আসুন WINDOWS ৮ এক্টিভেট করি! ১০০% নিশ্চয়তা সহকারে!

 কেমন আছেন সবাই? আশা করি ভালো| আপনারা সবাই জানেন যে আগামী ২৬ তারিখ উইন্ডোজ ৮ অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে | অবশ্য এর আগে আপনারা

টিউনার মুশফিকুস সালেহীন এর টিউন হতে অফিসিয়াল রিলিজ এর ISO ফাইল টি পেয়ে গেছেন |তাদের মধ্যে যারা  উইন্ডোজ ৮ প্রো ব্যবহার করছেন,এবং এখনো  উইন্ডোজ এক্টিভেট করতে পারেন নি তাদের জন্য আছে সুসংবাদ |আপনারা

এখনি আপনার উইন্ডোজ ৮  টি সম্পূর্ণ ভাবে এক্টিভেট করতে পারবেন |আপনাকে মাইক্রোসফ্ট এর অফিস এ ফোন ও করতে হবেনা,আর এই ACTIVATION পুরোপুরি পার্মানেন্ট| কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই |

আমি প্রথমে বলে রাখছি এই এক্টিভেশন মেথড শুধুমাত্র উইন্ডোজ ৮ প্রো ব্যবহারকারীদের জন্য 
WINDOWS 8 ENTERPRISE এডিশন এভাবে এক্টিভেট হবে না 
  1. প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার উইন্ডোজ ৮ প্রো এর ISO/সেটআপ টি সম্পূর্ণ জেনুইন | মুশফিকুস সালেহীন,ওনার টিউন এর উইন্ডোজ ৮ প্রো এর ডাউনলোড লিংক সম্পূর্ণ জেনুইন |আপনি ওনার ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করতে পারেন, নেট থেকে হ্যাশ দেখে না নামলে ISO ফাইল তার মধ্যে অনেক প্রোবলেম থাকতে পারে,যা পরে উইন্ডোজ এক্টিভেশন এ সমস্যা করবে 

  2. শুধুমাত্র  NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4 এই কি দ্বারা উইন্ডোজ ৮ INSTALL করুন 

  3. কম্পিউটার বুট নেওয়ার পরে আপনার কম্পিউটার এর টাইম জোন আপডেট করুন, time.windows.com এর সাথে   সিঙ্ক করে

  4. কম্পিউটার এর ডেস্কটপ এ আসার পরে WINDOWS+X চাপুন

  5. লিখুন slmgr -skms 147.134.1.42:1688 | এন্টার দিন (এই KMS সার্ভার গুলো অনেক সময় কাজ করেনা |তাই আরো কিছু সার্ভার দিলাম=(deltaone.net:1688,kms4.mooo.com:1688 ,columbia.edu:1688,fourdeltaone.net:1688 )

  6. লিখুন slmgr.vbs -ato |এন্টার দিন

  7. এবার একটি activation মেসেজ আসবে যে আপনার প্রোডাক্ট টি activate হয়েছে(যদি এই মেসেজ না আসে তবে উপরের KMS সার্ভার গুলো একটার পর একটা ট্রাই করুন)

  8. এবার আপনার ইন্টারনেট কানেক্শান বন্ধ করুন

  9. WINDOWS+X চাপুন

  10. CONTROL PANEL সিলেক্ট করুন 

  11. এবার কন্ট্রোল প্যানেল থেকে Get More Features with a new edition of Windows  সিলেক্ট করুন

  12. আপনার যদি আগে থেকেই WINDOWS MEDIA CENTER থাকে তাহলে C7MCR-3R9N7-KX8YH-2X4QC-D668D অথবা GGKFW-TBH8R-H8R6B-NDT88-K2BRQ কি প্রবেশ করান

  13. যদি আপনার আগে থেকে WINDOWS MEDIA CENTER না থাকে তবে RR3BN-3YY9P-9D7FC-7J4YF-QGJXW কি প্রবেশ করান

  14. UPGRADE হওয়ার পরে নতুন করে Windows বুট নিবে

  15. খেয়াল রাখবেন যেন এখনো ইন্টারনেট কানেকশন বন্ধ থাকে

  16. এবার WINDOWS+X চাপুন

  17. এবার লিস্ট থেকে command prompt(ADMIN) সিলেক্ট করুন

  18. SLUI.EXE লিখে এন্টার দিন

  19. ACTIVATION উইন্ডো আসলে ACTIVATE BY PHONE সিলেক্ট করুন

  20. এবার লিস্ট থেকে বাংলাদেশ সিলেক্ট করুন

  21. এবার এ যে উইন্ডো আসবে তা থেকে Installation ID টা আপনি নোট করে রাখুন

  22. ACTIVATION Window টি কাটবেন না 
      এই স্টেপ টা শুধু যারা ফোন এক্টিভেশন ইউজ করতে চাননা তাদের জন্য

  1.  http://7pmtech.com/ এ ইউজার সাইন আপ করুন 

  2. এবার ফোরাম এ ঢুকে আপনার WINDOWS প্রো ভার্সন(৩২ অথবা ৬৪ বিট) উল্লেখ করে Installation ID দিন

  3. কিছুক্ষণ পরে আপনি CONFIRMATION ID পেয়ে যাবেন 

  4. এবার CONFIRMATION ID ACTIVATION উইন্ডো তে বসিয়ে দিন

  5. ACTIVATION উইন্ডো এর ACTIVATE এ ক্লিক করুন 

  6. WINDOWS রিবুট নিবে
           আর যদি আপনি ফোন করে এক্টিভেট করতে চান তাহলে https://www.techtunes.io/internet/tune-id/১৬০০৬২ দেখতে পারেন

আপনার উইন্ডোজ টি এক্টিভেট হয়ে গেছে! আপনি ডেস্কটপ এ ওয়াটারমার্ক ও আর দেখতে পাবেন না
আপনার উইন্ডোজ এক্টিভেট হওয়ার পর http://windows.microsoft.com/en-GB/windows-8/feature-packs লিংক থেকে আপনার প্রো আপগ্রেড কি কালেক্ট করুন |মিনিমাম-ম্যাক্সিমাম ২৪ ঘন্টা লাগে কি আসতে | কি পেলে WINDOWS+X চাপুন ,এবার লিস্ট থেকে command prompt(ADMIN) সিলেক্ট করুন, slmgr /ipk (আপনার মেইল এ পাওয়া কি) এন্টার দিন | আপনার উইন্ডোজ জেনুইন হয়ে যাবে|
  1. ইন্টারনেট কানেকশন চালু করুন 

  2. এবার এইখান থেকে আপনার ACTIVATION টি সেভ করে রাখার জন্য Advanced Tokens Manager v3.5 BETA 2 ডাউনলোড করুন

  3. জিপ ফাইল খুলে সফ্ট টি খুলে এক্টিভেশন ব্যাকআপ এ ক্লিক করে এক্টিভেশন টি সেভ করুন

  4. মনে রাখবেন জিপ খুলে যেখান থেকে Advanced Tokens Manager v3.5 BETA 2 চালু করবেন সেখানেই আপনার WINDOWS এর এক্টিভেশন ব্যাকআপ থাকবে
হয়ে গেল আপনার WINDOWS 8 এর এক্টিভেশন |এবার কোনো কারণে আপনার WINDOWS এর এক্টিভেশন চলে গেলে Advanced Tokens Manager v3.5 BETA 2 ও  এক্টিভেশন ব্যাকআপ টি একই ফোল্ডার এ রেখে ব্যাকআপ রিস্টোর করুন
তাহলে আপনার WINDOWS টি আবার এক্টিভেট হয়ে যাবে
আপনি উইন্ডোজ ৮ প্রো উইথ মিডিয়া সেন্টার এ আপগ্রেড এর পর http://windows.microsoft.com/en-GB/windows-8/feature-packs লিংক থেকে আপনার প্রো আপগ্রেড কি কালেক্ট করুন |মিনিমাম-ম্যাক্সিমাম ২৪ ঘন্টা লাগে কি আসতে | কি পেলে WINDOWS+X চাপুন ,এবার লিস্ট থেকে command prompt(ADMIN) সিলেক্ট করুন, slmgr /ipk (আপনার মেইল এ পাওয়া কি) এন্টার দিন | আপনার উইন্ডোজ জেনুইন হয়ে যাবে|
কোনো সমস্যা হলে জানাবেন

Level New

আমি Imdadul Haque Munna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেনজানি কাজ হলো না। 🙁

Level 0

WINDOWS ৮ প্রো DVD Disk এ পাওয়া যাবে?

vai windows 7 use kori. kivabe windows7 activate korbo ? plz aktu help koren…

nice tune, ami windows XP (sp2) use kori, ami graphics er kaz kori to tai….. tar por oo jodi windows 8 kokhono install kori tahole apnar pontha obolombon korbo…… thanks for you tune……

এত ঝামেলা করার কি দরকার।জারা উইন্ডোজ ৮ ইন্সটল করে ফেলেছেন তারা ১৮০ দিনের জন্যএকটিভ করে নিন ,৬ মাস পর মুদির দোকানে ও key পাবেন।
১ মিনিতে ১৮০ দিনের জন্য জানালা খুলুন।
INSTRUCTIONS:
1) Run CMD (as admin)
2) Type this :

slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4 (press enter)
slmgr -skms 147.134.1.42:1688 (press enter)
slmgr.vbs -ato (press enter)
রেফেরেন্স লিঙ্ক http://7pmtech.com/topic/2189-activate-win8-via-kms-working-25-oct-2012-updated/

    @মুরাদ: 180 dinr jonno activate korle ki apnar desktop e watermark jabe

    @মুরাদ: apnar o amar kms server ekoy

    @মুরাদ: ভাই আপনার পদ্ধতিটাতো অনেক সহজ আর কাজও হয়ে গেলো অনেক অনেক অনেক অনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেক ধন্যবাদ।
    বিঃ দ্রঃ ভাই অফিস 2013 ব্যবহার করছি কিন্তু এ্যাকটিভেট করার কোন উপায় জানা নাই । কেউ কি একটু সাহায্য করবেন এই ব্যাপারে।

    @মুরাদ: ভাইজান slmgr -skms 147.134.1.42:1688 লিখে ইন্টার দিলে Error: 500 Variable is undefined (Mrcrosoft VBScript runtime error)
    এই মেসেজ দেখায় কি করব বলুন।

Level 2

নাহ! আমি বেশি খাওয়া পাবলিক। রুট না করতে পারলে এ্যন্ড্রয়েড নিয়া লাভ নাই। ফ্রন্ট ক্যামেরা ছাড়া ৩জি ভিডিও কল করার মতো সেটের ডিজাইন করল কোন জনা?

Level 2

সরি আমার আগের কমেন্টটা ভুল বশতঃ এখানে পোস্ট করে দিয়েছি!

vai ami shob korechi but 7pmtech site a sign up korar por forum e gie ki comment er madhdhome key chaite hobe? ki korte hobe ektu bujhie bolben. Please Please Please.Waiting for your reply……

Windows 8 release preview ………. আপডেটসহ একটিভেট করার উপায় কি ? plz ! Help …………. ?

Level 2

Windows 8 Pro 64bit OS ta keu highly (50MB er moddhe) compress kore techtunes e upload korben? Tahole Ami & Amar moto Dial-Up connection use kora bondhura khub upokrito hoto…….. 50 MB er moddhye size hole 20Kbps speed e 2-3 Hrs er moddhye download kore use korte partam…. Plzzzzzzzzzzzz

Level 0

I’ve activated but the water mark “Windows 8 Pro with Media Center Build 9200” has not yet removed… Help pls.

NB: …though I’ve restarted my pc. I can personalize. Methinks all is okay but water mark…?

Level 0

Ar vai, onek dhonnobad

slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4 (press enter)
slmgr -skms 147.134.1.42:1688 (press enter)
slmgr.vbs -ato (press enter)

এই কাজ গুলো করার সময় কি নেট connection রাখা লাগবে নাকি disconnect রাখা লাগবে?

উইন্ডোস-৮ প্রপেশন্যাল হাইলি কমপ্রেসেস আছে কারো কাছে?
দরকার আমার। বাংলালিংক দিয়েতো এতো বড় ফাইল ডাউনলোড দেয়া সম্ভব না।

স্টেপ ২ এর INSTALLATION ID: 3375515 2134446 6995713 0732611 1578444 9253376 5060300 6317254 0855280

confirmation ID টা একটু জানালে উপকৃ্ত হতাম।

কষ্ট করে এ দূটো দিয়ে ট্রাই করে দেখবেন আবার……

5518531 8252332 2780133 1338402 7137176 9370126 6418174 1743151 2436644

2947222 3458240 5790303 8092955 5898382 0548084 1123531 4574220 2201362

apni kun key use korechen,ar apnar windows version ki pro naki enterprise

vai slui.exe run hoyna to !
ki korbo ?