কেমন আছেন সবাই? আশা করি ভালো| আপনারা সবাই জানেন যে আগামী ২৬ তারিখ উইন্ডোজ ৮ অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে | অবশ্য এর আগে আপনারা
টিউনার মুশফিকুস সালেহীন এর টিউন হতে অফিসিয়াল রিলিজ এর ISO ফাইল টি পেয়ে গেছেন |তাদের মধ্যে যারা উইন্ডোজ ৮ প্রো ব্যবহার করছেন,এবং এখনো উইন্ডোজ এক্টিভেট করতে পারেন নি তাদের জন্য আছে সুসংবাদ |আপনারা
এখনি আপনার উইন্ডোজ ৮ টি সম্পূর্ণ ভাবে এক্টিভেট করতে পারবেন |আপনাকে মাইক্রোসফ্ট এর অফিস এ ফোন ও করতে হবেনা,আর এই ACTIVATION পুরোপুরি পার্মানেন্ট| কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই |
আমি প্রথমে বলে রাখছি এই এক্টিভেশন মেথড শুধুমাত্র উইন্ডোজ ৮ প্রো ব্যবহারকারীদের জন্য
WINDOWS 8 ENTERPRISE এডিশন এভাবে এক্টিভেট হবে না
- প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার উইন্ডোজ ৮ প্রো এর ISO/সেটআপ টি সম্পূর্ণ জেনুইন | মুশফিকুস সালেহীন,ওনার টিউন এর উইন্ডোজ ৮ প্রো এর ডাউনলোড লিংক সম্পূর্ণ জেনুইন |আপনি ওনার ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করতে পারেন, নেট থেকে হ্যাশ দেখে না নামলে ISO ফাইল তার মধ্যে অনেক প্রোবলেম থাকতে পারে,যা পরে উইন্ডোজ এক্টিভেশন এ সমস্যা করবে
- শুধুমাত্র NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4 এই কি দ্বারা উইন্ডোজ ৮ INSTALL করুন
- কম্পিউটার বুট নেওয়ার পরে আপনার কম্পিউটার এর টাইম জোন আপডেট করুন, time.windows.com এর সাথে সিঙ্ক করে
- কম্পিউটার এর ডেস্কটপ এ আসার পরে WINDOWS+X চাপুন
- লিখুন slmgr -skms 147.134.1.42:1688 | এন্টার দিন (এই KMS সার্ভার গুলো অনেক সময় কাজ করেনা |তাই আরো কিছু সার্ভার দিলাম=(deltaone.net:1688,kms4.mooo.com:1688 ,columbia.edu:1688,fourdeltaone.net:1688 )
- লিখুন slmgr.vbs -ato |এন্টার দিন
- এবার একটি activation মেসেজ আসবে যে আপনার প্রোডাক্ট টি activate হয়েছে(যদি এই মেসেজ না আসে তবে উপরের KMS সার্ভার গুলো একটার পর একটা ট্রাই করুন)
- এবার আপনার ইন্টারনেট কানেক্শান বন্ধ করুন
- WINDOWS+X চাপুন
- CONTROL PANEL সিলেক্ট করুন
- এবার কন্ট্রোল প্যানেল থেকে Get More Features with a new edition of Windows সিলেক্ট করুন
- আপনার যদি আগে থেকেই WINDOWS MEDIA CENTER থাকে তাহলে C7MCR-3R9N7-KX8YH-2X4QC-D668D অথবা GGKFW-TBH8R-H8R6B-NDT88-K2BRQ কি প্রবেশ করান
- যদি আপনার আগে থেকে WINDOWS MEDIA CENTER না থাকে তবে RR3BN-3YY9P-9D7FC-7J4YF-QGJXW কি প্রবেশ করান
- UPGRADE হওয়ার পরে নতুন করে Windows বুট নিবে
- খেয়াল রাখবেন যেন এখনো ইন্টারনেট কানেকশন বন্ধ থাকে
- এবার WINDOWS+X চাপুন
- এবার লিস্ট থেকে command prompt(ADMIN) সিলেক্ট করুন
- SLUI.EXE লিখে এন্টার দিন
- ACTIVATION উইন্ডো আসলে ACTIVATE BY PHONE সিলেক্ট করুন
- এবার লিস্ট থেকে বাংলাদেশ সিলেক্ট করুন
- এবার এ যে উইন্ডো আসবে তা থেকে Installation ID টা আপনি নোট করে রাখুন
- ACTIVATION Window টি কাটবেন না
এই স্টেপ টা শুধু যারা ফোন এক্টিভেশন ইউজ করতে চাননা তাদের জন্য
- http://7pmtech.com/ এ ইউজার সাইন আপ করুন
- এবার ফোরাম এ ঢুকে আপনার WINDOWS প্রো ভার্সন(৩২ অথবা ৬৪ বিট) উল্লেখ করে Installation ID দিন
- কিছুক্ষণ পরে আপনি CONFIRMATION ID পেয়ে যাবেন
- এবার CONFIRMATION ID ACTIVATION উইন্ডো তে বসিয়ে দিন
- ACTIVATION উইন্ডো এর ACTIVATE এ ক্লিক করুন
- WINDOWS রিবুট নিবে
আপনার উইন্ডোজ টি এক্টিভেট হয়ে গেছে! আপনি ডেস্কটপ এ ওয়াটারমার্ক ও আর দেখতে পাবেন না
আপনার উইন্ডোজ এক্টিভেট হওয়ার পর http://windows.microsoft.com/en-GB/windows-8/feature-packs লিংক থেকে আপনার প্রো আপগ্রেড কি কালেক্ট করুন |মিনিমাম-ম্যাক্সিমাম ২৪ ঘন্টা লাগে কি আসতে | কি পেলে WINDOWS+X চাপুন ,এবার লিস্ট থেকে command prompt(ADMIN) সিলেক্ট করুন, slmgr /ipk (আপনার মেইল এ পাওয়া কি) এন্টার দিন | আপনার উইন্ডোজ জেনুইন হয়ে যাবে| - ইন্টারনেট কানেকশন চালু করুন
- এবার এইখান থেকে আপনার ACTIVATION টি সেভ করে রাখার জন্য Advanced Tokens Manager v3.5 BETA 2 ডাউনলোড করুন
- জিপ ফাইল খুলে সফ্ট টি খুলে এক্টিভেশন ব্যাকআপ এ ক্লিক করে এক্টিভেশন টি সেভ করুন
- মনে রাখবেন জিপ খুলে যেখান থেকে Advanced Tokens Manager v3.5 BETA 2 চালু করবেন সেখানেই আপনার WINDOWS এর এক্টিভেশন ব্যাকআপ থাকবে
হয়ে গেল আপনার WINDOWS 8 এর এক্টিভেশন |এবার কোনো কারণে আপনার WINDOWS এর এক্টিভেশন চলে গেলে Advanced Tokens Manager v3.5 BETA 2 ও এক্টিভেশন ব্যাকআপ টি একই ফোল্ডার এ রেখে ব্যাকআপ রিস্টোর করুন
তাহলে আপনার WINDOWS টি আবার এক্টিভেট হয়ে যাবে
আপনি উইন্ডোজ ৮ প্রো উইথ মিডিয়া সেন্টার এ আপগ্রেড এর পর
http://windows.microsoft.com/en-GB/windows-8/feature-packs লিংক থেকে আপনার প্রো আপগ্রেড কি কালেক্ট করুন |মিনিমাম-ম্যাক্সিমাম ২৪ ঘন্টা লাগে কি আসতে | কি পেলে WINDOWS+X চাপুন ,এবার লিস্ট থেকে command prompt(ADMIN) সিলেক্ট করুন, slmgr /ipk (আপনার মেইল এ পাওয়া কি) এন্টার দিন | আপনার উইন্ডোজ জেনুইন হয়ে যাবে|
কোনো সমস্যা হলে জানাবেন
কেনজানি কাজ হলো না। 🙁