Test করুন আপনার কম্পিউটারের সকল হার্ডওয়্যারের Performance, জেনে নিন আপনার কম্পিউটারের কোন সেক্টরটি অধিকতর দূর্বল। পাশাপাশি আপনার হার্ডওয়্যারের compare করুন বাজারের অন্যান্য ব্রান্ড এর সাথে। Utility Software টির নাম Passmark Performance Test. Advance PC Builder দের জন্য অসাধারণ একটি টুলস্।
এই সফট্ওয়্যারের মাধ্যমে আপনি যা যা করতে পারবেন তার কিছু অংশ নিম্মে তুলে ধরলাম:-
1. নতুন কম্পিউটার/পার্টস কেনার আগে আপনি সঠিক ব্রান্ড নির্বাচন করতে পারবেন।
2. প্রসেসরের গাণিতিক ক্যালকুলেশন করতে পারবেন, যেমন- compression, encryption, MMX/SSE, instructions 3DNow! ইত্যাদি ।
3. 2D গ্রাফিক্স টেস্ট সমুহ , যেমন- sketching/drawing, bitmap/bitmap matrix/bitmap fonts, text and graphic elements ইত্যাদি করতে পারবেন।
4. DirectX8.1, DirectX9 and animation; ইত্যাদি 3D গ্রাফিক্স টেস্ট করতে পারবেন।
5. হার্ড ডিক্স এর জন্য টেস্ট সমুহ যেমন- reading, writing, and search on the disk ইত্যাদি করতে পারবেন।
6. RAM এর Allocaton, গতি, এবং কর্মক্ষমতা মূল্যায়ন করতে পারবেন।
7. CD / DVD ড্রাইব এর Speed টেস্ট করতে পারবেন,
করতে পারবেন আরো অনেক কিছুই।
ডাউনলোড করুন এই লিংক থেকে: Download Link
পোস্টটি ভালো লাগলে মনোনীত করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ
আমি আহাদ মোশাররফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi, This is Ahad Mosharraf. I'm an IT Professional. It's my pleasure to keep u updated with all the new technologies. Pls pray for me. Thanks.
চমৎকার!!!