হয় তো আমার এই টিউন পরে অনেকে ঠাট্টা করবেন, মজা পাবেন। কিন্তু আমি যা আপনাকে দিচ্ছি তা কিন্তু ফেলে দেওয়ার মত নয়।
আমি নবম শ্রেণীর ছাত্র, পরি বিজ্ঞান বিভাগে। Biology না নেয়া, নিতে চাইসিলাম Computer. কিন্তু পরে ভাল ভাবে চিন্তা করে Biology ই নিছি। তো কি হইসে? সব বইয়ের সাথে Computer এর বই টাও নিয়া আসেছি!
আর আমার আজকের পোস্ট তা নিয়েই। এটা নবম শ্রেণীর Computer এর বোর্ড বই হলেও, বইটা কিন্তু চরম! এখান থেকে আপনি Computer সম্পর্কে একটা পূর্ণ ধারনা পাবেন আর আরেকটি সুবিধা হল এটি বাংলাতে লেখা। এখন পর্যন্ত আমার কাছে 2GB+ কম্পিউটার এর Ebook আছে। Hacking, Programming সহ আরও অনেক বিষয়ের আকর্ষণীয় ebook. কিন্তু সত্যি বলতে ওইগুলো আমার এই বইয়ের মত এত মজার না।
তাই অবহেলা না করে অবসর সময়ে এই বইটি পরে দেখবেন অবশ্যই।
Direct Download Link: http://www.nctb.gov.bd/books/9/Secondary%20Computer%20Science112_125664276420091027.pdf
এই বইয়ের কিছু অংশ যেমন Coy & Paste করার নিয়ম এর আপনার কোন দরকার নাই, তবে কম্পিউটার এর ইতিহাস, প্রোগ্রামিং অংশ, সফটওয়্যার, নেটওয়ার্কইং অংশ আর শেষের দিকের কিছু Visual Basic এর অংশ নিশ্চিত আপনার উপকারে আসবে!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আসা করি আমার টিউন পরে বিরক্ত হন নি। আর চাইলে ঘুরে আস্তে পারেন আমার ২টি ব্লগ এ...
1. http://www.nooblearner.blogspot.com/ - এখানে পাবেন ইন্টারনেট এ আমার লেখা Tutorial গুলো। (incompleat)
2. http://www.tncreations.blogspot.com/ - এখানে পাবেন আমার সীমিত প্রোগ্রামিং Knowledge দিয়া তৈরি কিছু প্রোগ্রাম। 🙂
আমি Tashfi Nowroz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student at Comilla Zilla School, Class 9. Simple boy, simple life. Wanna be Programmer AKA Hacker. See my tutorials & Guides at www.nooblearner.blogspot.com Get my Programming Creations at www.tncreations.blogspot.com
জঠিল