ডুয়াল বুট উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি

এটি আমার প্রথম টিউন তাই ভুল গুল ক্ষমার দৃষ্টি তে দেখবেন । কথা না বাড়িয়ে শুরু করা যাক ।

এই জন্য আপনাকে ২ টি ভিন্ন ড্রাইভ ব্যাবহার করার প্রয়োজন হবে ।

* উইন্ডোজ ৭ এর জন্য C:/ ড্রাইভ ব্যাবহার করুন ও তাতে ২০ - ২৫ GB জায়গা রাখবেন ।

* উইন্ডোজ এক্সপি এর জন্য D:/ ড্রাইভ অথবা ( C:/  ) বাদে যে কোন ড্রাইভ ইউস করতে পারেন । জায়গা হতে হবে মিনিমাম ১৪ - ১৬ GB ।

* প্রসেসর ডুয়েল core হলে ভাল । । ১ GB RAM  থাকতে হবে । ২ GB RAM থাকলে খুবী ভাল উইন্ডোজ 7 এর জন্য ।

* প্রতি ড্রাইভ এ ১৫% জায়গা খালি থাকা ভাল, পিসি এর স্পীড ভাল থাকে ও হাং হওয়ার হাত থেকে পিসি রক্ষা পায় ।

* পিসি এর ড্রাইভ গুল NTSF ফরম্যাট এ থাকতে হবে ।

 এবার যা করা লাগবে !

১ )  প্রথমে C:/ ড্রাইভ এ উইন্ডোজ 7 ইনস্টল করুন । প্রয়োজনীয় সব কিছু ইন্সটল দেবার পর ( drivers & ETC ) ডাউনলোড করে EasyBCD 2.1.2  এই প্রোগ্রাম টা ইনস্টল করুন ।
২ )  একটি উইন্ডোজ এক্সপি এর পরিস্কার ডিস্ক আপনার হার্ড ড্রাইভের D:/ পার্টিশনে ইনস্টল করুন ।
৩ )   সিস্টেম পুনরায় আরম্ভ হবার পরে আপনি দেখতে পাবেন সরাসরি উইন্ডোজ এক্সপি বুট করা. কারন এক্সপি উইন্ডোজ 7 এর লোডারের উপর লিখছে, সুতরাং, আমাদের উইন্ডোজ 7 লোডার পুনঃস্থাপন প্রয়োজন ।

৪ )   উইন্ডোজ 7 পুনঃস্থাপন, আপনি উইন্ডোজ 7 এর ডিভিডি থেকে বুট করুন এবং "আপনার কম্পিউটার রিপেয়ার প্রয়োজন । এই নিবন্ধটি দেখুন মেরামত সম্পাদন করার জন্য  "কিভাবে উইন্ডোজ 7 প্রারম্ভ মেরামতির কর্ম সম্পাদন করা হয় !

***   উল্লেখ্যঃ -  প্রতিটি আধুনিক উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি অনুরূপ অপারেটিং সিস্টেম ফাইল রিপেয়ার প্রক্রিয়া আছে

***   বিঃদ্রঃ   -  পিসি ভারি করে না কারণ এই প্রক্রিয়ায় শুধু মাত্র ১ সময় ১ টি  অপারেটিং সিস্টেম চালু হবে ।

*     উইন্ডোজ 7 এর ডিস্ক ঢুকানোর পর রিস্টার্ট করুন । তারপর press any key চাইবে ,যে কোন key চাপুন । তারপর নিচের মতন আসবে, Repair your computer লেখায় ক্লিক করুন ।

* তারপর যদি উইন্ডোজ 7 এর লোকেশন চায় তাহলে C: / ড্রাইভ সিলেক্ট করে use recovery tools that can help fix problems starting Windows  এই লেখা তে টিক দিন । তারপর next bottom এ ক্লিক করুন ।

* তারপর System Recovery Option ওপেন হবে, সেখান থেকে Startup Repair এ ক্লিক করলে ই কেল্লা ফোতে ।

৫ )   রিপেয়ারিং  এর পরে আপনার কম্পিউটার এ উইন্ডোজ 7 পুনরায় চালু হবে ।

৬ )   আপনার উইন্ডোজ 7 এ EasyBCD 2.1.2  সফটওয়্যার টি ওপেন করুন এবং  XP এর জন্য বুট এন্ট্রি যোগ করুন ।
*   EasyBCD প্রোগ্রাম চালু করে Add New Entry  নির্বাচন করুন , তারপর Type এ " windows NT/2k/XP/2k3" নির্বাচন করে 'Add Entry' তে ক্লিক করুন ।

*  Add Entry তে ক্লিক দেবার পর কম্পিউটার রিস্টার্ট দিন ।আপনি দুটি অপশন  পাবেন  ।  উইন্ডোজ 7 সহ উইন্ডোজ এক্সপি আপনার সামনে উপস্থিত করা হবে, আপনি যে অপারেটিং সিস্টেমে কাজ করতে চান সেটি নির্বাচন করুন ।

EasyBCD 2.1.2  ডাউনলোড লিঙ্ক ১

EasyBCD 2.1.2 ডাউনলোড লিঙ্ক ২

আমাকে ইয়াহু মেসেঞ্জার ও ফেসবুক এ পেতে হলে  [email protected]

Level 0

আমি Hasan Rintu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি চেষ্টা করে দেখবো । সুন্দর টিউন 🙂

    @Mìzú AhmΣd: …। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না । অবশ্যই চেষ্টা করে দেখবেন । কঠিন কিছুই নেই । আমি ১ বাড়েই করছি । আপনি ও পারবেন ইনশাল্লাহ ।

Vi apner tune ta khuv valo hoysa. jara jana na tader valo upokor hova… Vi jodi paran Windows 98 partion Fat32 or NTFS jodi tutorial ditan khuv upokor hova amader… Ar akta kotha vi Hard Disk ar Partion konta diao valo . Windows Xp naki Windows 98. Plz khuv upokor hoto amr .. plz bro

    @Sopnel Sagor: আমার প্রথম টিউন এ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ । উত্তর দিতে বিলম্ব হওয়ায় আমি দুক্ষত । নেট পেকেজ শেষ বুঝতে ই পারছেন ।
    ভাই আপনার কথা বুঝতে পারি নাই পুরা পুরি । তাও বলছি, Fat32 or NTFS এর কোন টিউন আমার কাছে নেই sorry . কারণ আমি কখনো Windows 98 ব্যাবহার করি নি । Hard Disk ar Partion করার জন্য XP disk ই বেস্ট আমার মতে কিন্তু যারা Windows 98 ব্যাবহার করেছে ( যেমন আমার কিছু ফ্রেন্ড ) তারা Windows 98 এর কথা বলবে । তার পরে ও আমি বলব XP disk দিয়া NTFS পার্টিশন টা করা যায় তাই এটাই বেস্ট ।

NTSF না NTFS হবে।
আর রানে msconfig কমা্ন্ড লিখে বুট অপশনে গিয়ে কোনটা আগে বুট হবে তা সিলেক্ট করা যায় না?
আমার একটাই ওএস তাই আমি বুঝতে পারছিনা কাজ হয় কি না। আপনি একটু দেখুনতো আপনার দুটো ওস দেখায় কি না Boot ট্যাবে।

    @আ জ ব: মানুষ মাত্রই ভুল । তবুও থ্যাংকস । msconfig এ গিয়ে বুট অপশনে গিয়ে কোনটা আগে বুট হবে তা সিলেক্ট করতে পারবেন না । কারণ আপনি ১ সময় এ তো ২ টা OS চালু রাখতে পারছেন না । সুতরাং Boot ট্যাবে শুধু যে OS চালু থাকবে শুধু মাত্র তার নাম তাই দেখাবে । হয়তো বুঝাতে পেরেছি 😀 :D:D । না বুঝতে পারলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু …। আমার অন / রিস্টার্ট এর সময় boot এ ২টা OS শো করে । তখন আমার যেটা ইচ্ছা সিলেক্ট করে কাজ করি । আমার প্রথম টিউন এ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Level 0

আমার win7 এ সমস্যা হওয়ার কারনে আমি আবার win7 set up দিতে গিয়ে D drive এ দিয়ে ফেলি। এর ফলে win7এরই দুটি boot option হয়ে যায়। তারপর আমি D drive format দিয়ে পুনরায় set up দিই কিন্তু এখনও boot option দুটিই রয়ে গেছে।msconfig দিয়ে selective ভাবে একটি চালূ করি কিন্তু normal ভাবে একটি চালু হয় না। কেউ যদি জানেন সমাধান দিবেন pls.

    @foyshal: এতো মহা সমস্যা । আপনি প্রথমে EasyBCD 2.1.2 সফটওয়্যার টি আপনার ভাল windows 7 এ ইন্সটল করুন । তারপর Edit Boot Menu তে ক্লিক করেন , পাশে Entry তে ২ টি windows 7 লেখা দেখতে পাবেন , ১ টি delete করুন । যদি কোন প্রবলেম হয় আর উইন্ডোজ চালু না হয় তাহলে Startup Repair করুন । আমার প্রথম টিউন এ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

পুরনো মাল ………

কাজে লাগবে , ধন্যবাদ

আমার প্রথম টিউন এ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ । উত্তর দিতে বিলম্ব হওয়ায় আমি দুক্ষত । নেট পেকেজ শেষ বুঝতে ই পারছেন ।
@Sopnel Sagor…। ভাই আপনার কথা বুঝতে পারি নাই পুরা পুরি । তাও বলছি, Fat32 or NTFS এর কোন টিউন আমার কাছে নেই sorry . কারণ আমি কখনো Windows 98 ব্যাবহার করি নি । Hard Disk ar Partion করার জন্য XP disk ই বেস্ট আমার মতে কিন্তু যারা Windows 98 ব্যাবহার করেছে ( যেমন আমার কিছু ফ্রেন্ড ) তারা Windows 98 এর কথা বলবে । তার পরে ও আমি বলব XP disk দিয়া NTFS পার্টিশন টা করা যায় তাই এটাই বেস্ট ।

kaspersky ai viras software ta setup and update korta janena kono post takala deban plz

daron post

tnx

    @nayeem khan: sorry ভাই আমাকে kaspersky টা একদম ফালতু লাগে আর পিসি ও ভারি করে । আমি Microsoft Security Essentials টা ব্যাবহার করি । ব্যাপক শক্তি শালি একটা anty vairous …. ব্যাবহার করে দেখতে পারেন । পিসি একদম ভারি করে না । যেহেতু microsoft এর তৈরি বুঝতে ই তো পারছেন । আমার প্রথম টিউন এ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

আমার প্রথম টিউন এ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
@ আ জ ব ভাই…। মানুষ মাত্রই ভুল । তবুও থ্যাংকস । msconfig এ গিয়ে বুট অপশনে গিয়ে কোনটা আগে বুট হবে তা সিলেক্ট করতে পারবেন না । কারণ আপনি ১ সময় এ তো ২ টা OS চালু রাখতে পারছেন না । সুতরাং Boot ট্যাবে শুধু যে OS চালু থাকবে শুধু মাত্র তার নাম তাই দেখাবে । হয়তো বুঝাতে পেরেছি :D:D:D । না বুঝতে পারলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু …। আমার অন / রিস্টার্ট এর সময় ২টা OS শো করে । তখন আমার যেটা ইচ্ছা সিলেক্ট করে কাজ করি ।

@ foyshal ভাই…। এতো মহা সমস্যা । আপনি প্রথমে EasyBCD 2.1.2 সফটওয়্যার টি আপনার ভাল windows 7 এ ইন্সটল করুন । তারপর Edit Boot Menu তে ক্লিক করেন , পাশে Entry তে ২ টি windows 7 লেখা দেখতে পাবেন , ১ টি delete করুন । যদি কোন প্রবলেম হয় আর উইন্ডোজ চালু না হয় তাহলে Startup Repair করুন । আমার প্রথম টিউন এ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

@ Tasnim Ahmed RiSAN …। উৎসাহ বাড়ানোর জন্য ধন্যবাদ । :))
@ GM অর্ণব …। আপনাকে ই তো খুজচ্ছি ।
@ nayeem khan …। sorry ভাই আমাকে kaspersky টা একদম ফালতু লাগে । আমি Microsoft Security Essentials টা ব্যাবহার করি । ব্যাপক শক্তি শালি একটা anty vairous …. ব্যাবহার করে দেখতে পারেন । যেহেতু microsoft এর তৈরি বুঝতে ই পারছেন । আমার প্রথম টিউন এ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Level 0

hmm bhai,khoob bhalo tune . amar pc bortomane aei abostha (dual boot) tei ache , tobe ami aage Xp install korechi ,pore 7 ,tai bootloader er problem hoi ni,

Humm vai … Khub valo o shofol comment. Party 😛

Level 0

Amar HP probook 4530s a ke xp use korta parbo?
Parla kivaba boilan.

Thanks

@ Hasan rintu Vi… ami joto tuku jani hard disk partion korar best holo windows 98 dia.. Win98 deya partion dila hard disk pation khuv strong hoy.. bt ami chasscilam ja win98 dia partion dila .. pora Xp setup dibo.. ami Xp use kori vi. Assa via arak ta kotha amr Drive ki formate a use kora valo. NTFS naki FAT32… ami jani Drive gulo Fat32 dia use korala hard disk aktu bashi safe thaka…….

চরম হয়েছে

thank you

Hassan vi@ ami aj 2to windows setup dia ci…. amr akta question: ami first a C: drive Xp setup dia cila.. then pora amr D: drive full jayga khali kora .. windows 7 seup dia cila….. 7 setup end hoar por ami … apner Download kora softower upload kora … apna jaybaba screenshot a dakhiasan .thik oi bava koraci…… kaz hoya .. bt amr kotha holo ami jodi aga win7 setup ditam C drive a ..tahola C drive setup daor kono dorkar cilo…………… pls anser dial… ar softower chara ki 2to operating system use kora jay na…… apner tune ta dia koz korla valo lagasa…. again thx……….

    @Sopnel Sagor: ভাই হয় বাংলা তে লেখেন নইলে ইংলিশ এ লেখেন । আপনার লেখা পড়তে যেয়ে আমি নিজের নাম টা ভুইলা গেছি । ভাই সফট ছাড়া windows ME থেকে
    windows XP porjonto ডুয়াল বুট করতে পারবেন । কিন্তু XP + vista / XP +Win7 ডুয়াল বুট করতে পারবেন না । আর Win7 and XP আগে পিছে (drive) হইলে প্রবলেম নাই । আর ভাই শুদ্ধ করে লেখার ছাস্তা করবেন । Thanks .

pora xp bat dilau to boot manager a 7 seclet korta hoy . 7 to aka open hoyna?

Level 0

http://profitsee.org/ref.php?page=act/ref&invcod=53912
reyal refrel earning system just open account

Level 0

best