যখন একটি মেমোরীকার্ড, পেনড্রাইভ বা পিসি এর কোন ড্রাইভ ওপেন করা হয় তখন তার Background স্বাভাবিক ভাবে সাদা থাকে ! অর্থাত্ ওই ড্রাইভের ফোল্ডারের নিচে কোন ছবি দেখা যায় না ! এবার আপনি নিজেই আপনার ছবি সেট করে নিন ! বিশ্বাস না হলে এখান থেকে ফাইলটি ডাউনলোড করুন এবং আনজিপ করুন ! আনজিপ করলে Rubelttc ও desktop এই নামের 2 টা ফাইল পাবেন ! ওই দুটা ফাইল কপি করে মেমোরীকার্ড , পেনড্রাইভ বা পিসি এর যেকোন ড্রাইভে পেস্ট করুন ! এবার মাউস দিয়ে রিফ্রেস করুন ! দেখুন আপনার ওই ড্রাইভের Backgroud এ আমার ছবি চলে এসেছে !
আপনার ছবি সেট করতে চাইলে নিচের ধাপগুলি অনুসরন করুন !
আর আমার ছবি মন চাইলে রেখে দিন না চাইলে delete করে দিন ! এই টিউনটি কেউ করে থাকলে ক্ষমা করবেন !
একটু লক্ষ্য করুন :
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
Vista ba win 7 e hobe na….