kore apnake janataam.

Level 0

vai avast er jonno kono system janate parben @n2roy

Level 0

avast theke kaspersky onek valo, avast apni free teo use korte parben, kintu kaspersky er per hour update avast o dite parbe ne, tai bolchi kaspersky onek valo… parle ei link ti dekhun…
http://degreedix.com/antivirus-software/list-of-the-best-antivirus-software-2012-2013

Level 0

East or West, Bitdefender is the BEST 😛

Level 0

ami avg 18 sal porjontoaci ar dorkr ki
pay

Level 0

ফ্রিতে তো একটু ঝামেলা থাকবেই।

Level 0

Nice tune broh! But ami mediafire thake jei key ta browse korci
oita te only 57 days er liscence ..will u plz tell me! How
can i get 365 days liscence key. Plz reply
or mail me [email protected]

jekono version a kaj hobe???