একদিন কি হয়েছে বলি। খালি বাসা, আমরা সবাই ঈদের ছুটিতে দেশের বাড়িতে। সে বছর সারা দেশে ডিজিটেলের বন্যা হচ্ছে। ২০২০ সালের বন্যার মত তুমুল ঝড়। টেকটিউন তখন সমস্ত নেট জগতের বাদশা। আমি নগন্য উজির, কিন্তু আমার বাসার লেপটপে টেকটিউনের সমস্ত ফাইল। তার সাথে আমার একান্নটা বেন্কের পাসওয়ার্ড তো আছেই। সেই সময় আসলো বিশ্ব বিখ্যাত চোর কাইল্যা হ্যাকার।আমার কম্পিউটার থেকে পেনড্রাইভে করে সমস্ত ফাইল চুরি করে নিয়ে যাবে। হায় আপসোস!!! হ্যাক করতে এসে ছ্যাক খেয়ে গেল।
ডিজিটেল বাংলাদেশের ডিজিটাল তালা ও চাবি। আসুন জেনে নেই কিভাবে আপনার চেহারাকে পিসির পাসওয়ার্ড (চাবি) বানাবেন। কিভাবে আপনার পিসিকে লক করবেন আপনার চেহারা দিয়ে।
সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অনুপস্থিতির কারণে। আমি পরীক্ষার কারণে গত ১৫/২০ দিন কম্পিউটারের সামনে বসতে পারিনি। এখন থেকে সাপ্তাহিক টিউন করার চিন্তা করছি।
আমার পরবর্তি টিউনটির জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। জানিনা তবুও সবার পছন্দ হয় কিনা।
আজকের টিউনটি নতুন নয়। প্রথমত আমিই করেছিলাম গত ৬ই ডিসেম্বর। সেখানে অনেকেই সমাস্যার সম্মুখিন হচ্ছিলেন, কিন্তু আমার সাহায্য করার সুযোগ ছিল না।
এখন চিন্তা করছি সেই সফ্টওয়ারটি সহ আরো কয়েকটি বিকল্প সফ্টওয়ার আপনাদের সাথে শেয়ার করব।
প্রথমেই বলে নিচ্ছি আমার কোন ভুল হয়ে থাকলে ধরিয়ে দিবেন। অনেক কষ্ট করে টিউনটি করছি। অনুগ্রহ করে মনযোগ সহকারে পুরো টিউনটি পড়ুন।
শুরু করছি ’ফেইস লগিং’ এর ছোট্ট এবং মজাদার একটি সফ্টওয়ার দিয়ে, যার সম্পর্কে আমি গত দুই দিন আগেও কিছু জানতাম না।
এখান থেকে প্রথমে সফ্টওয়ারটি ডাউনলোড করে নিন।
তারপর নরমাল্লী সফ্টওয়ারটি ইনস্টল করে চালু করুন। এবার আসুন জেনে নেই কি কি কাজ করা যায় এই সফ্টওয়ার দিয়ে।
সফ্টওয়ারটির নাম হচ্ছে রোহস ফেইস লগন। খুবই কার্যকরি একটি সফ্টওয়ার, যা দিয়ে আপনি আপনার পিসি বা লেপটপকে লক করে রাখতে পারবেন। পরবর্তিতে আপনার ফেইস (চেহারা) ছারা অন্য কারো ফেইস দিয়ে পিসি লগিন করা যাবেনা।
সফ্টওয়ারটি ইনস্টল করা হলে প্রথমে আপনার ফেইস রেজিস্টার্ড করে নিন।
এই সফ্টওয়ারের একটি সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনি ছারা আপনার পরিবারের সদস্য বা বন্ধুদেরকেও এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। ইউজার একটাই থাকবে কিন্তু তাদের ফেইস আপনার পিসিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তখন যাদের রেজিস্ট্রেশন করেছেন তারা ছারা অন্যকেউ আপনার পিসি ওপেন করতে পারবে না।
যেকোন সময় আপনি দেখে নিতে পারেন কারা আপনার পিসিতে রেজিস্টার্ড। তাদের ইচ্ছ করলে ডিলেডও করতে পারেন।
সবচেয়ে মজার ব্যপার হচ্ছে এই দারুন সফ্টওয়ারটি মাত্র ৫এমবি। খুব সহজেই ইনস্টল করা যায় এবং কোন গাইড ছাড়াই সবাই ব্যবহার করতে পারবে। নতুনদের বেশি পছন্দ হবে আশা করি।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: সানগ্লাস পরে অথবা অন্ধকারে আপনি ফেইস রেজিস্ট্রেশন করতে পারবেন না।
এই সফ্টওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
http://www.rohos.com/products/rohos-face-logon-free/
কথা না বাড়িয়ে চলুন কাজ করি।
যা যা লাগবে। আগের মতই।
১. একটি কম্পিউটার।
২. একটি ওয়েবক্যাম।
এবার মূল কথায় আসা যাক। এটি এমন একটি সফ্টওয়্যর যার মাধ্যমে আপনি আপনার চেহারাকে কম্পিউটারের পাসওয়ার্ড বানিয়ে রাখতে পারবেন। যখন কম্পিউটার চালু করবেন তখন লগিং অপশনে আপনার ক্যামেরা চালু হবে এবং আপনাকে নিজে থেকেই যাচাই করবে। আপনি ছাড়া অন্য কেউ আপনার কম্পিউটার খুলতে পারবে না।
ডাউনলোড করে ইনস্টল করুন। যদি ইভালিউশন পেরিয়ড আসে তাহলে ক্রস বাটনে ক্লিক করে চলে আসুন।
কেউ কোন সমাস্যায় পরলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান।
আমি বিল্লাহ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জানি আমি যা চাই তা পাওয়া সম্ভব নয়। তবুও না পাওয়া ভয়ে বসে থাকার বোকামি আমি করতে চাইনা। কখনো আমার লেখা মানুষের উপকারে আসতে পারে কল্পনাতেও ভাবতে পারিনি। মানুষের একটি ধন্যবাদ আমাকে কতটা আনন্দিত করে ভাষায় প্রকাশ করার মত নয়।
কেমন লাগলো জানাবেন। টিউটরিয়াল দিলাম না। প্রয়োজন মনে করলে বলবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।