চোখের ইশারায় চলবে কম্পিউটার।মাথা না ঘুরে উপায় নেই।মাথা নড়াতে হবেই।কেমন হয় যদি আপনার নড়াচড়ায় কম্পিউটার চলে।কি পারবেন না? চলুন দেখি কিভাবে মাথা ঘুরায়।

পোস্ট করার আগে অনেক কিছু লিখতে ইচ্ছা করে। কিন্তু কথা হচ্ছে ১২টার আগে আমার দ্বিতীয় পোস্ট পেস্ট করতে হবে।
আমার প্রথম পোস্টটি পড়া না থাকলে এখান থেকে পড়ে নিন। তবে মজা পাবেন।
ভাই সময় নষ্ট না করে চলুন কাজ করি।

যা যা লাগবে। আগের মতই।
১. একটি কম্পিউটার।
২. একটি ওয়েবক্যাম।

তারপর নিচের লিংক থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। http://sourceforge.net/projects/eviacam/?source=dlp

সফ্টওয়ারটি কিভাবে চালাবেন তা আস্তে আস্তে লিখে দিব।নিজেরাও পারবেন।
যেভাবে কাজ করবেন।

প্রথম ধাপ: কিছু না জানা থাকলে শুধু নেক্সট ক্লিক করুন। সর্বশেষ ফিনিশ।

দ্বিতীয় ধাপ (একটু লম্বা):

১. প্রথমে সফ্টওয়ারটি ইনস্টল করে নিন তারপর ডাবল ক্লিক করে সফ্টওয়ারটি চালু করুন।

২. এই লেখাটি Welcome to the eViacam comfiguration wizard
আসবে। নেক্সট ক্লিক করুন।

৩. এখন Camera setup আসবে।আপনার ক্যামেরা চেক করবে। Camera setting থেকে আপনার ক্যামেরার Brightnss, White Balance, Backlight ঠিক করে নিন।যদি না বুঝেন তাহলে ক্যামেরা সেটিংয়ে ‍ঢুকার প্রয়োজন নেই। শুধু নেক্সট ক্লিক করুন।

৪. এবার Tracker setup বক্সটি আসবে। ‍এখান থেকে configure motion tracking aria থেকে মোশন কন্ট্রোল করুন। আপনার চেহারা কম্পিউটার অটোম্যাটিক পেয়ে যাবে।আপনি যদি চান কিছুক্ষণ নড়াচড়া বন্ধ থাকলে যেন মোশন অটোম্যাটিক বন্ধ হয়ে যায় তাহলে নিচে Disable after .... seconds দিয়ে দিন।

৫. pointer calibration, setting motion parameters থেকে পরবর্তীতে যান তবে সাবধান। এখন থেকে মাউস কাজ করবে না।নড়াচড়া কাজ করবে।

৬. pointer calibration আসবে। পরবর্তী ক্লিক করুন।এবার কম্পিউটার আপনার মাথা ঘুরাবে। মাথাকে ডান বাম এবং উপর নিচ করতে বলবে, তাই করুন।

৭. এখন সমস্যা ক্লিক করবেন কিভাবে। মাথাকে ডান বাম এবং উপর নিচ করে যে অপশনে যাবেন সেখানে একটু থেমে থাকুন। দেখবেন ক্লিক হয়ে গেছে।

৮. Click mode আসবে। এখন আপনি ইচ্ছা করলে ভাল পারফমেন্স পাওয়ার জন্য নিজে নিজে Click here to test এ ক্লিক করে আপনার পারফমেন্স যাচাই করতে পারবেন।

৯. এখন ফিনিশে ক্লিক করে মাথা ঘুড়ান।

১০. মনিটরের উপরের দিকে একটি বক্স আসবে। সেখান থেকে বাছায় করতে পারেন আপনি কি রকম ক্লিক করতে চান। ক্লিক না করতে চাইলে একদম বা দিকে ”নো ক্লিক” ডাবল ক্লিক করতে চাইলে ডান দিকে ”ডাবল ক্লিক”।

ফেইসবুকে আমাকে পাবেন আমার নাম দিয়ে।

সবাইকে আমার সলাম জানিয়ে শেষ করছি আজকের মত। কাল আবার দেখা হবে, নতুন জিনিস নিয়ে ততক্ষণ ভাল থাকুন।

Level 0

আমি বিল্লাহ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানি আমি যা চাই তা পাওয়া সম্ভব নয়। তবুও না পাওয়া ভয়ে বসে থাকার বোকামি আমি করতে চাইনা। কখনো আমার লেখা মানুষের উপকারে আসতে পারে কল্পনাতেও ভাবতে পারিনি। মানুষের একটি ধন্যবাদ আমাকে কতটা আনন্দিত করে ভাষায় প্রকাশ করার মত নয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন ভাই, আরে আপনি এতদিন কোথায় ছিলেন, আপনারে তো খুজতাছে বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সফটওয়্যার গুলা শেয়ার করার জন্য।

    Level 0

    @তুহিন জামান: ধন্যবাদ ভাই আপনাকে। আগামিকাল আরেকটা ধামাকা হবে ইনশা আল্লাহ।

আরও সুন্দর টিউন আশা করি

    Level 0

    @rasel japan: ধন্যবাদ ভাই। আরো সুন্দর টিউন পেতে একদিন ওয়েট করতে হবে।

Level 2

ধন্যবাদ।
তবে এটি নিয়ে আগেও কয়েকটি টিউন হয়েছে। তবু অনেকের কাজে লাগবে। আমিও মাঝে মাঝে ব্যবহার করি।

    Level 0

    @azad2000: ধন্যবাদ ভাই। সত্যি আগে টিউন করা হয়েছে জানলে এই টিউনটি করতাম না। আমি নতুন ত তাই বুঝতে পারিনি। আমি টিউন করার আগে অনেকবার খুজেছি কি্ন্তু পাইনি। যদি একটি পরামর্শ দেন তবে খুশি হব। টিউন করার আগে কিভাবে বুঝব যে এই টিউনটি আগেই করা হয়েছে?

ভাল হয়েছে ভাই। আনেক ধন্যবাদ আপনাকে share করার জন্য।

    Level 0

    @এস, এম, রাফি: রাফি ভাই আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আপনারা সবাই এভাবে উৎসাহ দিলে আমার কাজ করার আগ্রহ বেড়ে যায়। আজকে ইনশা আল্লাহ আরেকটি পেস্ট করব।

Level 0

ভাই খুব একটা কাজের জিনিস দিছেন ।

    Level 0

    @kolpo: ধন্যবাদ ভাই। আমি চেষ্টা করব যেন এমন কাজের জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি। না পারলেও অন্তত মাসে একটা যেন দিতে পারি। দোয়া করবেন।

ধন্যবাদ ভাই , আগে হলে ও আমরা কিন্তু নতুন পেলাম।

    Level 0

    @আহাম্মেদ কামাল: আপনি আগেও কমেন্ট করেছেন। আমার টিউন পরার জন্য এবং মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্যা ধন্যবাদ।

      Level 0

      @billah.diu: থ্যুক্কু! আহাম্মেদ কামাল ভাই। আমার ভুল হয়েছে, উনি ছিলেন তুহিন জামাল। মাফ করবেন ভাই।

চরম জিনিশ। রাতেই ইন্সটল করেছি। এখনও ব্যাবহারে পাকা হতে পারিনি। যাই হোক কঠিন সফটের জন্য মারাত্মক ধন্যবাদ। 😀 চরম চরম সব সফট আশা করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ।

    @Desert Eagle: আরেকটা কথা, আপনার লেখার মান অনেক ভালো। বিশেষ করে হেডিং টা জটিল হয়েছে। 😀

      Level 0

      @Desert Eagle: আপনার প্রতিক্রয়াটাও কম জটিল না। আপনাকে জটিল ধন্যবাদ।

    Level 0

    @Desert Eagle: ধন্যবাদ আপনার সুন্দর কমে্ন্টর জন্য। গেইস করুন আজ কি পাবেন।

Level 0

@kader484sms: ভাই আমি নতুন। এই কঠিন জিনিসটি বুঝার সাধ্য আমার নেই।দয়া করে যদি বলেন তবে খুশি হব। লিংকে বার বার ক্লিক করি কিন্তু ইরোর।

Level 0

@kader484sms: ভাই তিতুমির কলেজের লিংক দিয়ে আমি কি করব? তবে নতুন এই সম্পর্কিত একটি টিউন আপনাকে দিব ইনশা আল্লাহ। আশা করি সেই সিট প্লানগুলো আপনার ভাল লাগবে।

@billah.diu : ভাই নতুন পোস্ট চাই, কবে দিবেন জানাবেন, অপেক্ষায় রইলাম……………………………

    Level 0

    @তুহিন জামান: ভাই আজ রাত বারটার মধ্যে আমার বারটা বাজবে আর আপনাদের প্রিয় টিউন আসবে ইনশা আল্লাহ।

comment kora jassena ken???

    @Desert Eagle: আপনার উত্তেজনা আরেকটু বাড়ায় দেই 😉 ইতিমধ্যেই আপনার পোস্ট কপি পেস্ট করা শুরু হয়ে গেছে। http://www.somewhereinblog.net/blog/Ajoyrocks/29723832#c9188655 এ দেখেন। মৃদু প্রতিবাদলিপি দিয়া আসলাম। 😀

    @Desert Eagle: আপনার উত্তেজনা আরেকটু বাড়ায় দেই 😉 ইতিমধ্যেই আপনার পোস্ট কপি পেস্ট করা শুরু হয়ে গেছে। লিংক এড করতে পারছিনা। মৃদু প্রতিবাদলিপি দিয়া আসলাম। 😀

    Level 0

    @Desert Eagle: না ভাই। যথষ্ট হয়েছে।

    Level 0

    @Desert Eagle: ভাই আমি কোন মন্তবব্য করতে পারবো না। কারণ আজকের আমার প্রথম দিন। তবে আমার এই পোস্টটি কপি পেস্ট করে দিয়েছি। আশা করছি সবার ভাল লাগবে।

    Level 0

    @Desert Eagle: ভাই আমি এখন কি করব। আমার কি করা উচিৎ? তাকে প্রতিবাদ দিয়ে লাভ কি? সে হয়ত আমার মত টানা চার দিন পরিশ্রম করেনি কিন্তু মানুষের উপকার তো করেছে। আমি যখন পুরান হব তখন চেষ্টা করব যেন এ ধরনের কাজ না করি। এমনও হতে পারে সে আমার আগে থেকে করে বসে আছে কিন্তু পেস্ট করতে পারেনি। তবে আপনার জন্য সুসংবাদ আছে। আমি চেষ্টা করব কথায় না মেরে কাজে মারতে। ইতোমধ্যে আমি সেখানে একটি একাউন্ট করেছি। আশা করছি অতি শিঘ্রই তাকে দেখিয়ে দিতে পারব। দোয়া করবেন। আপনার কষ্টের জন্য অসংখ্যা ধন্যবাদ।

ইশারায় চালাতে গিয়ে এখন মাথা ব্যাথা করতেছে । পোস্টের জন্য ধন্যবাদ

Level 0

ভাল লাগল

    Level 0

    @joypal: আপনার কমেন্ট পেয়ে আমারও ভাল লাগল। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।

Nice Boss