পিসি কিছুদিন পর হঠাত্ হ্যাং হয়ে যাওয়া কিংবা ধীরগতির হয়ে পড়া—এসবক্ষেত্রে হার্ডওয়্যারের সমস্যা যেমন র্যাম, পাওয়ার ইউনিট, মাদারবোর্ড ইত্যাদিতে কোনো সমস্যা না হলে ব্যবহারকারীর সচেতনতা ও কৌশল প্রয়োগে...
র মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করা যায় সহজেই। সেক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন :
স্টার্টআপ প্রোগ্রামে শুরুতেই সময়ক্ষেপণ
কম্পিউটার ওপেন করে দ্রুত জরুরি কাজ সারবেন। এমন সময় দেখলেন কম্পিউটার স্টার্ট হওয়ার পর অনেক সময় নিচ্ছে। সাধারণত কম্পিউটার চালু করার সঙ্গে যেসব প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চলে আসে তাতে করে শুরুতেই কিছু সময় লাগে বটে।
যদি অনেক প্রোগ্রাম স্টার্টআপের সময় আসে সেক্ষেত্রে মনে হওয়া স্বাভাবিক কম্পিউটারটি যথেষ্ট ধীরগতিসম্পন্ন। এজন্য একান্ত প্রয়োজনীয় ছাড়া অন্য কোনো প্রোগ্রাম স্টার্টআপের সময় চলতে না দেয়া বুদ্ধিমানের। এক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রোগ্রাম ডিজেবল করে রাখা ভালো। এজন্য কী করবেন? নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ
করুন।
১. স্টার্ট মেনু থেকে জঁহ-এ ক্লিক করে msconfig লিখে এন্টার চাপুন।
২. একটি উইন্ডো চলে আসে। এখানে Startup ট্যাব নির্বাচন করুন।
৩. যেসব প্রোগ্রাম শুরুতেই আসার প্রয়োজন নেই সেগুলো টিক চিহ্ন উঠিয়ে দিন এবং OK চাপুন।
৪. এবার কম্পিউটারটি রিস্টার্ট দিন। কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর
System Configuration Utility একটি উইন্ডো চলে আসে। এই
অপশন নির্বাচন করে OK বাটনে ক্লিক করুন। ফলে অতিরিক্ত সময় ক্ষেপণ আর হবে না। ….
আমি Sabbir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ধন্যবাদ কাজে লাগবে।আমার পিসি স্লো হয়ে যায়।