সহজেই ফিরিয়ে আনুন ডিলিট হয়ে যাওয়া ডাটা

প্রিয় টিউনার বন্ধুরা,

সবাইকে সালাম এবং অনেক অনেক ভালোবাসা।

অনেক সময় আমাদের পিসি থেকে কিংবা মেমরি থেকে অথবা পেন্ড্রাইভ থেকে অনেক মূল্যবান ডাটা হারিয়ে যায়। হয়তো আমরা ভুলে ডিলিট করে ফেলি অথবা ডিলিট করার পর আমাদের সেই ডাটার আবার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু অনেকেই ডিলিট হয়ে যাওয়া সেই সমস্ত ডাটা আর ফিরে পান না।আজকে যেই সিস্টেম টি আমি আপনাদের দেখাবো সেটি হয়তো টিটি তে এর আগেও হয়ে থাকতে পারে। কিন্তু আমার চোখে পড়েনি আর তাছাড়া এই মধ্যে হয়তো আমাদের প্রিয় টিটি তে অনেক নতুন টিউনার এসেছেন। তাই আগের টিউন হয়তো তাদের চোখে পড়েনি।আর সেটি ভেবেই আমার এই টিউন করা। যারা এই বিষয়ে জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তারা প্লিজ বিষয়টি সংগ্রহে রেখে দিন হয়ত কাজে লাগতেও পারে।

প্রথমে আপনাকে নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করতে হবে এবং সেটি আপনার পিসিতে ইন্সট্রল করতে হবে।

http://www.mediafire.com/download.php?ced3k0fsafc7rdf

ইন্সট্রল করা হয়ে গেলে আপনার পিসির ডেক্সটপে একটি আইকন পাবেন।সেই আইকনে ডাবল ক্লিক করলেই সফটওয়ারটি চালু হবে এবং নিচের চিত্র প্রদসশিত হবে।

Delete File Recovery তে ক্লিক করলেই আপনার পিসির ড্রাইভ গুলো আসবে।

সেখান থেকে আপনার যেই ড্রাইভ থেকে ফাইল মুছে গিয়েছে সেই ড্রাইভ সিলেক্ট করুন। এক্ষেত্রে যদি আপনার পেন্ড্রাইভ অথবা মেমরি হয়েথাকে তবে সেটি সিলেক্ট করুন এবং NEXT  ক্লিক করুন।

এই রকম একটু স্ক্রিন প্রদসশিত হবে যার মানে হচ্ছে আপনার ডিলিট হয় যাওয়া ডাটা সফট টি খুঁজে নিচ্ছে।

উপরে সিলেক্ট করে দেওয়া স্থানে টিক মার্ক দিন এবং NEXT এ ক্লিক করুন।

আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো পুনরায় যেই ফাইল বা ড্রাইভে রাখতে চান তা সিলেক্ট করে NEXT এ ক্লিক করুন।

আপনার সিলেক্ট করে দেওয়া  ফোল্ডারে বা ড্রাইভে মুছে যাওয়া ডাটা আবার সেভ হচ্ছে।

ব্যাস সেভ হয়ে গেছে আপনার হারিয়ে/ডিলিট হোয়ে যাওয়া ডাটা। এখন আপনি চাইলেই আবার যেখানে শেভ করেছেন সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় ফাইল দেখতে পারেন।

সমস্যা হলে বা কিছু জানার থাকলে নিছে মন্তব্বের ঘরে জানাতে পারেন। অথবা [email protected] ফেসবুকেও যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ

Level 0

আমি পাগলের ডাক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 294 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai aita amar khub dorkar silo!!! apnak je ki bole tnxx dibo !!! khub boro akta upokar korlen vai !!!!

Level 0

pagoler doctor vi………aponake asonkho donnobad .

vai, photo diye slide show creat korar kono soft thakle kindly aktu diben… plssss

Level 0

eta diye koto din ager file firie ana somvob ?

    @rockerboy: টেরাই করে দেখেন আমি ১ বছর আগের ফাইল পাইছি

    Level 0

    @rockerboy: ডিলিটকৃত ফাইলের স্থানে নতুন কোন ফাইল রাখলে পূর্বের ফাইল আর পাবেন না

Level 0

ভাইজান, টিউন এর জন্য ধন্যবাদ। আপনার অন্য একটি পোস্ট ”মাত্র ৬৬ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজ করুন মাসের পর মাস আর বছরের পর বছর……” দেখলাম কিন্তু পড়তে তো পারলাম না। যদি আমাদের সাথে শেয়ারই করতে চান তাহলে পাসওয়ার্ড দিলেন কেন? যাক দিয়েছেন হয়তো কোন প্রয়োজনে কিন্তু পাসওয়ার্ড কোথায় পাব বা পাওয়ার উপায় কি তা জানি না। একটু বিস্তারিত বললে ভাল হয়। অথবা আপনি পোস্টটি আমার ইমেইলে মেইল করতে পারেন যদি আমাকে সহযোগিতা করতে চান। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। [email protected] . ধন্যবাদ।

    @ridoyeaso: টিউনটি দেখতে [email protected] ফেসবুকে যোগাযোগ করুন

      Level 0

      @পাগলের ডাক্তার: আপনি বরোই অদ্ভুত মানুষ, সবাইকে ফেবুতে যোগাযোগ করতে বলেন, অখানে বলেন যে ফাইল্টা ডিলিট করা হয়েছে আমার কাছে নেই…সেটা এখানেই বলেন ফেবুতে কেন ??…………ফেন্ডলিষ্ট ভারি করতে চান মনে হয় ।।

Level 0

এই সুন্দর টিউনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এটা কি ফুল ভার্শন। এর সাথে কি কী দেয়া আছে?

Vai, apnar মাত্র ৬৬ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজ করুন মাসের পর মাস আর বছরের পর বছর…… Tune ar Password ta [email protected] a Send korben Please. Khub Upkar Hoto

Level 0

Vai, apnar মাত্র ৬৬ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজ করুন মাসের পর মাস আর বছরের পর বছর…… Tune ar Password ta [email protected] a Send korben Please.

Level 0

ভাই, এমন একটি চমৎকার তথ্য প্রদানের জন্যে ধন্যবাদ। আমি চাই এই পোস্টটি প্রিয় টেকটুইনে সংরক্ষণ করতে, কিন্তু পারছি না। হেল্প মি…।।

    @joyraza: টিউনের নিছে লিখা আছে “প্রিয় টিউনসে যুক্ত কর” ওখানে ক্লিক করলেই টিউন টি আপনার প্রিয় টিউনের লিস্টে চলে যাবে

Level 0

ভাই, এমন একটি চমৎকার তথ্য প্রদানের জন্যে ধন্যবাদ। আমি চাই এই পোস্টটি প্রিয় টেকটুইনে সংরক্ষণ করতে, কিন্তু পারছি না। হেল্প মি এনি বডি…।

    @joyraza: টিউনের নিছে লিখা আছে “প্রিয় টিউনসে যুক্ত কর” ওখানে ক্লিক করলেই টিউন টি আপনার প্রিয় টিউনের লিস্টে চলে যাবে

@পাগলের ডাক্তার,
Complete recovery করতে product key চাই ,তাই আপনাকে mail পাঠিয়ে ছিলাম
৩ দিন আগে, কোন সাড়া না পেয়ে আবার লিখলাম , যদি product key আপনার কাছে থাকে ,তবে সবাই কে দয়া
করে দিয়ে দিন, আর না থাকলে দয়া করে এ ধরনের Tune আর করবেন না |

Level 0

Folder dhore recover korte pare -aie -dhoroner software dorker.

Level 0

@পাগলের ডাক্তার, bro আমি win 7 use করি … win 7 সেট আপ দেয়ার সময় আমার পুরো ডি D – drive টাই delete হয়ে গেছে। আমার সব software n data এই ড্রাইবে ছিল। আমার ড্রাইব কি recover করা যাবে? plz help………………….

Level 0

@pagoler.doctor: vai apnr mial kore dea vpn to ar kag korse na..kono upay thakle pls janan

Level 0

পাগলের ডাক্তার@ ভাই আপনার দেয়া vpn কাজ করসে না।আপডেট থাকলে প্লিস দেন।।
আমার মেইল [email protected]
amar onk upokar hobe