আপনার বাজেটের ভিতরে গেমিং পিসির কনফিগারেশন!

আসসালামুয়ালাইকুম!

কম্পিউটারে গেম খেলার মজাই আলাদা। আমরা অনেকেই সুধু গেম খেলার জন্য পিসি কেনার জন্য ফ্যামিলিতে আবদার করে থাকি। ভাল মানের একটি গেমিং পিসির জন্য ৬০,০০০ থেকে ১,৫৬,৫০০ টাকা পর্যন্ত দামের বিভিন্ন  কনফিগারেশনের পিসি বি.সি.এস. কম্পিউটার সিটি (আই.ডি.বি) তে পাবেন, যা অনেকেরই নাগালের বাইরে।

কিন্তু মিডিয়াম কনফিগারেশন গেমিং গুলর যে দাম  তা শুনে হয়ত দোকানদারের কথায় আর বাজেটের দিকে চিন্তা করে শেষ পর্যন্ত বিল্টইন গ্রাফিক্সএর পিসি কেনা হয়। কিন্তু বিল্টইন গ্রাফিক্স এ কি আর নতুন গেম চলে। শেষে নিজের উপর মেজাজ খারাপ হয়। আপনার পিসি কেনার বাজেট যদি হয় ৪৫,০০০ হাজার টাকা হয় তাহলে এই টিউনে আপনাকে দেখাব কিভাবে এই বাজেটে বর্তমানের লেটেস্ট সব গেম খেলার উপযোগী গেমিং পিসির কনফিগারেশন তৈরি করবেন।

Processor: 2nd Generation Core i3 – 2100 3.10Ghz 10,400tk

Motherboard: Gigabyte GA-H61M-S2PV 5,200tk

RAM: Transcend 4 GB DDR3 1333BUS 2,000tk

HDD: Hitachi 500GB SATA 6,000tk

ODD: Asus 22x DVD RW 1,800tk

GPU: MSI 2GB N520GT-D3/Gigabyte GTX430 2GB DDR3/Sapphire HD6450 2GB DDR3 5,100tk

Casing: Delux MF 432 ATX/ MG 432 ATX 3,200tk

Keyboard & Mouse: A4tech 1,000tk

Sound System: Microlab 2.1 1,900tk

আমাদের দেশে বেশীরভাগ ক্রেতা পিসি কেনার সময় কেসিং কে প্রাধান্য দেয় না। কিন্তু কেসিং এর ভিতরে পাওয়ার সাপ্লাই থাকে বলে ভাল মানের কেসিং গুরুত্বপূর্ণ বিষয়। বাজারে চাইনিজ কেসিঙে ভরপুর এর ভিতর Tharmaltake এক মাত্র ভাল অরিজিনাল কেসিং কিন্তু এর ভিতরে পাওয়ার সাপ্লাই দেয়া থাকে না। অন্যান্য গুলর ভিতরে Delux সবচেয়ে ভাল, এতেই একমাত্র ভাল বিল্টইন পাওয়ার সাপ্লাই রয়েছে। তাই আপনাকে কস্ট করে পাওয়ার সাপ্লাই কিনতে হবে না।

সবশেষে আসি মনিটরে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মনিটরের ব্রান্ড Samsung. দোকানদার এটিরর গুনাগুন ও চাইনিজ আর মালাইশিয়ান মানুফ্যাকচারারের কথা বলে আপনার মাথা গুলিয়ে দিবে। কিন্তু দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি বিপুল জনপ্রিয়তার কারনে বাজারে নকল Samsung মনিটরে ভরে গেছে। বিকল্প হিসাবে ৮,১০০ টাকার ভিতরে 18’5” Acer, LG ব্রান্ডের মনিটর পাবেন। Acer, LG দুটি ব্রান্ডের রয়েছে অসাধারন ডিজাইনও সুপার স্লিম সিরিজের মনিটর। এছাড়াও আর ৫০০/৬০০ টাকা খরচ করে DellHP ব্রান্ডের মনিটর পাবেন। এই দুটি ব্রান্ডের মনিটর আহামরি কোন এক্সট্রা ফিচার নেই মূলত কর্পোরেট অফিস মার্কেট টার্গেট করে বানান বলে দাম বেশি। (এর চেয়ে বড় মনিটর নিলে এই কনফিগারেশনে পিসিতে মনিটরের হাই রেজুলেসনের কারনে লোড পরবে তাই ভাল গেমিং পারফরমেন্স পাবেন না।)

তো Total 44,700!!! টাকায় আপনার গেমিং পিসি Complete!!! এই কনফিগারেশনে লেটেস্ট সব গেম যেমন Assasasins Cread 3, GTA 4, Battlefield 3, NFS The Run  মিডিয়াম সেটিংস এ ভালভাবেই খেলতে পারবেন।

*এই মাসের মার্কেট প্রাইস অনুসারে  কনফিগারেশন করা হয়েছে, তাই মুল্য ওঠানাম জনিত কারনে আরও ৫০০টাকা কম বেশী হতে পারে।

** কম্পিউটার আসেম্বেলিং করতে জানলে আরও ১,০০০ টাকা সেভ করতে পারবেন।

Level 0

আমি iamnayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vi amar same pc but simulator game khalte gale kemon jeno slow hoia jai….
but apni j agp car ar kotha lakcen oita nai r ki……….

    Level 0

    @Nahid Talukdar: বিল্টইন গ্রাফিক্সে গেম অনেক স্লও চলে, এর নতুন গেম গুলত গ্রাফিক্স কার্ড ছাড়া খেলতেই পারবেন না।

Level 0

Good Tune

Level 0

একদম ফালতু পোস্ট। এই costly configuration এর জন্য কারও বুদ্ধি নেয়ার প্রয়োজন নাই। এটা কোনো ভাবেই বাজেটের ভেতরে নেই।
১৫,০০০ টাকার মধ্যে Gaming PC বানাতে পারলে তবেই না বাজেটের ভেতর হল।

    @saifeb2007: তাইলে আপনি নিজেই পিসি বানিয়ে সাপাল্লাই দেন.গেম খেলবেন আবার 15000 টাকার ভেতরে পিসি ও চাইবেন এই অভ্যাস গুলো হচ্ছে ফকিরের.কারো টিউন ফালতু বলার আগে নিজে কয়টা টিউন করেছেন.আর বাজারে গিয়ে একটু সেন্ডেল ক্ষয় করে পিসি সম্পর্কে ধারনা নিন

      Level 0

      @জাহিদুল কবির রিশাদ: গত ৬ বছরে আমি ৩ টি computer service center-এ কাজ করেছি। এর মধ্যে একটি gaming zone। Who do you thinl I am?

        Level 0

        @saifeb2007: ar ak ta Pabna Mental computer service center & Pabna Mental gaming zone. 15,000tk dia pc apnar comment poray buja jay pc market sompor k apnar kono idea nai :p

          Level 0

          @iamnayem: Brand New, warranty সহ নিচের configuration এ এখনকার প্রায় সব game smooth চলে (৩২ হাজার টাকা)

          Processor – AMD Phenom-II Black–>> 8,100Tk. (7MB cash memory)
          Main Board – MSI 760GM-P21->>4,600Tk. (Onboard ATI Radeon 3000)
          RAM- DDR3—2GB—————->>1,000Tk.
          HDD- SATA—-500GB————>>5,600Tk.
          ODD- Asus 22x DVD RW———->> 1,800Tk.
          Casing- ATX-550W Extrem——->>2,000Tk. (দাম ১,৫০০ থেকে ২,০০০। আমি বেশি টাই ধরলাম)
          Mouse+Keyboard—-A4 tech—->>900Tk.
          Head Phone—Cosonic———–>>400Tk.
          Monitor—-18.5 LED———–~~~7,200Tk.
          Total—————————->>>>>31,600Tk.

          এই দাম Ryan’s Computers থেকে নেয়া।
          প্রয়োজন হলে Ryan’s Computers এর web site http://www.ryanscomputers.com এ গিয়ে details দেখুন।
          N:B: intel Core i3 এর cash memory 3MB, AMD এর 7MB
          Onboard ATI Radeon 3000 এর কারনে GPU ছাড়াই এখনকার প্রাই সব Game smoothly চলে।

          কি ভাই? আপনার চেয়ে ১২ হাজার টাকা কমে Gaming PC হয়েছে?
          আর যদি Elephant road থেকে non warranty product নেন তবে…………………………।

    Level 0

    @saifeb2007: রaighট

    Level New

    @saifeb2007: Akta valo mobile ar dam 15000<

amar pc er configuration holo
processor Pentium 4 3ghz
ram 2gb
hard disk 500gb
motherboard biostar ddr3
monitor 19″
graphics card built in.

atate akhon ki ki lagale ami latest game guli valo moto khelte parbo and tar jonno khoroch koto porbe?

ভাই আমার পিসির configuration হল
Intel Pentium Dual Core E5200 2.5 GHZ, 2MB L2 cache
2GB DDR2 RAM 800MHZ
2GB Saphire Radeon HD 6670 Graphics Card
Windows 7
.কয়েকদিন আগে ৭১০০ টাকা দিয়ে 2GB Saphire Radeon HD 6670 Graphics Card কিনলাম কিন্তু game আটকে যায়। ঠিক smooth হয় না। Call of Duty Modern Warfare+Mafia+Left 4 Dead ভালো চলে কিন্তু NFS Hot Persuit (2010) আটকে যায়। কি করা যায়…কারো কি কোন আইডিয়া আছে। processor আপগ্রেড করে Core I3 নিলে বিশেষ সুবিধা হবে? নাকি Ram বাড়িয়ে DDR3 নিবো?

আমার পিসির কনফিগারেশন PENTIUM 4..1.70 GHZ.512 RAM.250 HDD..ESONIC MOTHER BOARD=2100 TK.এখন পর্যন্ত সব গেমস খেলেছি ।যেমনঃNFS SERIES ALL GAMES,GTA ALL GAMES.

onek sundor tune. Apnake dhonnobad. Amar sob config valoi ase but graphics card nai, MSI 2GB N520GT-D3/Gigabyte GTX430 2GB DDR3/Sapphire HD6450 2GB DDR3, je kono akta jodi kini tahole ki power supply kinte hobe? Amar power supply normal. R jodi power supply kintei hoy tahole koto WATT er ta kinbo & price koto porbe. kinndly aktu janaben. Thank you.

    Level 0

    @faisaaal007: Normal casing thaklay PSU kintay hobe, PSU 550Wt kinlay better tahole vobissote kono problem hobena price 5,000tk, valo casing thaklay MSI 2GB N520GT-D3/Gigabyte GTX430 2GB DDR3/Sapphire HD6450 2GB DDR3 PSU lagena.

Level 0

আমি একটা GPU কিনতে যাচ্ছি , আমি GPU সম্পর্কে তেমন কিছু জানিনা ।তাই expart দের পরামর্শ চাই।

N.B. Gigabyte GTX430 এই model এর কোন GPU নাই। এবং GTX এর কোন GPU ৫-৬ এর মধ্যে নাই।

    Level 0

    @Phenix: GPU mane Graphics Prossessing Unit or Graphics Card. Gigabyte GTX430 ami Rayns Computer a dekhsilam 5,200 tk

thanks for the tunes…..

bro,amar Desktop er jonno LED monitor kinte chai about 10000taka(2000 taka can be added jodi bisehs kichu feature pawa jai).Amar GPU ATI Sapphire 4350 HD DDR1 gb.ami future hoyto notun mid level gaming cpu kinbo tai shevabe recommand korben.ami chai shetate jeno HD video support(3d thakle to aro valo),16inch amar jonno enough,ami temon game kono resolution bariye ba kono tweak kori na.normally use kori.Amake akti monitor recommand korben asha kori.THANKSSSSSSSSSSSSSSS

    Level 0

    @cool.dx.rip: apnar Pura Configaration din, Ami Acer 24′ LED use kore n valo perform pai. Acer monitor gula 21′ akta kinte paren. amar dekha IDB te sobche slim monitor acer er, ektu market ghure neje ponno dheke kinun. dokandar der chapabaji mathay niben na.

Level 0

হুম, Gigabyte GTX430 পাওয়া জেতে পারে। কিন্তু আমি এই link এ পাই নাই…
http://bd.gigabyte.com/products/list.aspx?s=43&p=52,53@53@53,62&v=1,8@1@2,13#3

Level 0

আপনি এখন কোন monitor use করেন? @ cool.dx.rip

Level 0

প্রফেসনাল টিউন করেসেন ভাই!
তবে আমি একটু অ্যাড করতে চাই
2 GB DDR3 থেকে 1 GB DDR5 এ পেরফরমেন্স ভাল পাওয়া যাবে
প্রবলেম হল ,DDR5 কার্ড এর দাম একটু বেশি
তারপর ও আমি recommend করব অন্য যায়গা থেকে কাট ছাট করে হলেও 1 GB DDR5 নেয়া উচিত
saphire HD6670 1GB DDR5 টা ভাল
দামঃ ৮২০০ টাকা

    Level 0

    @saifeb2007: vai oita 7MB L3 Cash Memory r Core i3 te 3 MB L2, Cash Memory sompork apnar kono idea asay? Processor a L3 joto besethak na keno L2 & L1 Cash Memory asol. L1 memory aro choto hoy bole ullekh kora hoy na. R bultin Ati 3000 kono latest game ar minimum recomandation er vitor poray na. O built in a 2012 saler ekta game o khlte parben na.

    Level 0

    @keygen365: ai config. er pc te কাট ছাট korle valo parform. paben na. ami amon ekti confi. disi jetate লেটেস্ট সব গেম যেমন Assasasins Cread 3, GTA 4, Battlefield 3, NFS The Run মিডিয়াম সেটিংস এ ভালভাবেই খেলতে পারবেন। abong high perform. paben.

    Level New

    @keygen365:
    saphire HD6670 1GB DDR5 8200/=
    এটা কোথায় available আসে জানাবেন প্লিজ ।

Level New

আমার পিসি টা ২ বছর এর পুরানো conf:
intel core i5 2300 2.8GHz 6MB cash may be(second generation)
gigabyte UD2H(intel H67)
HDD:500 GB(Hitachi)
Ram 4 GB
vision casing 450W
no GPU
আমার পিসিটা তে GPU দিবো।কোন টা ভাল হবে।
আমি GTA 4, Battlefield 3, NFS The Run and all latest coming games in 2013 to 2020 smoothly খেলতে চাই.idea দিবেন প্লিজ।
আমি কি vision casing 450W change করবো?
কিছু বলেন। আমার পূর্ণ বাজেট ৮৫০০/=।

    Level 0

    @S.m.al-razi: PSU change korte hobe Tharmaltake Original 450WT 4,500tk apnar bajeter sathay 3,500tk adkorte parle valo hobe.

      Level New

      @iamnayem:
      i will
      now budget 13500/=
      1.pc repair =1000/=
      2. Tharmaltake Original 450WT 4,500/=
      3.GPU 1 GB DDR 5 / 2 GB DDR 3 ????????
      nvidia/Radeon ?????
      gigabyte/ Sapphire/MSI?????
      please Reply

        Level 0

        @S.m.al-razi: @S.m.al-razi: 1 GB DDR 5 niben, r budget er vitor jeta pore ekta nvidia r ekta Radeon select korben, then google a dutar compair korben ba reting dekhben. Radeon hole Gigabyte neben r Nvidia hole MSI er ta niben.

Level New

দোকানে জীবনে ও pc ঠিক করাই নাই ।কি ভাবে pc ঠিক করায় জানা দর কার ছিলো।বন্ধুরা বলে ঠিক করতে জাইয়া পার্স নাকি change করে?
২০০ টাকার কাজ করাইয়া নাকি ২০০০ টাকা চায়?
ওয়ারান্টি পার্স লাগাইতে ২ মাস টাইম নেয়।তা ও ঠিক হয় না?
এই সব থাকি সত্যি ?
আপনার জানা কোন ভাল দোকান আছে ?
laptop and Desktop ঠিক করাব।
laptop টা আমার না তাই conf জানি না।
Desktop টা আমার।
conf উপরে দেওয়া আছে।
problem ::
আগে সব গেম low setting এ smoothly চলতো। যেমনঃMW3,Farcry2,Dark sector,fifa12,crisis2,Assasasins Cread all series,singularity etc.
এখন fifa10 low setting এ আটকায়।হটা ৎ monitor black হয় আর পিসি বন্ধ হয় মাত্র ১ সেকেন্ড এ।
আবার পিসি চালু করলে monitor এর বামে সাদা দাগ থাকে ।বাকি সব black।পিসি চালু থাকে ৫ সেকেন্ড আবার
বন্ধ।
১ ঘণ্টা পরে চালু করলে চলে কিন্তু গেম চালু করলে আবার একই অবস্থা।আমি এক টু cinema4D,After effectcs4,
autodesk 3ds এ কাজ করি।তাতে ও এ কই প্রবলেম।
আমার windows 7 ultimate ,32bit,monitor view sonic,dvd writer sumsung যা আগে বলা হয়নি।
আমি আপনের কথা শুনে ই এলিফেন্ড রোড এ যাবো।তার আগে না।
প্লিগ Reply…………………………..

    Level 0

    @S.m.al-razi: @S.m.al-razi: IDB te Rayns Computer sobcheye boro and bissosto protistan, okhane jogajog korle 500 theke 1000takay PC thik korate parben.

      @iamnayem: আমি আমার (DDR2) PC-তে Gigabyte GTX430 2GB DDR3 যদি লাগাই তবে কি গেম গুলো খেলা যাবে? (DDR2 তে DDR3 লাগান যায়?) উপরে PC Config.দেওয়া আছে।

Level New

many many Thanks.

আমার PC-র Config..
OS: Windows 7® (32bits)
Processor: Pentium(R) Dual-Core CPU @ 2.80GHz,, 2 Core(s)
RAM: 4 GB
GPU: Intel(R) G41 Express Chipset (Microsoft Corporation – WDDM 1.1) (PS3.0/VS3.0)
DirectX Support: 10.0
Shader Model: 4.0
VRAM:128 MB
Sound Card: Realtek High Definition Audio(Microsoft Corporetion)
Hard Drive: 1 TB
Peripherals Supported: Keyboard, mouse, optional controller(Joystic)
(DDR2)
এর সাথে যদি আমি 3000-3500 টাকার মধ্যে কোনও Graphics card লাগাই তবে কি Assasasins Cread 3, GTA 4, Battlefield 3, NFS The Run এইরকম গেম খেলা যাবে?
নয়তো আমার PC তে কোন Graphics card লাগালে গেম গুল ভাল খেলা যাবে? Please Replay করুন…!

    Level New

    @Crazy_SOPNIL:
    রাত ১২ টা বা সকাল ৮ টায় উত্তর পাবেন।

    Level 0

    @Crazy_SOPNIL: minimum requarment a kelte parben, CPU Upgrade korle valo hobe.

Level New

ভাই দোকানে কি Processor ও GPU overclock করানো জায়?
service charge কতো নিবে?
Processor ও GPU overclock করলে কি লাভ হয় ?

    Level 0

    @S.m.al-razi: কম্পিউটার মানুফাকচারার দের মতে overclocking করলে আপনি ওয়ারেন্টি কন্ডিশন ব্রেক করবেন। Processor ও GPU overclock করতে অনেক পাওয়ার সাপ্লাই ও ওয়াটার কুলিং ইউনিট লাগে। কিন্তু Processor ও GPU overclock করলে আপনি কম্পিউটার থেকে দ্বিগুণ পারফরমেন্স পাবেন। বাংলাদেশে আজ পর্যন্ত কেউ overclocking করেছে বলে আমার জানা নাই। কারন আমাদের দেশে এখন পর্যন্ত ভাল কুলিং সিস্টেম পাওয়াজায় না। IDB তে UCC তে যে সব ফ্যান পাওয়াজায় অগুলা দিয়া overclocking সম্ভব না।

    Level 0

    @S.m.al-razi: @S.m.al-razi: কম্পিউটার মানুফাকচারার দের মতে overclocking করলে আপনি ওয়ারেন্টি কন্ডিশন ব্রেক করবেন। Processor ও GPU overclock করতে অনেক পাওয়ার সাপ্লাই ও ওয়াটার কুলিং ইউনিট লাগে। কিন্তু Processor ও GPU overclock করলে আপনি কম্পিউটার থেকে দ্বিগুণ পারফরমেন্স পাবেন। বাংলাদেশে আজ পর্যন্ত কেউ overclocking করেছে বলে আমার জানা নাই। কারন আমাদের দেশে এখন পর্যন্ত ভাল কুলিং সিস্টেম পাওয়াজায় না। IDB তে UCC তে যে সব ফ্যান পাওয়াজায় অগুলা দিয়া overclocking সম্ভব না।

Level New

ভাই আবার বিরক্ত করলাম ।একটা প্রশ্ন
64bit win 7 ultimate এ কি 32bit এর সব game /software চলবে ?
আমি নতুন game /software গুলর কথা বলছি।

Level New

NGT4401GQI 1 GB DDR 5
http://www.superior-bd.com/product_detail.php?id=22

6800/=
এটার price টা ভাল।কিন্তু আমি জানিনা এটা কি GTX 440 1 GB DDR 5?
এটার মান কি saphire HD6670 1GB DDR5 এর মত নাকি ভাল?
এর সম মান এর কয়েকটা GPU নাম বলেন ?
প্লিজ!!!!!!!!

Level 0

N630GT-MD2GD3 810MHz Core / 1000MHz Memory 2GB DDR3 বাঁজারে লেটেস্ত একটা কার্ড Tk. 6,700.00

Level New

Thanks.

Level New

আজ পর্যন্ত কেঊ পিসি con: লেখার সময় UPS এর সম্পর্কে লেখেনা।ভাই এটা না থাকলে তো অনেক সমস্যা হ্য় তাই না?।নাকি কোন সমস্যা নাই?
আমার UPS টা নষ্ট হইছে।সব সময় চলে কিন্তু কারেন্ট গেলে ধপ করে বন্ধ হ্য।মনে হয় battery গেছে।battery এর দাম টা কেমন হবে?
Ups name :Star
2 years warranty(time out)
model:UPS-650VS
INPUT:220V
OUTPUT:220V
PRICE:2200/=

PLEASE BATTERY এর দাম টা বলেন ?

Level 0

অনেক UPS দেখেছি ও উইজ করেছি বাংলাদেশে সবচেয়ে ভাল UPS হল Global Brand Pvt. Ltd এর Power Gurd. 2,650tk

Level New

thanks

Level New

4 GB DDR3-1333 +2 GB DDR3-1600 eki pc te chollbe?

Level 0

চলবে কিন্তু তখন 2 GB DDR3-1600, 2 GB DDR3-1333 এর মত কাজ করবে। সো ইউজ না করাই ভাল।

Level 0

vai nice post..onk vhalo hoyse

bro,amar Desktop er jonno LED monitor kinte chai about 10000taka(2000 taka can be added jodi bisehs kichu feature pawa jai).Amar GPU ATI Sapphire 4350 HD DDR1 gb.ami future hoyto notun mid level gaming cpu kinbo tai shevabe recommand korben.ami chai shetate jeno HD video support(3d thakle to aro valo),16inch amar jonno enough,ami temon game kono resolution bariye ba kono tweak kori na.normally use kori.Amake akti monitor recommand korben asha kori.THANKSSSSSSSSSSSSSSS
Amar pura config holo:
Ram 1 GB ddr2
HDD 160GB
Motherboard Biostar g37m7te
Processor Intel dual core 2.5Ghz
GPU ATI 4350 HD 1Gb
Thanksssssssssss

    Level 0

    @cool.dx.rip: Acer বা LG কিনতে পারেন, কারণ Samsung ভাল হলেও আসল নকল চিনার উপায় নাই এমনকি UCC থেকে আমার এক ফ্রেন্ড নকল Samsung পেয়েছে। অগুলর রেজুলেসন অনেক বাজে। আমি নিজে Acer ২৪ ইঞ্চি এলইডি ইউজ করি। এবং ২ বছরে এখন পর্যন্ত কোন প্রবলেম করে নাই। তাই আমি Acer রিকম্যান্ড করব।