সবাইকে সালাম জানাই। আমার ২য় টিউন নিয়ে আবার আপনাদের মাঝে আসলাম। ১ম টিউনটির মতো এবারো উইন্ডোজ ৭ সম্পর্কিত বিষয়ে আলোচনা করবো।
আমরা সবাই জানি যে উইন্ডোজ ৭ এর অনেকগুলা এডিশন আছে। অনেকেই আবার জানি আবার অনেকেই জানিনা যে কোন এডিশন কোনটা থেকে শক্তিশালী। আপনাদের সুবিধার জন্য নিচের ইমেজটি দিলাম তাহলে জানতে পারবেন কোন এডিশন কতটুকু শক্তিশালী।
ইমেজ দেখে সবাই বুঝতে পেরেছেন যে উইন্ডোজ আল্টিমেট এবং এন্তেরপ্রাইস এডিশন সুবিধার দিক থেকে অনেক শক্তিশালী কিন্তু এইটাও আপনাদের আমি জানিয়েদি যে উইন্ডোজ এন্তেরপ্রাইস হচ্ছে সব উইন্ডোজ থেকে শক্তিশালী। আপনারা যদি উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস লোডার দিয়ে উইন্ডোজ ৭ একটিভেট করতে চান তাহলে দেখবেন যে লোডার লোড নিতে পারছেনা। যারা এই এন্তেরপ্রাইস ব্যাবহার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্যই নিয়ে আসলাম আমি ৩.৭৮ এমবি এর একটি উইন্ডোস ৭ একটিভেশন ক্যানসেল সফটওয়্যার। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।
http://www.mediafire.com/download.php?liaf0lka6foxh64
উইন্ডোজ ৭ এন্টারপ্রাইস ইন্সটল করে সফটওয়্যারটি ওপেন করে REMOVE WAT এ ক্লিক করে অপেক্ষা করন।
একটি উইন্ডো আসবে ওইটাতে ওকে ক্লিক করে উইন্ডোজ কে আবার রিস্টার্ট হতে দিন।ব্যাস......দেখুন আপনার উইন্ডোজ এন্টারপ্রাইস এর একটিভেশন ক্যানসেল হয়ে গেছে। এখন আপনি ইচ্ছামতো আপনার ইচ্ছামত আপডেট দিতে পারবেন এবং ব্যাবহার করতে পারবেন কোন অসুবিধা ছাড়াই। এছাড়া এই সফটওয়্যার দিয়ে আপনি অন্য যে কোন উইন্ডোজ এর একটিভেশন ক্যানসেল করতে পারবেন।
আজকে এটুকুই। ভালো থাকুন। আল্লাহ হাফেয।
আমি নেহাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx