আমি এই সাইটে নতুন।এখানে আমি ০১/১২/১২ তারিখে জয়েন করি। আপনাদের মুল্যবান টিউন পড়তে পড়তে পাগল হবার পালা। হায় কেন পেলাম না আগে তোমায়।গত ৪ দিনে কম করে হলেও ১০০ টিউন পড়েছি। যা চাই তাই পাই। আমার বলার ভাষা নেই কিভাবে ধন্যবাদ জানাবো।
টিউন পড়ি আর ভাবি আমি কি কিছু করতে পারব? পারব কি একটা টিউন করতে? গত চার দিন শুধু এই চিন্তটাই করেছি একটি টিউন করব কিন্তু যাই বের করি অম্নি দেখি তা আগেই করা হয়েছে।এখন যা আছে কপালে, সাহস করে লিখে ফেললাম।(সাহস বানান কি ঠিক আছে?)
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাউস ও কীবোর্ড ছাড়া কম্পিউটারের মিডিয়া প্লেয়ার সহ আরো কয়েকটি কাজ পরিচালনা করা যায়।
শুরু করা যাক।
প্রথমেই যা যা লাগবে: ১. একটি কম্পিউটার। ২. একটি ওয়েবকেম।
লেপটপে বিল্টিন ওয়েবক্যাম থাকলে আর লাগবে না।
নিচের এই লিংক থেকে সফ্টওয়্যারটি "https://flutterapp.com/" ডাউনলোড করে নিন। ৎ
এতটুকু লিখতে আমার দম বের হয়ে গেছে। এই নগন্য টিউনের জন্য কোন ধন্যবাদ চাই না। তবে দোয়া করবেন যেন আরো ভাল ভাল টিউন করতে পারি। সবাই ভাল থাকবেন।
আমি বিল্লাহ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জানি আমি যা চাই তা পাওয়া সম্ভব নয়। তবুও না পাওয়া ভয়ে বসে থাকার বোকামি আমি করতে চাইনা। কখনো আমার লেখা মানুষের উপকারে আসতে পারে কল্পনাতেও ভাবতে পারিনি। মানুষের একটি ধন্যবাদ আমাকে কতটা আনন্দিত করে ভাষায় প্রকাশ করার মত নয়।
আমার টিউনটি কেমন হল জানালে খুশি হব। আমি জানিনা আামার আগে কেউ এ্ই রকম টিউন করেছেন কি না।
ভাল লাগলে একটু হেল্প করুন যেন আগামিতে ভাল টিউন করতে পারি। আমি আমি আরো একটি টিউন তৈরি করে রেখেছি। যদি এই টিউনটি আপনাদের পছন্দ হয় এবং কমেন্ট পাই তাহলে ইনশা আল্লাহ আগামিকাল আমার দ্বিতীয় টিউন আপনাদের সাথে শেয়ার করব।