আসস্লামাউয়ালিকুম।
কেমন আছেন এই স্বাধীনতার দিন এ??? আমি ভাল!!!
সেই দিন বলেছিলাম কিভাবে আপনার দরকারি ডকুমেন্ট এ তালা মারবেন, আজ জানাব কিভাবে আপনি আপনার ফোল্ডার টিও লক করতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই 😀
আসুন দেখি কিভাবে করবেন......
১/ প্রথমে একটি নতুন ফোল্ডার খুলুন।
২/ ফোল্ডার এর ভিতর নতুন (TXT) ফাইল খুলুন
ও নিচের কোড টি কপি করুন.
Code:
Quote:
Quote: cls
@ECHO OFF
title Folder Private
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End
৪/ ২৩ নাম্বার লাইন এ password here কেটে আপনার পছন্দ মত পাসওয়ার্ড দিন। যেমন
if NOT %pass%== password here goto FAIL এর জায়গায় আপনি if NOT %pass%== 1234 goto FAIL দিন
তাহলে আপনার Password হবে 1234.
৫/ “Save as..” এ যান। ফাইল টির নাম দিন “locker.bat”
৬/ ফাইল টি সেভ করুন।
৭/ এ বার ফোল্ডার এ ফিরে যান। আপনি locker নামে একটি “locker.exe” ফাইল পাবেন।
৮/ফাইল টি তে ডাবল ক্লিক করুন, একটি Private ফোল্ডার পাবেন। এই ফোল্ডার এ আপনার পছন্দ মত জিনিস কপি করে বের হয়ায় আসুন। locker এ ক্লিক করুন। কমান্ড দেখতে পাবেন । সেখানে (Y/N) টাইপ করতে বলবে। আপনি Y টাইপ করলে আপনার ফোল্ডার লক ও Disappear হয়ে যাবে.
৯/ Unlock করতে চাইলে আপনি আবার locker এ ক্লিক করে আপনার password টাইপ করুন। ফোল্ডার টি দেখতে পাবেন
এ ভাবে আপনি Pen Drive এও ফোল্ডার লক করে রাখতে পারেন। 😀
ভাল থাকুন সবাই 😀 😀 লক করে রাখুন দরকারি ফোল্ডার 😀 আর আমাকে জানান কেমন লাগলো আমার পোস্ট 😀
আমি Color Splash Turturi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। ব্যবহার করে দেখলাম। ১০০% কাজ করে। কিন্তু যদি “Locker” ফাইল টি কোন কারনে ডিলিট হয়ে যাই, সেক্ষেত্রে “Private” ফোল্ডার টি কেমন করে আবার ফিরে পাব?