এপল এর ইউজার রা বেশ মজা পান ইউজ করে। কারন এপল সবসময় ই বেশ ক্রিয়েটিভ আর মজার। মাইক্রোসফট এখন সেই কাজ টাই করেছে উইন ডোজ ৮ এ। তাই এখন ট্যাবলেট স্টাইল ইন্টারফেস ।
আমি এখানে প্রধান কিছু সুবিধার কথা তুলে ধরছি।
আপ্লিকেশন্স এর নতুন ভুবনঃ
আপনি হাজারো ট্যাবলেট স্টাইল আপ্লিকেশনস এর এক্সেস পাবেন, যার অনেক গুলোই ফ্রি। এই আপ্লিকেশনস গুলো ফুল স্ক্রিন, টাচ ফ্রেন্ডলি আর ওয়েব কানেকটেড।
দ্রুত স্টার্ট আপঃ
খুব দ্রত স্টার্ট নেয়,( এমন কি যদি তুলনা করা হয়, এপল এর নতুন ডেস্কটপ অপারেটিং সিস্টেম এর চেয়েও দ্রুত) পিসি আগের চেয়েও দ্রত চলবে এবং ব্যাটারি লাইফ সেইভ করবে।
স্কাই ড্রাইভ ইনটেগ্রেশনঃ
মাইক্রসফট এর ক্লাউড সার্ভিস এখন অনেক উন্নত। স্কাই ড্রাইভ কে এখন লোকাল ড্রাইভ এর মত ব্যাবহার করা যাবে। এটা পিসি সেটিংস এর বেক আপ রাখবে।
উন্নত সিকিউরিটিঃ
অপারেটিং সিস্টেম লোড হওয়া বন্ধ করবে যদি পাবলিশার (যেমন মাইক্রোসফট) দ্বারা সাইন করা না থাকে।
আরো আছে প্রথম শ্রেণীর টাচ ইনপুট, অনেক ক্ষেত্রে এপল এর আই পেড চেয়েও ভালো।
যারা এই মেট্রো স্টাইল এর উইনডোজ ৮ আপগ্রেড করে ফেলেছেন - আপনাদের মতামত দিন। এর ফলে যারা এখনো চিন্তা ভাবনা করছেন, একটি সিদ্ধান্ত নিতে পারবেন। কারন উইনডোজ ৮ ব্যাবহার এর লাভ যেমন অনেকেই আমরা শুনছি , তেমনি এর সাইড ইফেক্ট বা প্রবলেম গুলির কথাও ( যার অনেক টুকু ই হয়তো গুজব)। তবে প্রধান একটি অসুবিধা হলো স্টার্ট আপ স্ক্রিন এ "টাচ ডিজাইন সিস্টেম" এর ব্যাবহার। অভ্যস্ত হতে কিছু দিন সময় লাগতে পারে। তবে কি বোর্ড মাউস এ থাকা যাবে আগের মত।
সবাই কে ধন্যবাদ।
ভালো থাকবেন।
আমি Hassan Tanvir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি oDesk এ কাজ করি। Next Future নামে outsourcing এর নিজের একটা ছোট ফার্ম আছে চট্টগ্রাম এর খুলশি তে। আমি একজন Net person+ Tech person.
ভাইয়া আমার ল্যাপটপ এ যদি windows8 দেই তাহলেকি ল্যাপটপ এর মাদারবোর্ড এর সফটওয়্যার ইন্সটল করতে হবে।