যে কোন File/Folder খুব সহজেই Hide করুণ Wise Folder Hider দিয়ে

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভাল। আমি আজকে আবার আপনাদেরকে একটু বিরক্ত করতে হাজির হলাম। আমি আমার প্রথম টিউন গত দু'দিন আগে করেছিলাম। কেমন হয়েছে জানিনা, যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তবেই আমার টিউন করা সার্থক। কথা না বাড়িয়ে আসল কথায় আসি...আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবারই বেক্তিগত কিছু ফাইল আছে। আর বেক্তিগত ফাইল মানেই অন্যের কাছ থেকে গোপন রাখা। এটা নিয়ে বিপাকে পরেনি এমন লোক কমই আছে। কিন্তু যারা টেকটিউনস এর সাথে জড়িত তারা এ সমস্যায় খুব কমই পরেন। কারণ আমার অনেক ভাইয়েরাই এটা নিয়ে অনেক টিউন করেছেন। তারপরও আজকে একটা সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব যেটা খুব সহজেই আপনার ফাইলগুলো গোপন রাখবে কোন রকম সমস্যা ছাড়াই। Wise Folder Hider এই ছোট 1.65 MB  সফটওয়্যারটি ডাউনলোড করে নিন খুব সহজেই। ডাউনলোড করার জন্য এখানে Click করুণ...

ডাউনলোড করার পর ইন্সটল করুন।

আপনার পাসওয়ার্ডটি সেট করুন। তারপর যে File বা Folder টি আপনি Hide করতে চান তাকে নিচের ছবির মত করে ক্লিক করুণ।

আর Hide করা File/Folder টি দেখার জন্য Wise Folder Hider টি Open করে নির্দিষ্ট File/Folder এ ডাবল ক্লিক করলেই আপনি দেখতে পাবেন।

ভাল হোক আর খারাপ হোক কমেন্ট করে জানাবেন। ভাল হলে পরবর্তীতে টিউন করার সাহস পাব আর খারাপ হলে শোধরে নেওয়ার সুযোগ দিবেন। আপনারা উপকৃত হলেই আমার টিউন সার্থক। ভাল থাকবেন...

Level 0

আমি শ্রাবণ জলের কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিরক্ত করার জন্য আন্নের জরিমানা অইছে । যাক্গা মাফ কইরা দিলাম । এরপর থাইক্কা সাবধান অইয়া যাইবেন । তয় সপটা খারাপ না । মোডামোডি বালাই নাগল দেহি । হা হা হা প প গ গ………. ।

Level 0

ভাল টিউন ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ। ভালো টিউন।

Level New

ভালো হবে মনে হয়