গতকাল একটি সফটওয়ার আনইন্সটল করে কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পর দেখলাম আমার কম্পিউটারের একটি ড্রাইভ থেকে কিছু ফাইল উধাও হয়ে গেছে। এবং কিছু ফাইল ঠিক ঠাক মতই আছে এবং যে ফাইল গুলি রয়েছে শুধু সেই ফাইল গুলির দখল করা যায়গা ব্যবহার হচ্ছে।
তাই আর কি করা ভাল একটি ফাইল রিকভার করার সফটওয়ার খুজতে শুরু করলাম এবং অনেক খোজাখুজির পর একটি সফটওয়ার পেলাম নাম Recuva. সফটওয়ারটির পাব্লিশার Piriform.com তার মানে CCleaner এর পাব্লিশার।
ডাউনলোড করলাম (মাত্র ২.৭৭ এম.বি) ইন্সটল করার তারপর রান করলাম।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
apnar tune bojha jai ni.apni ki file or hdd recoveryr kotha bolsen,then use esus data recovery wizard