Windows 7 এর পাসওয়ার্ড পরিবর্তন করার অনেকগুলো ফর্মুলা আছে, ঠিক তেমনি CMD "Command prompt (disambiguation)" এর মাধ্যমে Windows 7 এর Password রিসেট করার অনেকগুলো পদ্ধতি আছে, আমি তার মধ্য থেকে একটা সহজ পদ্ধটি আপনাদের সামনে তুলে ধরছি। ভাল লাগলে জানাবেন।
আপনি কম্পিউটার Log on পাসওয়ার্ড Control Panel এর কোন প্রোগ্রাম/অপশন এ ব্যাবহার না করেই আপনার দেওয়া পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবেঃ
কি-বোর্ড এর "Windows" লোগো চেপে ধরে "R" চাপুন আথবা কম্পিউটার এ "CMD" লিখে সার্চ করুন। [* ছবি ০১] "CMD" icon বা লেখার উপর মাউস এর ডান বাটম ক্লিক করুন [* ছবি ০২]। এবার "Run as Administrator" এর উপর মাউস এর বাম বাটম ক্লিক করুন। [* ছবি ০৩]
ছবি ০১==>>
ছবি ০২==>>
ছবি ০৩==>>
ছবি ০৪==>>
এখন CMD Administrator Panel ওপেন হয়ে গেল। তারপর কি-বোর্ড এ টাইপ করুন "net user" [* ছবি ০৪]
এবার কি-বোর্ড এ "Enter" চাপুন।
স্ক্রীন এ কম্পিউটার এর নাম ব্যাবহারকারীর নাম দেখতে পাবেন।[* ছবি ০৫]
ছবি ০৫==>>
ব্যাবহারকারীর সম্পর্কে কোন তথ্য জানতে হলে আপনাকে "net user ব্যাবহারকারীর নাম" অর্থাৎ "net user youraccountname" লিখতে হবে। [* ছবি ০৬] youraccountname মানে আপনি যে ইউজার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেটি। 😛
ছবি ০৬==>>
কি-বোর্ড এ "Enter" চাপুন। ব্যাবহারকারী সম্পর্কে আরও তথ্য দেখতে পাবেন। [* ছবি ০৭]
ছবি ০৭==>>
এবার হ্যাকিং পর্ব শুরু...
আবার "net user youraccountname" লিখার পর আপনি যে "user" এর "Account" এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই "User" এর নাম এর শেষে একটা স্পেস দিয়ে "*" দিবেন তাহলে এই দারাইঃ "net user youraccountname *" আমার কম্পিউটার এর ক্ষেত্রেঃ "net user acer *" [* ছবি ০৮]
ছবি ০৮==>>
পাসওয়ার্ড দিতে বলবে। 🙁
কিন্তু পাসওয়ার্ড দেবার দরকার নেই। 🙂
দুই বার "Enter" চাপুন। [* ছবি ০৯]
ছবি ০৯==>>
পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। এখন আপনি নতুন পাসওয়ার্ড দিতে চাইলে যেটা করবেনঃ
"net user youraccountname password" "password" এর জায়গাই আপনি যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটি দিবেন। যেমন আপনি পাসওয়ার্ড দেবেন "007" সেক্ষেত্রে
"net user youraccountname 007" দিতে হবে অর্থাৎ আমার কম্পিউটার এর ক্ষেত্রেঃ "net user acer 007" হবে। [* ছবি ১০]
ছবি ১০==>>
আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার প্রক্রিয়া শেষ, এই পোস্টটিতে যে কয়টা ছবি আছে আপনার "CMD" প্রোগ্রামটি মিলিয়ে দেখুন, সবকিছু ঠিকঠাক থাকলে আমার তরফ থেকে আপনাকে অভিনন্দন। 🙂 আপনি যেহেতু ইউজার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে সক্ষম হয়েছেন সুতরাং কম্পিউটার রিস্টার্ট দেবার পর ওই ইউজার এ লগ-অন করার সময়, আপনার দেওয়া পাসওয়ার্ডটির মাধ্যমে কম্পিউটার অন করুন, আর ঠিক না থাকলে পোস্টটি পুনরাই পড়ুন এবং প্রতিটা Command অনুযায়ী আবার চেষ্টা করুন। আপনি ঠিকঠাক মত পাসওয়ার্ড পরিবর্তন করতে পারলে নিউজটি জানাতে ভুলবেন না কিন্তু!
তারপরও যদি না পারেন, সেক্ষেত্রে আমাকে জানাবেন, সমাধান করার চেষ্টা করবো।
আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman
ভাই আমার পিসির পাসওয়ার্ড 007……..আপনি কেমনে জানলেন????