টেকি সাহায্য চাই (সাময়িক পোস্ট)

একটা নতুন ডেস্কটপ কিনবো ।গেম খেলার এবং ভিডিও এডিট করার জন্য।

ইন্টেল ৩য় প্রজন্মের কোর৫ ৩৪৫০ বিকে এবং এমডি এফএক্স ৮১২০  এর মধ্যে

কোনটা ভালো হবে । গ্রাহক পছন্দের দিক দিয়ে ইন্টেল i5 3450 3rd gen এগিয়ে আবার

ক্যাশ মেমরি এর দিক দিয়ে amd FX 8120 8-Core 3.1GHz 16MB Cache এগিয়ে।

এখন কোনটা কেনাটা ভালো হবে এবং কেন।

টেঁকি গুরুরা দয়া করে উত্তর দিন। (ভবিষ্যতে SSD,

Graphics Card, Sound Card দিয়ে আপগ্রেড করার ইচ্ছা আছে)

Level 0

আমি Desert Eagle। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

amake editing shikhaben ? jodi shikhan tahole pls mail me [email protected]

Level 0

আপনি কি কিনে ফেলেছেন? একটু পড়ালেখা করে জবাব দিতে চাইছিলাম। কিন্ত ইনস্ট্যান্ট জবাব চাইলে, ইন্টেল কিনতে বলবো, কারন, গেমিং এবং গ্রাফিক্সের জন্য আধুনিক ইন্টেলের প্রসেসরে ডেডিকেটেড গ্রাফিক প্রসেসিং ইউনিট থাকে। ফলের পিসি ইজিলি গ্রাফিক্স এর কাজ গুলো প্রসেস করতে পারে। কিন্তু এএমডিতে অনেক বেশি ক্লক স্পিড এবং ক্যাশ থাকলেও এই ধরনের অনেক ছোট ছোট বিষয়ে ওরা নজর দেয়নি। ফলে এরা একটু পিছিয়ে গেছে। যদি আপনার পছন্দের এই দুটো মডেলের একটা আপনি কিনতে চান, তাহলে একটু সময় দিলে আমি পড়ালেখা করে বলতে পারবো এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে। আপনি নিজেও একটু অনলাইনে খুঁজলেই পেয়ে যাবেন। ধণ্যবাদ।

    @শুভ: মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। না আমি এখনও কিনিনি কারন নিশ্চিত হতে পারছিনা কোনটা কিনবো। এখনও যাচাই করছি এবং আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। 😀

AMD কিংবা Intel যেটাই কিনেন না কেন আপনার graphics card & Mainboard টা ভাল হতে হবে । Device গুলোর বাস speed মিলিয়ে নিলেই একটা ভাল পিসি বানাতে পারবেন।তবে বর্তমানে AMD ভাল হবে।

    @সুইট: আপাতত graphics card এর চিন্তা করছিনা। যদি ইন্টেল নেই তাহলে Mainboard নিবো Gigabyte এর Z77 Chipset এর আর AMD এর জন্য Gigabyte এর 990 Chipset । মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

Go for 3rd gen core i5. I also agree with shuvo. High Number of cores , higher cache memory does not bring significant performance improvement until unless your software does not support it. current game engines & upcoming gaming engines will use 4 -8 core’s maximum. My opinion go for 3rd gen core processors. Your selected chipset is fine.