উইন্ডোজ ৭ এন্টারপ্রাইসকে করুন আপনার হাতের মুঠোয়

সবাইকে সালাম জানাই। আমার ২য় টিউন নিয়ে আবার আপনাদের মাঝে আসলাম। ১ম টিউনটির মতো এবারো উইন্ডোজ ৭ সম্পর্কিত বিষয়ে আলোচনা করবো।

আমরা সবাই জানি যে উইন্ডোজ ৭ এর অনেকগুলা এডিশন আছে। অনেকেই আবার জানি আবার অনেকেই জানিনা যে কোন এডিশন কোনটা থেকে শক্তিশালী। আপনাদের সুবিধার জন্য নিচের ইমেজটি দিলাম তাহলে জানতে পারবেন কোন এডিশন কতটুকু শক্তিশালী।

ইমেজ দেখে সবাই বুঝতে পেরেছেন যে উইন্ডোজ আল্টিমেট এবং এন্তেরপ্রাইস এডিশন সুবিধার দিক থেকে অনেক শক্তিশালী কিন্তু এইটাও আপনাদের আমি জানিয়েদি যে উইন্ডোজ এন্তেরপ্রাইস হচ্ছে সব উইন্ডোজ থেকে শক্তিশালী। আপনারা যদি উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস লোডার দিয়ে উইন্ডোজ ৭ একটিভেট করতে চান তাহলে দেখবেন যে লোডার লোড নিতে পারছেনা। যারা এই এন্তেরপ্রাইস ব্যাবহার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্যই নিয়ে আসলাম আমি ৩.৭৮ এমবি এর একটি উইন্ডোস ৭ একটিভেশন ক্যানসেল সফটওয়্যার। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।

http://www.mediafire.com/download.php?liaf0lka6foxh64

উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস ইন্সটল করে সফটওয়্যারটি ওপেন করে REMOVE WAT এ ক্লিক করে অপেক্ষা করন।

একটি উইন্ডো আসবে ওইটাতে ওকে ক্লিক করে উইন্ডোজ কে আবার রিস্টার্ট হতে দিন।ব্যাস......দেখুন আপনার  উইন্ডোজ এন্টারপ্রাইস এর একটিভেশন ক্যানসেল হয়ে গেছে। এখন আপনি ইচ্ছামতো আপনার ইচ্ছামত আপডেট দিতে পারবেন এবং ব্যাবহার করতে পারবেন কোন অসুবিধা ছাড়াই। এছাড়া এই সফটওয়্যার দিয়ে আপনি অন্য যে  কোন উইন্ডোজ এর একটিভেশন ক্যানসেল করতে পারবেন।

আজকে এটুকুই। ভালো থাকুন। আল্লাহ হাফেয।

Level 0

আমি নেহাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ 🙂

thnx

আপনাকেও ধন্যবাদ

কিছুই বুঝলাম না 🙁 উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস সফটওয়্যার পাবো কোতায়? আমি এখন উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম ব্যবহার করছি(অরিজিনাল) । এ অবস্থায় উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস এ কি এখনকার থেকে ভাএা সুবিধা পাবো? বা পেতে হলে কি করতে হবে?

উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম যেমন একটি এডিশন তেমনি উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস ও আর একটি এডিশন।আপনি অরিজিনাল উইন্ডোজ যদি ব্যাবহার করে থাকেন তাহলে আমার মতামত হবে যে অরিজিনাল ফেলে দিয়ে পাইরেটেড উইন্ডোজ ৭ ব্যাবহার করা বুদ্ধিমানের কাজ হবেনা। হ্যাঁ, উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম থেকে উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস অনেকগুনে শক্তিশালী। এমনকি উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস এ অন্যান্য উইন্ডোজ ৭ এর ভার্সন এর সুবিধা পাওয়া যাবে। ইমেজ এ দেয়া আছে কোন এডিশন এর কতটুকু সুবিধা আপনি পাবেন। এই সফটওয়্যার টি তারাই ব্যাবহার করে সুবিধা পাবেন যারা পাইরেটেড উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস ইন্সটল করে একটিভেট করতে পারেননা।

Level 0

is any differnt between enterprise & ultimate?? is that sofware work in 64bit??

    না, ৬৪- বিটেও এর ক্ষেত্রেও এই সফটওয়্যার ব্যাবহার করা যাবে…… কোন অসুবিধা হবেনা।

Level 0

আমার টা অরজিনাল W 7 ULTIMATE. আমার টা ভাঙা ঠীক হবে।

আমার মতামত চাইলে আমি না করবো কারণ প্রথমত আপনি জেনুইন উইন্ডোজ ৭ আল্টিমেট ব্যাবহার করছেন যেটার বাংলাদেশি বাজার মূল্য ৮০০০ টাকা এবং দ্বিতীয়ত আল্টিমেট সুবিধার দিক থেকে এন্টারপ্রাইস এর কাছাকাছি। তাই আমি না বলবো।

What the difference between Windows 7 Ultimate & Enterprise ?

    আপনি যখন উইন্ডোজ ৭ আলটিমেইট অরিজিনাল কিনবেন তখন প্রোডাক্ট কি সাথে দিয়ে দেয়া থাকবে। কিন্তু আপনি যদি উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস অরিজিনাল কিনেন তাহলে আপনাকে প্রোডাক্ট কী দিয়ে দেয়া থাকবেনা। এক্ষেত্রে আপনাকে Microsoft Software Assurance এর সাথে যোগাযোগ করে উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস একটিভেট করিয়ে নিতে হবে। এক্ষেত্রে অনলাইন করতে হবে যেটা আমাদের দেশ থেকে সম্ভব নয় এবং অনেক টাকার খরচ। আপনার সুবিধার জন্য একটি লিঙ্ক দিচ্ছি যা আপনাকে আর জানতে সাহায্য করবে- http://technet.microsoft.com/en-us/library/dd981009.aspx

প্রশ্ন ঃঃঃ- কিছুই বুঝলাম না উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস সফটওয়্যার পাবো কোতায়? আমি এখন উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম ব্যবহার করছি(অরিজিনাল) । এ অবস্থায় উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস এ কি এখনকার থেকে ভাএা সুবিধা পাবো? বা পেতে হলে কি করতে হবে?
উত্তরঃঃঃ–(উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম যেমন একটি এডিশন তেমনি উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস ও আর একটি এডিশন।আপনি অরিজিনাল উইন্ডোজ যদি ব্যাবহার করে থাকেন তাহলে আমার মতামত হবে যে অরিজিনাল ফেলে দিয়ে পাইরেটেড উইন্ডোজ ৭ ব্যাবহার করা বুদ্ধিমানের কাজ হবেনা। হ্যাঁ, উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম থেকে উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস অনেকগুনে শক্তিশালী। এমনকি উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস এ অন্যান্য উইন্ডোজ ৭ এর ভার্সন এর সুবিধা পাওয়া যাবে। ইমেজ এ দেয়া আছে কোন এডিশন এর কতটুকু সুবিধা আপনি পাবেন। এই সফটওয়্যার টি তারাই ব্যাবহার করে সুবিধা পাবেন যারা পাইরেটেড উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস ইন্সটল করে একটিভেট করতে পারেননা।)
আমি ও মনে করি না করাটাই ভালো হবে অরিজিনাল তো অরিজিনাল ই ।
খুব সুন্দর এবং কাজের একটি টিউন আচ্ছা আমাকে কি বলবেন আমার উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম অরিজিনাল এ সি ড্রাইভ কেন অটো ফুল হয়ে যাচ্ছে ? আমি তেমন কিছু ই ইন্সটল করেনি তারপর ও ফুল হয়ে যাচ্ছে ,জানালে অপকৃত হব।

@ হানিফ মাহমুদ,
আপনার সি ড্রাইভ অটো ফুল হবার কারণ হচ্ছে আপনি যদি সিস্টেম সফটওয়্যার ও ইন্টারনেট সফটওয়্যার ইউস করে থাকেন যেমনঃ ইন্টারনেট ব্রাউজার, ডাউনলোড ম্যানেজার বা অন্যান্য সফটওয়্যার যে্গুলো ব্রাউজিং হিস্ট্রি, ডাউনলোড হিস্ট্রি, অন্যান্য সফটওয়্যার ব্যাবহার সম্পর্কিত ডাটা এইগুলো সি ড্রাইভ এ সেভ হয়। কারণ আমরা সিস্টেম সফটওয়্যার গুলাই সি ড্রাইভ বা উইন্ডোজ ড্রাইভ এ ইন্সটল করি। এক্ষেত্রে আপনি যা করতে পারেন টা হল-
১) সি ড্রাইভ এ গিয়ে মাউস আর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ এ যাবেন। তারপর General ট্যাব এর Disk Clean up এ ক্লিক করে অপেক্ষা করুন। ডিস্ক এনালাইযিং শেষ হলে একটি উইন্ডো আসবে। উইন্ডোজ cllean up system file ক্লিক করুন। এনালাইয হতে দিন। তারপর উইন্ডো এর files to delete এর আন্ডার এ সব গুলো এলিমেন্ট চেক করে ওকে দিন। ডিস্ক ক্লিন করে আপনি কত টুকু জায়গা আপনি খালি হইসে আপনাকে যাবে।
২) CCleaner সফটওয়্যার টি এউস করতে পারেন। ছোট এবং কাজের জিনিস। এটি আপনার হার্ডডিস্ক এর অপ্রয়োজনীয় ডাটা ফেলে দিতে সাহায্য করবে। লিঙ্ক- http://www.filehippo.com/download_ccleaner/download/3338fca79000a50c41e1efca38211b6f/
যদি কোন অসুবিধা হয় তাহলে জানাবেন।