আসসালামুয়ালাইকুম!
কম্পিউটারে গেম খেলার মজাই আলাদা। আমরা অনেকেই সুধু গেম খেলার জন্য পিসি কেনার জন্য ফ্যামিলিতে আবদার করে থাকি। ভাল মানের একটি গেমিং পিসির জন্য ৬০,০০০ থেকে ১,৫৬,৫০০ টাকা পর্যন্ত দামের বিভিন্ন কনফিগারেশনের পিসি বি.সি.এস. কম্পিউটার সিটি (আই.ডি.বি) তে পাবেন, যা অনেকেরই নাগালের বাইরে।
কিন্তু মিডিয়াম কনফিগারেশন গেমিং গুলর যে দাম তা শুনে হয়ত দোকানদারের কথায় আর বাজেটের দিকে চিন্তা করে শেষ পর্যন্ত বিল্টইন গ্রাফিক্সএর পিসি কেনা হয়। কিন্তু বিল্টইন গ্রাফিক্স এ কি আর নতুন গেম চলে। শেষে নিজের উপর মেজাজ খারাপ হয়। আপনার পিসি কেনার বাজেট যদি হয় ৪৫,০০০ হাজার টাকা হয় তাহলে এই টিউনে আপনাকে দেখাব কিভাবে এই বাজেটে বর্তমানের লেটেস্ট সব গেম খেলার উপযোগী গেমিং পিসির কনফিগারেশন তৈরি করবেন।
Processor: 2nd Generation Core i3 – 2100 3.10Ghz 10,400tk
Motherboard: Gigabyte GA-H61M-S2PV 5,200tk
RAM: Transcend 4 GB DDR3 1333BUS 2,000tk
HDD: Hitachi 500GB SATA 6,000tk
ODD: Asus 22x DVD RW 1,800tk
GPU: MSI 2GB N520GT-D3/Gigabyte GTX430 2GB DDR3/Sapphire HD6450 2GB DDR3 5,100tk
Casing: Delux MF 432 ATX/ MG 432 ATX 3,200tk
Keyboard & Mouse: A4tech 1,000tk
Sound System: Microlab 2.1 1,900tk
আমাদের দেশে বেশীরভাগ ক্রেতা পিসি কেনার সময় কেসিং কে প্রাধান্য দেয় না। কিন্তু কেসিং এর ভিতরে পাওয়ার সাপ্লাই থাকে বলে ভাল মানের কেসিং গুরুত্বপূর্ণ বিষয়। বাজারে চাইনিজ কেসিঙে ভরপুর এর ভিতর Tharmaltake এক মাত্র ভাল অরিজিনাল কেসিং কিন্তু এর ভিতরে পাওয়ার সাপ্লাই দেয়া থাকে না। অন্যান্য গুলর ভিতরে Delux সবচেয়ে ভাল, এতেই একমাত্র ভাল বিল্টইন পাওয়ার সাপ্লাই রয়েছে। তাই আপনাকে কস্ট করে পাওয়ার সাপ্লাই কিনতে হবে না।
সবশেষে আসি মনিটরে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মনিটরের ব্রান্ড Samsung. দোকানদার এটিরর গুনাগুন ও চাইনিজ আর মালাইশিয়ান মানুফ্যাকচারারের কথা বলে আপনার মাথা গুলিয়ে দিবে। কিন্তু দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি বিপুল জনপ্রিয়তার কারনে বাজারে নকল Samsung মনিটরে ভরে গেছে। বিকল্প হিসাবে ৮,১০০ টাকার ভিতরে 18’5” Acer, LG ব্রান্ডের মনিটর পাবেন। Acer, LG দুটি ব্রান্ডের রয়েছে অসাধারন ডিজাইনও সুপার স্লিম সিরিজের মনিটর। এছাড়াও আর ৫০০/৬০০ টাকা খরচ করে Dell ও HP ব্রান্ডের মনিটর পাবেন। এই দুটি ব্রান্ডের মনিটর আহামরি কোন এক্সট্রা ফিচার নেই মূলত কর্পোরেট অফিস মার্কেট টার্গেট করে বানান বলে দাম বেশি। (এর চেয়ে বড় মনিটর নিলে এই কনফিগারেশনে পিসিতে মনিটরের হাই রেজুলেসনের কারনে লোড পরবে তাই ভাল গেমিং পারফরমেন্স পাবেন না।)
তো Total 44,700!!! টাকায় আপনার গেমিং পিসি Complete!!! এই কনফিগারেশনে লেটেস্ট সব গেম যেমন Assasasins Cread 3, GTA 4, Battlefield 3, NFS The Run মিডিয়াম সেটিংস এ ভালভাবেই খেলতে পারবেন।
*এই মাসের মার্কেট প্রাইস অনুসারে কনফিগারেশন করা হয়েছে, তাই মুল্য ওঠানাম জনিত কারনে আরও ৫০০টাকা কম বেশী হতে পারে।
** কম্পিউটার আসেম্বেলিং করতে জানলে আরও ১,০০০ টাকা সেভ করতে পারবেন।
আমি iamnayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vi amar same pc but simulator game khalte gale kemon jeno slow hoia jai….
but apni j agp car ar kotha lakcen oita nai r ki……….