আমরা যারা কম্পিউটার চালাই, মাঝে মাঝে আমাদের কপিউটারে Windows Operating System পরিবর্তন করতে হয়। কিন্তু বিরক্তি কর হল এই Windows Operating System দেওয়ার সময়টা। আসুন আজ আমরা কিভাবে তারাতারি Windows Operating System দেওয়া যায় তা শিখব। যথারীতি Windows Operating System এর সিডি পিসি তে দিয়ে বুট করে নিতে হবে। যখন Windows Operating System এর File গুলো copy হতে শুরু করবে তখন KeyBoard থেকে Shift +F10 চাপতে হবে। একটা Box আসবে। ওখানে taskmgr লিখে Enter চাপতে হবে। নতুন একটা Box আসবে। Box টির Process Button এ চাপ দিতে হবে। এবার system.exe এর উপর মাউস এর ডান বাটন এ ক্লিক করতে হবে। Set priority> High করে দিতে হবে। একই ভাবে windows.exe কেউ High করে দিতে হবে। এখন বক্স দুইটা Minimize করে দিতে হবে। ব্যস, দেখুন এইবার কত দ্রুত Windows Operating System ইন্সটল হয়।
এটা আমার দিত্বীয় টিউন। ভালো লাগলে কমেন্টস দিতে ভুল করবেন না আশা করি।
ফেসবুক এ আমাই পাবেন এখানে।
আমার ব্লগসাইট টি একবার ঘুরে দেখুন।
আমার আগের টিউনটি পরতে এখানে ক্লিক করুন।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ