আসসালামু আলাইকুম । সাবাই কেমন আছেন ? এইটা আমার চতুর্থ টিউন !!!!!!
FAT৩২ আর NTFS কি ?
FAT32 (File Allocation Table) আর NTFS (New Technology File System) হল ডিস্ক ফাইল সিস্টেম এর দুইটি ধরন ( Type ) । FAT32 সর্বপ্রথম DOS এবং Windows 98 এ ব্যাবহার করা হয় কিন্তু Windows XP ছাড়ার সময় আমরা NTFS ফাইল সিস্টেম এর সাথে পরিচিত হই । বর্তমানে NTFS ফাইল সিস্টেম সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় ।
NTFS vs. FAT32
NTFS ফাইল সিস্টেম যে সেক্টর তৈরি করে তার Counting হল ৪ , ধরুন আপনার ফাইল সাইজ হল ১৮ তাহলে NTFS ৫ টা সেক্টর (৪,৪,৪,৪,২) তৈরি করবে । এরমানে হল এখানে ২ টি সেক্টর হারিয়ে যাবে । কিন্তু FAT32 এর ক্ষেত্রে এটি যে সেক্টর গুলো তৈরি করে তার Counting হল ১৬ তাই ১৮ সাইজ এর ফাইলটির জন্য FAT32 ২ টি সেক্টর ( ১৬,২ ) তৈরি করবে যার মানে ১৪ টি সেক্টর হারিয়ে যাবে । কিন্তু নিচের পদ্ধতিতে আপনি Convert করতে পারবেন ডেটা হারানো ছাড়া ।
FAT32 কে NTFS ফাইল সিস্টেম এ কনভার্ট করার পদ্ধতি :
১। Start এ গিয়ে Search বার এ cmd লিখে সার্চ দিন আর cmd তে রাইট ক্লিক করে Run as adminidtratore ক্লিক করে কমান্ড ওপেন করুন ।
২। কমান্ড উইন্ডো তে " chkdsk G:/f " ( Quotesion ছাড়া ) । এখানে G এর জায়গায় যে ড্রাইভ টি কনভার্ট করবেন তা দিবেন । এই কমান্ড টি আপনার ড্রাইভ চেক করবে ।
৩।চেক হয়ে গেলে " Convert G: /FS:NTFS " ( Quotesion ছাড়া ) লিখে এন্টার চাপুন আর কনভার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
পড়ার জন্য ধন্যবাদ । ছোট কিন্তু তাদের জন্য কাজের যারা নতুন কম্পিউটার এ কাজ করা শুরু করেছেন । ভাল লাগলে জানাবেন ।
আমি এস.এম.তাসরিক আনাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারন মানুষ।অন্যকে সাহায্য করতে মজা লাগে তাই আসলাম and I'm a freak.........
ধন্যবাদ।