উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রীন পাল্টান সহজে

টিটির নতুন টিউনার হিসেবে সবাইকে সালাম। প্রায় ২ বছর ধরে টিটি থেকে আপনাদের দেয়া সুযোগ সুবিধা গ্রহন করে এখন ছোট টিউনার হিসেবে আপনাদের তালিকায় নাম লিখলাম। জানি আপনারা আইশব বিষয়ে আমার থেকে বহু গুনে বিজ্ঞ তবুও আমি চাই আমি যা জানি আপনাদের মাঝে শেয়ার করি।

আমরা অনেকেই উইন্ডোজ ৭ ব্যাবহার করি। অন্যান্য সব কিছুর মতো মাইক্রোসফট আমাদের উইন্ডোজ ৭ এ আমাদের নিজেদের মতো উইন্ডোজ লগ অন বদলানোর সুবিধা দিয়ে দিয়েছে। এজন্য আমাদের যা করতে হবে তা হলঃ

১) প্রথমে Start এ ক্লিক করে Run চালু করে Regedit লিখে এন্টার দিন।

২) তারপর নিচের পদ্ধতিতে এক এক করে content গুলোতে ক্লিক করে ঢুকুন-

HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background

৩) OEMBackground DWORD key তে ডাবল ক্লিক করে Edit DWORD (32 bit) Value ওপেন করুন।

৪) Value data 0 কেটে 1 দিয়ে ওকে করুন।

৫) এখন আপনি যে ছবিটি আপনার লগ অন স্ক্রীন এর ব্যাকগ্রাউন্ড বানাবেন সেটির সাইজ যেন ২৫৬ কেবি বা তার কম যেন হয়।

৬) ছবিটি কপি করে C:\Windows\system32\oobe\info\backgrounds ফোল্ডার এ পেস্ট করে backgroundDefault.jpg নামে সেভ করুন।

৭) কম্পিউটার রিস্টার্ট নিন............ ব্যাস!!!! পালতে গেলো আপনার লগ অন ব্যাকগ্রাউন্ড 🙂

বি.দ্রঃ অনেকের C:\Windows\system32\oobe\info\backgrounds এই ফোল্ডার টি নাও তাক্তে পারে উইন্ডোজ এ বা থেকেও অসুবিধা করবে এ ব্যাকগ্রাউন্ড না পাল্টানই উত্তম।

অনেক গুছিয়ে লিখার চেষ্টা করেছি। ভুল হলে ছোট হিসেবে ক্ষমা করবেন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Level 0

আমি নেহাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks Share Korar Jonno. Tobe Software Use Korle Je Kono Size Er Wallpaper Daua Jai 🙂

64 বিটে কিভাবে ?

    ৬৪ বিট উইন্ডোজ এ এই উইন্ডো টাও আসবে… কোন অসুবিধা নাই

Level 0

ধন্যবাদ
World4Mix