বর্তমানে আমরা অনেকেই অনেক ধরণের চ্যাটিংয়ের সফটওয়্যার ব্যবহার করে থাকি। কেউ-কেউ আবার এতসবের ঝামেলায় না-গিয়ে সরাসরি অনলাইনে বসেও একসাথে অনেকগুলো আইডি নিয়ে চ্যাট করতে বসেন। কিন্তু এতসব বিভ্রান্তিমূলক সফট ও সাইটের ভিড়ে কোনটা যে ভাল আর কোনটা যে মন্দ সেটা বুঝে উঠাই দায় !
তবে একেবারে প্রথম থেকেই Yahoo Messenger-ই আমার সবচেয়ে বেশি ভাল লাগে। Googletalk ও ভাল লাগে। আর ভিডিও কলের জন্য Skype এর তুলনা হয় না। মোবাইলের জন্য Nimbuz. Pidgin এক সময় ব্যবহার করলেও এখন আর ভাল লাগে না। ই-মেইল ক্লায়েন্ট হিসেবে আগে Multiemail Notifire ব্যবহার করলে বর্তমানে Mozila Thunderbird. Digsby এর বেটা ভার্সন এর শুরু থেকেই বেশ কিছুদিন ব্যবহার করেছি। বর্তমানে এর পূর্ণাঙ্গ একটি ভার্সন বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছে। ব্যবহার করে আগের থেকে অনেক আরাম পেয়েছি।
কিন্তু প্রশ্ন হল- এসব থার্ডপার্টি সফটওয়্যার (Yahoo Messenger, Googletalk, Skype বাদে) ব্যবহার করা নিয়ে অনেকেই দ্বিধা-দ্বন্ধে থাকেন। অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেন। নিরাপত্তার একটা ব্যাপার-স্যাপার তো থেকেই যায়। আমি আমার মূল আইডিগুলো দিয়ে এসব থার্ডপার্টি সফট কিংবা ওয়েবসাইটে ঢুকে পারতপক্ষে সাইনআপ করি না।
বেশ কয়েকদিন আগেও আমার এক বন্ধু জানায়, এসব থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করার কারণেই নাকি তার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আইডি হ্যাক হয়েছে। শেষে অনেক চেষ্টা-তদ্বির করে সেগুলো উদ্ধার করেছে। প্রশ্ন:-
১. এসব থার্ডপার্টি সফটওয়্যার কিংবা সাইট ব্যবহার করা নিয়ে আপনার মতামত কি?
২. আপনিও কি এরকম কোনও সমস্যায় কখনও পড়েছেন?
৩. চ্যাটিংয়ের জন্য আপনি কি ধরণের সফটওয়্যার ব্যবহার করেন?
৪. আপনার দৃষ্টিতে প্রিয় এবং নিরাপদ সফট কোনটি? কেন?
৫. Digsby যারা ব্যবহার করেছেন এবং এখনও করছেন, এটার নিরাপত্তা নিয়ে আপনার মতামত কি?
সবাই মিলে আসুন এ বিষয়টা নিয়ে আলোচনা করি। তাতে হয়ত কিছুটা অজানা বিষয়ও বেরিয়ে আসতে পারে, জানা হতে পারে। আর যারা এ সম্পর্কে খুব একটা জানেন না তাদেরও উপকার হতে পারে।
বি.দ্র= ডিগসবাই এর লেটেস্ট ভার্সনটা থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা আগের ভার্সনগুলোর চেয়ে অনেক ঝামেলামুক্ত। এত অনেকগুলো বাগ ফিক্স করা হয়েছে।
আমি Pantho Shrabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দাদা আমি জানতে চাই চ্যাটিংয়ের জন্য কোন সফটওয়ার সব থেকে ভাল।